ETV Bharat / state

BJP হাওয়া চলে গেলেই কংগ্রেস আবার ফিরবে : ডালু - Election Result

"মোদি সাহেব ভালো প্রচারক । উনি নিজের বক্তব্যে ধর্মীয় প্রসঙ্গ টেনে এনেছেন । কংগ্রেস আর্থিক দুর্নীতি,আইনি অব্যবস্থা এই বিষয়গুলোর ওপর জোর দিলেও এগুলো ততটা কাজ করেনি । " ভোটের ফল নিয়ে মন্তব্য করলেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চোধুরি ।

আবু হাসেম খান চৌধুরি (ডালু)
author img

By

Published : May 25, 2019, 9:19 AM IST

Updated : May 25, 2019, 9:30 AM IST

মালদা, 25 মে: রাজনীতিতে সবই অস্থায়ী । একটা হাওয়া উঠেছে, যাতে BJP ভোট পেয়েছে । তবে এই হাওয়া চলে গেলেই কংগ্রেস আবারও স্বমহিমায় ফিরবে । দেশজুড়ে গেরুয়া ঝড় প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরি (ডালু) ।

দক্ষিণ মালদা কেন্দ্রে জয়লাভের পর দলীয় কার্যালয়ে বসে গতকাল এই বর্ষীয়ান কংগ্রেস নেতা বলেন, "রাজনীতিতে কোনও কিছুই স্থায়ী নয় । একটা হাওয়া উঠেছিল যে BJP-কে ভোট দাও । এই হাওয়া কতদিন টেকসই হবে আমি জানি না । এটা স্থায়ী ব্যাপার নয় । কাজেই এই হাওয়া আবার চলে যাবে । মানুষ আবার স্বাভাবিক হবে । আমাদের (রাজ্যে) যারা শাসকদল আছেন, তাঁরাও বোধহয় শিখবেন মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় । আমার মনে হয় কংগ্রেস আবার ফিরে আসবে ।"

দেশজুড়ে গেরুয়া ঝড় প্রসঙ্গে ডালুবাবু বলেন, " আমার মনে হয় দুটো কারণ এর পিছনে কাজ করেছে । একটা ধর্মীয় বিষয় । আর একটা হল মোদি সাহেব ভালো প্রচারক । উনি নিজের বক্তব্যেও ধর্মীয় প্রসঙ্গ টেনে এনেছেন । কংগ্রেস আর্থিক দুর্নীতি,আইনি অব্যবস্থা এই বিষয়গুলোর ওপর জোর দিলেও এগুলো ততটা কাজ করেনি । "

শুনুন বক্তব্য

মালদায় কংগ্রেসের গড়েও BJP ঝড় উঠছে । এ প্রসঙ্গে ডালুবাবু বলেন, "কথাটা 100 শতাংশ সঠিক নয় । তবে এবারের ভোটে ধর্মীয় মেরুকরণ কাজ করেছে এটা সঠিক । রাজ্য সরকারের অবস্থানে এর প্রভাব পড়েছে বেশি । এই সরকার ঠিকমতো কাজ করতে পারছে না । আইনের শাসন লাগু করতে পারছে না । সরকারে থেকে ভাবছে তারাই সব । মানুষ এসব পছন্দ করেনি । তারই প্রভাব পড়েছে ভোটে ।"

মালদা, 25 মে: রাজনীতিতে সবই অস্থায়ী । একটা হাওয়া উঠেছে, যাতে BJP ভোট পেয়েছে । তবে এই হাওয়া চলে গেলেই কংগ্রেস আবারও স্বমহিমায় ফিরবে । দেশজুড়ে গেরুয়া ঝড় প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরি (ডালু) ।

