ETV Bharat / state

পরপর 4 কন্যাসন্তান, বিবিকে খুনের চেষ্টার অভিযোগ

গতরাতে শাবল দিয়ে যুবতির মাথায় আঘাত করে তাঁর শওহর ৷ যুবতির পরিবারের অভিযোগ, পরপর 4 কন্যাসন্তানের জন্ম দেওয়ায় তাঁকে খুনের চেষ্টা করে তাঁর শওহর ৷

murder attempt
আক্রান্ত যুবতি
author img

By

Published : Nov 29, 2020, 7:23 PM IST

মালদা, 29 নভেম্বর : পরপর চারটি কন্যাসন্তানের জন্ম দেওয়ায় বিবিকে খুনের চেষ্টার অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন ওই যুবতি ।

ইংরেজবাজারের অমৃতির বাসিন্দা সুইটি বিবি । পরিবার সূত্রে জানা গিয়েছে, 10 বছর আগে মানিকচকের এনায়েতপুরের বাসিন্দা ইমরান শেখের সঙ্গে নিকাহ হয় তাঁর । অভিযোগ, পরপর তিনটি কন্যাসন্তান জন্ম দেওয়ার পর ফের সন্তান নেওয়ার জন্য চাপ দিতে থাকে ইমরান । সাতদিন আগে ফের এক কন্যাসন্তানের জন্ম দেন সুইটি বিবি । গতকালই হাসপাতাল থেকে ছাড়া পান ৷ অভিযোগ, পরপর চারটি কন্যাসন্তান জন্ম দেওয়ায় গতকাল রাতে শাবল দিয়ে সুইটি বিবির মাথায় আঘাত করে ইমরান । পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করে । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি । এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে ইমরানকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ । আজ আদালতে তোলার আগে ইমরানকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরিবারের লোকজনসহ স্থানীয় বাসিন্দারা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ।


সুইটির আম্মা তাসনুর বিবি বলেন, "আমার মেয়ে তিনটি কন্যাসন্তানের জন্ম দিয়েছিল । তারপরেও ইমরান পুত্রসন্তানের জন্য আরও একটি বাচ্চা নেওয়ার ইচ্ছা প্রকাশ করে । সাতদিন আগে মেয়ে ফের এক কন্যাসন্তানের জন্ম দেয় । কন্যাসন্তান হওয়ার বিষয়টি জানতে পেরে ইমরান মেয়েকে দেখতে হাসপাতালেও আসেনি । গতকাল হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরলে মেয়ের মাথায় শাবল দিয়ে আঘাত করে ইমরান । পরপর চারটি কন্যাসন্তান জন্ম দেওয়ার জন্যই মেয়েকে মারতে চেয়েছিল ইমরান । আমরা পুলিশে অভিযোগ দায়ের করেছি । পুলিশ ইমরানকে গ্রেপ্তার করেছে ।"

ইংরেজবাজার থানার IC মদনমোহন রায় বলেন, "ইংরেজবাজারের অমৃতির সুইটি বিবির মাথায় শাবল দিয়ে আঘাত করে তাঁর শওহর ইমরান শেখ । সুইটি বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন । ওই ঘটনায় পুলিশে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল । সেই অভিযোগের ভিত্তিতে আমরা ইমরান শেখকে গ্রেপ্তার করেছি । পরপর চারটি কন্যাসন্তান হওয়ার কারণেই এই ঘটনা কি না তা এখনও তদন্তে উঠে আসেনি । তবে যদি তদন্তে সেই তথ্য উঠে আসে তবে আমরা আদালতে তা জানাব ।"

মালদা, 29 নভেম্বর : পরপর চারটি কন্যাসন্তানের জন্ম দেওয়ায় বিবিকে খুনের চেষ্টার অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন ওই যুবতি ।

ইংরেজবাজারের অমৃতির বাসিন্দা সুইটি বিবি । পরিবার সূত্রে জানা গিয়েছে, 10 বছর আগে মানিকচকের এনায়েতপুরের বাসিন্দা ইমরান শেখের সঙ্গে নিকাহ হয় তাঁর । অভিযোগ, পরপর তিনটি কন্যাসন্তান জন্ম দেওয়ার পর ফের সন্তান নেওয়ার জন্য চাপ দিতে থাকে ইমরান । সাতদিন আগে ফের এক কন্যাসন্তানের জন্ম দেন সুইটি বিবি । গতকালই হাসপাতাল থেকে ছাড়া পান ৷ অভিযোগ, পরপর চারটি কন্যাসন্তান জন্ম দেওয়ায় গতকাল রাতে শাবল দিয়ে সুইটি বিবির মাথায় আঘাত করে ইমরান । পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করে । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি । এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে ইমরানকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ । আজ আদালতে তোলার আগে ইমরানকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরিবারের লোকজনসহ স্থানীয় বাসিন্দারা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ।


সুইটির আম্মা তাসনুর বিবি বলেন, "আমার মেয়ে তিনটি কন্যাসন্তানের জন্ম দিয়েছিল । তারপরেও ইমরান পুত্রসন্তানের জন্য আরও একটি বাচ্চা নেওয়ার ইচ্ছা প্রকাশ করে । সাতদিন আগে মেয়ে ফের এক কন্যাসন্তানের জন্ম দেয় । কন্যাসন্তান হওয়ার বিষয়টি জানতে পেরে ইমরান মেয়েকে দেখতে হাসপাতালেও আসেনি । গতকাল হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরলে মেয়ের মাথায় শাবল দিয়ে আঘাত করে ইমরান । পরপর চারটি কন্যাসন্তান জন্ম দেওয়ার জন্যই মেয়েকে মারতে চেয়েছিল ইমরান । আমরা পুলিশে অভিযোগ দায়ের করেছি । পুলিশ ইমরানকে গ্রেপ্তার করেছে ।"

ইংরেজবাজার থানার IC মদনমোহন রায় বলেন, "ইংরেজবাজারের অমৃতির সুইটি বিবির মাথায় শাবল দিয়ে আঘাত করে তাঁর শওহর ইমরান শেখ । সুইটি বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন । ওই ঘটনায় পুলিশে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল । সেই অভিযোগের ভিত্তিতে আমরা ইমরান শেখকে গ্রেপ্তার করেছি । পরপর চারটি কন্যাসন্তান হওয়ার কারণেই এই ঘটনা কি না তা এখনও তদন্তে উঠে আসেনি । তবে যদি তদন্তে সেই তথ্য উঠে আসে তবে আমরা আদালতে তা জানাব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.