দার্জিলিং, 11 মে : চিকিৎসকদের ডিপ্লোমা কোর্স এবং নার্সদের 15 দিনের প্রশিক্ষণের পর নিয়োগ করা নিয়ে প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই প্রস্তাবের বিরোধীতায় এবার সরব হলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিক্যাল সার্ভিস সেন্টারের সদস্যরা । হাসপাতাল চত্বরে বিক্ষোভে সামিল হন তাঁরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্ন থেকে চিকিৎসক ও নার্সদের ঘাটতি মেটাতে স্বল্প সময়ের কোর্স চালু করা নিয়ে প্রস্তাব দেন ৷ তিনি জানান, প্রাইমারি হেলথ সেন্টারগুলির জন্য চিকিৎসকদের ডিপ্লোমা কোর্স ও নার্সদের 15 দিনের প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ করা যায় কি না তা নিয়ে আলোচনা করা যেতে পারে। শুধু তাই নয়, বিষয়টির আইনি দিক খতিয়ে দেখতে স্বাস্থ্য়সচিবকে দায়িত্বও দেন মমতা ।
এরই তীব্র বিরোধীতায় সরব হন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সার্ভিস সেন্টারের সদস্যরা । এদিন হাসপাতালের মূল গেটের সামনে হাতে পোস্টার নিয়ে ওই প্রতিবাদ দেখান তারা । এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামিদিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিক্যাল সার্ভিস সেন্টারের সদস্যরা ।
মেডিক্যাল সার্ভিস সেন্টারের রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক চিকিৎসক অপূর্ব মণ্ডল বলেন, "প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে কাজে লাগানোর নাম করে মুখ্যমন্ত্রী যে ডিপ্লোমা ডাক্তার তৈরির পরিকল্পনা করেছেন । এটি চূড়ান্ত অবৈজ্ঞানিক কাজ । পাশাপাশি জনস্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক একটি পদক্ষেপ । ভোটের চমক ছাড়া কিছু নয় । আমরা মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ অবিলম্বে এই ধরনের জনবিরোধী পদক্ষেপ গ্রহন বন্ধ করতে হবে ৷"
তিনি আরও জানান, ইতিমধ্যেই আমাদের রাজ্যে জনগণের সঙ্গে ডাক্তারের অনুপাত বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশিত অনুপাতের কাছাকাছি চলে গিয়েছে । সুতরাং এই ধরনের তুঘলকি চিন্তার ধারা এই রাজ্যের জন্য খারাপ ৷ ভোটের আগে চমক না দিয়ে অবিলম্বে শূন্য পদে ডাক্তার নিয়োগ করার কথাও উল্লেখ করেন তিনি । সঠিকভাবে ও দ্রুত চিকিৎসক নিয়োগ হলে তবেই চিকিৎসকের সমস্যা মিটবে বলে জানান অপূর্ব মণ্ডল ৷
আরও পড়ুন: মা'কে পাকা বাড়িতে রাখার স্বপ্ন অধরাই থেকে গেল! ফিরে এল ছেলের কফিনবন্দি দেহ