দক্ষিণ মালদা কেন্দ্রে জয়লাভের পর দলীয় কার্যালয়ে বসে গতকাল এই বর্ষীয়ান কংগ্রেস নেতা বলেন, "রাজনীতিতে কোনও কিছুই স্থায়ী নয় । একটা হাওয়া উঠেছিল যে BJP-কে ভোট দাও । এই হাওয়া কতদিন টেকসই হবে আমি জানি না । এটা স্থায়ী ব্যাপার নয় । কাজেই এই হাওয়া আবার চলে যাবে । মানুষ আবার স্বাভাবিক হবে । আমাদের (রাজ্যে) যারা শাসকদল আছেন, তাঁরাও বোধহয় শিখবেন মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় । আমার মনে হয় কংগ্রেস আবার ফিরে আসবে ।"

দেশজুড়ে গেরুয়া ঝড় প্রসঙ্গে ডালুবাবু বলেন, " আমার মনে হয় দুটো কারণ এর পিছনে কাজ করেছে । একটা ধর্মীয় বিষয় । আর একটা হল মোদি সাহেব ভালো প্রচারক । উনি নিজের বক্তব্যেও ধর্মীয় প্রসঙ্গ টেনে এনেছেন । কংগ্রেস আর্থিক দুর্নীতি,আইনি অব্যবস্থা এই বিষয়গুলোর ওপর জোর দিলেও এগুলো ততটা কাজ করেনি । "

শুনুন বক্তব্য

মালদায় কংগ্রেসের গড়েও BJP ঝড় উঠছে । এ প্রসঙ্গে ডালুবাবু বলেন, "কথাটা 100 শতাংশ সঠিক নয় । তবে এবারের ভোটে ধর্মীয় মেরুকরণ কাজ করেছে এটা সঠিক । রাজ্য সরকারের অবস্থানে এর প্রভাব পড়েছে বেশি । এই সরকার ঠিকমতো কাজ করতে পারছে না । আইনের শাসন লাগু করতে পারছে না । সরকারে থেকে ভাবছে তারাই সব । মানুষ এসব পছন্দ করেনি । তারই প্রভাব পড়েছে ভোটে ।"

