মালদা, 8 নভেম্বর: তৈরি হচ্ছে জাতীয় সড়ক ৷ সেই সড়ক নির্মাণে বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থার বিরুদ্ধে রাজ্য সরকারের পূর্ত দফতরের মাটি বেআইনিভাবে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ৷ স্থানীয়দের আশংকা, নির্মীয়মাণ জাতীয় সড়কের ধার থেকে যেভাবে মাটি কেটে নেওয়া হচ্ছে, তাতে ওই সড়কের স্থায়িত্ব নিশ্চিতভাবে কমবে ৷ উপরন্তু এভাবে মাটি কেটে নেওয়ার ফলে রাস্তার ধারে থাকা অনেক মানুষ বাড়ি থেকে বেরোতে পারবেন না ৷ গর্তের জমা জলে দুর্ঘটনা ঘটারও আশংকা থাকছে ৷ ওই ঠিকাদার সংস্থার দাবি, নিয়ম মেনে এবং অনুমতি নিয়েই তারা মাটি কাটছে ৷ যদিও এখনও পর্যন্ত এমন কোনও অনুমতি দেওয়া হয়নি বলে জানাচ্ছে ভূমি ও ভূমি রাজস্ব দফতর ৷ ঘটনাটি ঘটেছে রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷
সম্প্রতি কেন্দ্রীয় সড়ক মন্ত্রণালয় 31 নম্বর জাতীয় সড়কের একটি শাখা নির্মাণের সিদ্ধান্ত নেয় ৷ এর নাম দেওয়া হয় 131-এ জাতীয় সড়ক ৷ এই জাতীয় সড়ক মালদা থেকে শুরু হয়ে বিহারের কাটিহার হয়ে পূর্ণিয়া পর্যন্ত যাবে ৷ তার কাজ শুরুও হয়ে গিয়েছে ৷ মহানন্দটোলার দুর্গাপুর থেকে বিহার সীমান্তের রতনটোলা পর্যন্ত কাজ চলছে ৷ দুর্গাপুর থেকে ফুলহরের নাককাট্টি ঘাট পর্যন্ত কাজের বরাত পেয়েছে রায়গঞ্জের ঠিকাদার সংস্থা, মিলেনিয়াম রোড কনস্ট্রাকশন ৷ অভিযোগ, এই সংস্থাটি দুর্গাপুর ও নাককাট্টি ঘাটের মধ্যে প্রায় দুই কিলোমিটার এলাকায় নির্মীয়মান রাস্তার পাশে থাকা পূর্ত দফতরের জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে তা রতনটোলায় নিয়ে যাচ্ছে ৷
বালুপুর দিয়ারার বাসিন্দা অতুল ঘোষ বলছেন, "এটা নতুন ঠিকাদার ৷ আগে যেসব ঠিকাদার সংস্থা কাজ করেছে, তারা কিন্তু নির্মীয়মান রাস্তার ধার থেকে মাটি কাটেনি ৷ কিন্তু রায়গঞ্জের এই সংস্থাটি অবৈধভাবে রাস্তার ধার থেকে মাটি কেটে নিচ্ছে ৷ দুর্গাপুর থেকে নাককাট্টি পর্যন্ত এলাকায় মাঝেমধ্যে প্রায় 100 ফুট জায়গা জুড়ে পাঁচ ফুট গর্ত করে মাটি কাটছে ৷ এর ফলে ভবিষ্যতে জাতীয় সড়কটাই থাকবে না ৷ উপরন্তু রাস্তার পাশেই কৃষিজমি ৷ ওই জমির ফসল নিয়ে যাওয়ার কোনও উপায় রইল না ৷ এলাকার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বাড়ি এখানেই ৷ যাতায়াতের পথে তিনি গোটা ঘটনাই দেখছেন ৷ কিন্তু কিছু বলছেন না ৷ আমরা কিছু বলতে গেলে ঠিকাদার সংস্থার লোকজন হুমকি দিচ্ছে, বাধা দিলে তারা মামলা করবে ৷ আমরা চাই, এখানে রাস্তা থেকে মাটি কাটা বন্ধ হোক ৷"
আরও পড়ুন: ফের সক্রিয় মাফিয়ারা, জেসিবির কোপে চলছে দেদার মাটি কাটা
গঙ্গা ভাঙনে ঘর হারিয়ে অনেক মানুষ এই রাস্তার পাশে বাড়ি তৈরি করবেন বলে জমি কিনেছেন ৷ তাঁদের একজন বৈদ্যনাথ কর্মকার বলেন, "গঙ্গায় ঘর হারিয়ে নতুন বাড়ি তৈরি করব বলে এখানে জমি কিনেছি ৷ একমাসের মধ্যেই কাজ শুরু করার কথা ৷ আরও অনেক ভাঙন উদ্বাস্তু এখানে জমি কিনেছে ৷ কিন্তু এখন সেই জায়গার সামনে পাঁচ ফুট গর্ত করে দেওয়া হয়েছে ৷ মেইন রোডে যাওয়ার কোনও জায়গাই আর নেই ৷ ছোট ছেলেমেয়েরা এই গর্তের জলে পড়ে মারা যাবে ৷ যেখান থেকে মাটি কাটা হচ্ছে, সেখানে জেলা পরিষদের রাস্তা ছিল ৷ সেটাও কেটে দিয়েছে ৷ আমরা চাই, এখানে মাটি কাটা বন্ধ হোক ৷ যতটুকু গর্ত করা হয়েছে, মাটি ফেলে তা ভরাট করা হোক ৷"
এ নিয়ে ফোনে ধরা হলে ঠিকাদার সংস্থার প্রোজেক্ট ইঞ্জিনিয়ার কথা বললেও নিজের নাম প্রাকশ করতে চাননি ৷ তাঁর দাবি, সরকারি জায়গায় নয়ানজুলি করার জন্যই ওখানে মাটি কাটা হচ্ছে ৷ সেখানকার মাটি রাস্তা নির্মাণেই ব্যবহার করা হচ্ছে৷ নকশা অনুযায়ীই সেই কাজ করা হচ্ছে ৷ সংবাদমাধ্যম এনিয়ে সব জায়গায় খোঁজ নিতে পারে ৷ প্রয়োজনে আরটিআই করতে পারে ৷
আরও পড়ুন: তৃণমূল কাউন্সিলরই ইটভাটার মালিক, বেআইনিভাবে কোপাইয়ে মাটি কাটার অভিযোগ
যদিও বিষয়টি জানানো হলে রতুয়া 1 নম্বর ব্লকের বিএল অ্যান্ড এলআরও সৌমিত্রকুমার বড়াল বলেন, "এই খবর এখনই পেলাম ৷ আমি এখনই ঘটনাস্থলে যাচ্ছি ৷ যদি কেউ বেআইনিভাবে মাটি কাটে তবে যথাযথ আইনি পদক্ষেপ করা হবে ৷ আজ সকালে ঠিকাদার সংস্থার তরফে একজন মাটি কাটার আবেদনপত্র নিয়ে এসেছিলেন ৷ তিনি জানান, জাতীয় সড়ক নির্মাণের জন্য মাটি লাগবে ৷ কিন্তু ওই আবেদনপত্র সঠিক না থাকায় তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে ৷"