ETV Bharat / state

পরিকাঠামোর অভাব, রেশনের কুপন বিলি নিয়ে বিশৃঙ্খলা মালদায় - রেশনের কুপন বিলি নিয়ে বিশৃঙ্খলা মালদায়

মালদা শহরের রেশন কুপন বিলির সময় বিশৃঙ্খলা নজরে আসে ৷ সামাজিক দূরত্ব না মেনেই ঠেসাঠেসি করেই লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় উপভোক্তাদের ৷ রাস্তায় দাঁড়িয়েই কুপন বিলি করেন ICDS কর্মীরা । উঠছে অব্যবস্থাপনার অভিযোগ ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 8, 2020, 1:13 PM IST

মালদা, 8 এপ্রিল : রাজ্য সরকারের নির্দেশে রেশনের কুপন বিলির কাজ শুরু হয়েছে মালদায় ৷ অনেকের মধ্যে বিলি করা হচ্ছে রেশন কার্ড ৷ কিন্তু আজ সকালে এই নিয়ে বিশৃঙ্খলা নজরে পড়ল মালদা শহরের একাধিক জায়গায় ৷ সামাজিক দূরত্ব অমান্য করেই চলছে কুপন বিলির কাজ ৷ বিশেষত ইংরেজবাজার পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে সেই অব্যবস্থা ছিল চোখে পড়ার মতো ৷ স্থানীয় কাউন্সিলরকে ফোন করা হলে তিনি গোটা বিষয়টিই এড়িয়ে গিয়েছেন ৷

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে ৷ এই পরিস্থিতিতে দরিদ্রদের খাদ্যসামগ্রী বিলি করছে রাজ্য সরকার ৷ যাঁদের রেশন কার্ড নেই কিংবা এখনও তা হাতে পাননি, তাঁদের জন্য রেশনের কুপন বিলির কাজ শুরু হল আজ থেকে ৷ আজ মালদা শহরের ঘোড়াপীড় মোড়ে রেশন কুপন বিলি শুরু হয় সকালেই ৷ আর এতেই চরম বিশৃঙ্খলা নজরে আসে ৷ সামাজিক দূরত্ব না মেনেই ঠেসাঠেসি করেই লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় উপভোক্তাদের ৷

অন্যদিকে, ICDS কর্মীদের এই কুপন বিলির দায়িত্ব দেওয়া হলেও সরকারিভাবে তাঁদের জন্য কোনও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ ৷ নিজেদের উদ্যোগেই তাঁরা রেশনের কুপন বিলির কাজ করছেন ৷ এমনকী ICDS কর্মীদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা পর্যন্ত করা হয়নি ৷ প্রশ্ন উঠছে, যেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে সমস্ত কাজকর্ম করার নির্দেশ দিচ্ছে রাজ্য সরকার, সেখানে সরকারের এমন কাজেই গাফিলতি দেখা যাচ্ছে ৷

25 নম্বর ওয়ার্ডে প্রায় এক হাজার উপভোক্তা । অনেকের দাবি, কুপন বিলি করার জন্য অন্তত কোনও স্কুল বা অন্য কোনও জায়গার ব্যবস্থা করা উচিত ছিল ৷ ভিড় নিয়ন্ত্রণে সিভিক ভলান্টিয়ারদেরও মোতায়েন করা উচিত ছিল ৷ কিন্তু এখানে কিছুই করা হল না ।

স্থানীয় কাউন্সিলর দোলন চাকিকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “ কুপন বিলির বিষয়ে আমার জানা নেই ৷ বিষয়টি দেখতে আমি ঘটনাস্থানে যাচ্ছি ৷”

মালদা, 8 এপ্রিল : রাজ্য সরকারের নির্দেশে রেশনের কুপন বিলির কাজ শুরু হয়েছে মালদায় ৷ অনেকের মধ্যে বিলি করা হচ্ছে রেশন কার্ড ৷ কিন্তু আজ সকালে এই নিয়ে বিশৃঙ্খলা নজরে পড়ল মালদা শহরের একাধিক জায়গায় ৷ সামাজিক দূরত্ব অমান্য করেই চলছে কুপন বিলির কাজ ৷ বিশেষত ইংরেজবাজার পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে সেই অব্যবস্থা ছিল চোখে পড়ার মতো ৷ স্থানীয় কাউন্সিলরকে ফোন করা হলে তিনি গোটা বিষয়টিই এড়িয়ে গিয়েছেন ৷

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে ৷ এই পরিস্থিতিতে দরিদ্রদের খাদ্যসামগ্রী বিলি করছে রাজ্য সরকার ৷ যাঁদের রেশন কার্ড নেই কিংবা এখনও তা হাতে পাননি, তাঁদের জন্য রেশনের কুপন বিলির কাজ শুরু হল আজ থেকে ৷ আজ মালদা শহরের ঘোড়াপীড় মোড়ে রেশন কুপন বিলি শুরু হয় সকালেই ৷ আর এতেই চরম বিশৃঙ্খলা নজরে আসে ৷ সামাজিক দূরত্ব না মেনেই ঠেসাঠেসি করেই লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় উপভোক্তাদের ৷

অন্যদিকে, ICDS কর্মীদের এই কুপন বিলির দায়িত্ব দেওয়া হলেও সরকারিভাবে তাঁদের জন্য কোনও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ ৷ নিজেদের উদ্যোগেই তাঁরা রেশনের কুপন বিলির কাজ করছেন ৷ এমনকী ICDS কর্মীদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা পর্যন্ত করা হয়নি ৷ প্রশ্ন উঠছে, যেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে সমস্ত কাজকর্ম করার নির্দেশ দিচ্ছে রাজ্য সরকার, সেখানে সরকারের এমন কাজেই গাফিলতি দেখা যাচ্ছে ৷

25 নম্বর ওয়ার্ডে প্রায় এক হাজার উপভোক্তা । অনেকের দাবি, কুপন বিলি করার জন্য অন্তত কোনও স্কুল বা অন্য কোনও জায়গার ব্যবস্থা করা উচিত ছিল ৷ ভিড় নিয়ন্ত্রণে সিভিক ভলান্টিয়ারদেরও মোতায়েন করা উচিত ছিল ৷ কিন্তু এখানে কিছুই করা হল না ।

স্থানীয় কাউন্সিলর দোলন চাকিকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “ কুপন বিলির বিষয়ে আমার জানা নেই ৷ বিষয়টি দেখতে আমি ঘটনাস্থানে যাচ্ছি ৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.