Intro:মালদা, ২৪ মে : "দেশে গেরুয়া ঝড়ের জন্য বেশ কিছু কারণ কাজ করেছে৷ তার মধ্যে দুটি হল, রাজনীতির সঙ্গে ধর্মকে মিলিয়ে দেওয়া আর প্রচারক হিসাবে মোদি সাহেবের সাফল্য৷ তিনি ভালো কথা বলতে পারেন৷ সবমসয় তিনি নিজের বক্তব্যে ধর্মকে টেনে এনেছেন৷ আর ভারতবাসী ধর্মকে বিশ্বাস করে৷ এবারের ভোটে এসবই কাজ করেছে৷ তার সঙ্গে কংগ্রেস এবার প্রচারে যেসব বিষয়ে গুরুত্ব দিয়েছিল, সেই দুর্নীতি, আইন ব্যবস্থার অবনতি প্রভৃতি বিষয় যতটা কাজ দেবে ভাবা হয়েছিল, ততটা দেয়নি৷ ভাবা হয়েছিল, এসব বিষয়ই মানুষের সমস্যার মূল কারণ৷ মানুষ এসব নিয়ে বেশি চিন্তা করবে৷ সেটা কাজে দেয়নি৷ ধর্মীয় বিষয়ই এবার ভোটে কাজ দিয়েছে৷" আজ ইটিভি ভারতের মুখোমুখি হয়ে দেশ জুড়ে গেরুয়া ঝড়ের প্রসঙ্গে এই মন্তব্য করলেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরি (ডালু মিঞা)৷Body:         ডালুবাবু আজ বলেন, "এই রাজ্যে মুর্শিদাবাদ, মালদা আর রায়গঞ্জের কিছু অংশ নিয়েই কংগ্রেস রয়েছে৷ ভোটের আগে থেকেই আমরা জানতাম, যা হওয়ার এখানেই হবে৷ তবে এই রাজ্যে বিজেপির প্রভাব বাড়ার জন্য গত পঞ্চায়েত নির্বাচনের প্রভাব যথেষ্ট৷ ওই ভোটে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি৷ নিরাপরাধ মানুষকে পুলিশ উঠিয়ে নিয়ে চলে গেছে৷ সরকার পুলিশ সরকার হয়ে গেল৷ পয়সা না দিলে কোনও কাজ হবে না৷ এসব মানুষ পছন্দ করেনি৷ আমরা প্রচারে গেলে আমাদের বলার আগে লোকজন আমাদের এসব বলেছে৷ মানুষের এই ক্ষোভ উপেক্ষা করেছে রাজ্য সরকার৷ তারা ভেবেছিল, পঞ্চায়েতের মতো পিটিয়ে এবারও ভোট করে নেবে৷ কিন্তু সেটা আর হয়নি৷" ডালুবাবুকে প্রশ্ন করা হয়, মালদার মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলায় বিজেপির এই ঝড় রাজনীতির আঙিনায় ভবিষ্যতে কি কোনও প্রভাব ফেলবে? তাঁর উত্তর, "কথাটা ১০০ শতাংশ সঠিক নয়৷ তবে এবারের ভোটে ধর্মীয় মেরুকরণ যে কাজ করেছে তা সঠিক৷ তবে এই রাজ্যে তার থেকেও বেশি প্রভাব ফেলেছে রাজ্য সরকারের অবস্থান৷ এই সরকার ঠিক কাজ করতে পারছে না৷ তারা আইনের শাসন লাগু করতে পারছে না৷ সরকারে থেকে ভাবছে, তারাই সব৷ মানুষ এসব পছন্দ করেনি৷ তার প্রভাব পড়েছে ভোটে৷"
         ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদায় ডালুবাবু ১৬৪১১১ ভোটে জিতলেও এবার তিনি বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরিকে হারিয়েছেন মাত্র ৮২২২ ভোটে৷ কংগ্রেসের পাশে থাকার বার্তা দিয়ে সিপিএম এবার এই কেন্দ্রে প্রার্থী দেয়নি৷ সিপিএমের এই সিদ্ধান্তেই কি তিনি এবার জিততে পারলেন? প্রশ্ন শুনে খানিকটা থমকে যান ডালু মিঞা৷ তারপর বলে ওঠেন, "আমি সিপিএমের কাছে কোনও সাহায্য চাইনি৷ সিপিএম সমর্থকদের ভোট দিতে বলিনি৷ আসলে এবার জয়টা এতটাই সুক্ষ্ম হয়ে গেছে যে এনিয়ে কথা উঠছে৷ এই কেন্দ্রে কোথায় সিপিএম আছে জানি না৷ তবে ফরাক্কা আর সামশেরগঞ্জে ওরা খানিকটা সংগঠনগতভাবে সাহায্য করেছে৷ এত কম ভোটে জিতব তা আশা করিনি৷ ভেবেছিলাম ৩০-৪০ হাজারের ব্যবধানে জিতব৷ তবে সিপিএমের জন্য জিতেছি তা কেউ বলতে পারবে না৷ এখানে সিপিএমের নেতাদের দেখা যায়, কর্মীদের দেখা যায় না৷"
Conclusion:         বিজেপির এই ঝড়ে এই রাজ্যে কংগ্রেস দৃশ্যতই অস্তিত্ব সংকটে৷ তবে তা মানতে রাজি নন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা৷ তাঁর মন্তব্য, "রাজনীতিতে কোনও কিছুই স্থায়ী নয়৷ একটা হাওয়া উঠেছিল৷ তাতে বিজেপি ভোট পেয়েছে৷ এই হাওয়া কতদিন থাকবে তা আমি জানি না৷ তবে এই হাওয়া চলে যাবে৷ মানুষ আবার স্বাভাবিক হবে৷ যারা আমাদের বিরোধী, তারাও শিখবেন, কেমন করে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয়৷ আমার মনে হয়, আবার কংগ্রেস স্বমহিমায় ফিরে আসবে৷"
Last Updated : May 25, 2019, 9:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.