ETV Bharat / state

রাজ্যে ক্ষমতায় ফিরেই বিজেপি পরিচালিত বামনগোলা পঞ্চায়েত ভাঙল তৃণমূল - মালদা

বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে মালদা জেলায় তৃণমূলের প্রথম সাফল্য বামনগোলা পঞ্চায়েত সমিতি ৷ গেরুয়া শিবিরের ঘর ভাঙিয়ে চার সদস্যকে নিয়ে এসে ওই পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠ ঘাসফুল ৷

After returning to power in the state the Trinamool broke up the BJP run Bamangola Panchayat in malda
রাজ্যে ক্ষমতায় ফিরেই বিজেপি পরিচালিত বামনগোলা পঞ্চায়েত ভাঙল তৃণমূল
author img

By

Published : May 8, 2021, 6:00 PM IST

মালদা, 8 মে : জনাদেশে তৃতীয়বারের জন্য রাজ্যের মসনদে তৃণমূল ৷ রাজ্য দখলের পর ফের ঘাসফুলের নজর ত্রিস্তর পঞ্চায়েতের দিকে ৷ বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে মালদা জেলায় তৃণমূলের প্রথম সাফল্য বামনগোলা পঞ্চায়েত সমিতি ৷ গেরুয়া শিবিরের ঘর ভাঙিয়ে চার সদস্যকে নিয়ে এসে ওই পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠ ঘাসফুল ৷ যদিও সরকারিভাবে এখনও সেখানে অনাস্থা আনেনি তৃণমূল ৷ তার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর হেমন্ত শর্মা ৷

রাজ্যে ক্ষমতায় ফিরেই বিজেপি পরিচালিত বামনগোলা পঞ্চায়েত ভাঙল তৃণমূল

আরও পড়ুন : পুরুলিয়ায় BJP পরিচালিত গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলে

হেমন্ত শর্মা জানিয়েছেন, শুধু বামনগোলা পঞ্চায়েত সমিতি নয় ৷ ওই পঞ্চায়েত সমিতির অধীনে থাকা চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে তারা দ্রুত অনাস্থা প্রস্তাব পেশ করবে ৷ যদিও ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমান কোভিড পরিস্থিতিতে কোনও অনাস্থাই কার্যকর হওয়া অসম্ভব ৷ সেই কারণেই তৃণমূলের দখলে থাকা মদনাবতী গ্রাম পঞ্চায়েতে বিজেপির আনা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি করা সম্ভব কার্যকর করা যায়নি ৷ উল্লেখ্য, 2018-র পঞ্চায়েত নির্বাচনে 18 আসনবিশিষ্ট বামনগোলা পঞ্চায়েত সমিতিতে বিজেপি 10টি ও তৃণমূল আটটি আসন দখল করে৷ ফলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ওই পঞ্চায়েত সমিতি দখল করে গেরুয়া শিবির ৷ কিন্তু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই এই পঞ্চায়েত সমিতির চার বিজেপি সদস্য তৃণমূলের পথে পা বাড়ান ৷ গতকাল রাতে তাঁরা ঘাসফুল শিবিরে যোগ দেন ৷ তাঁরা হলেন আন্না রায়, সঞ্জিত মণ্ডল, পারুল কুজুর ও সুমিত্রা রায় ৷ প্রত্যেকেই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ৷ আন্না রায় আবার বিজেপি মহিলা মোর্চার জেলা সহ সভানেত্রী ৷ তাঁদের হাতে ঘাসফুলের ঝান্ডা তুলে দেন তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর হেমন্ত শর্মা ৷

মালদা, 8 মে : জনাদেশে তৃতীয়বারের জন্য রাজ্যের মসনদে তৃণমূল ৷ রাজ্য দখলের পর ফের ঘাসফুলের নজর ত্রিস্তর পঞ্চায়েতের দিকে ৷ বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে মালদা জেলায় তৃণমূলের প্রথম সাফল্য বামনগোলা পঞ্চায়েত সমিতি ৷ গেরুয়া শিবিরের ঘর ভাঙিয়ে চার সদস্যকে নিয়ে এসে ওই পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠ ঘাসফুল ৷ যদিও সরকারিভাবে এখনও সেখানে অনাস্থা আনেনি তৃণমূল ৷ তার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর হেমন্ত শর্মা ৷

রাজ্যে ক্ষমতায় ফিরেই বিজেপি পরিচালিত বামনগোলা পঞ্চায়েত ভাঙল তৃণমূল

আরও পড়ুন : পুরুলিয়ায় BJP পরিচালিত গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলে

হেমন্ত শর্মা জানিয়েছেন, শুধু বামনগোলা পঞ্চায়েত সমিতি নয় ৷ ওই পঞ্চায়েত সমিতির অধীনে থাকা চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে তারা দ্রুত অনাস্থা প্রস্তাব পেশ করবে ৷ যদিও ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমান কোভিড পরিস্থিতিতে কোনও অনাস্থাই কার্যকর হওয়া অসম্ভব ৷ সেই কারণেই তৃণমূলের দখলে থাকা মদনাবতী গ্রাম পঞ্চায়েতে বিজেপির আনা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি করা সম্ভব কার্যকর করা যায়নি ৷ উল্লেখ্য, 2018-র পঞ্চায়েত নির্বাচনে 18 আসনবিশিষ্ট বামনগোলা পঞ্চায়েত সমিতিতে বিজেপি 10টি ও তৃণমূল আটটি আসন দখল করে৷ ফলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ওই পঞ্চায়েত সমিতি দখল করে গেরুয়া শিবির ৷ কিন্তু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই এই পঞ্চায়েত সমিতির চার বিজেপি সদস্য তৃণমূলের পথে পা বাড়ান ৷ গতকাল রাতে তাঁরা ঘাসফুল শিবিরে যোগ দেন ৷ তাঁরা হলেন আন্না রায়, সঞ্জিত মণ্ডল, পারুল কুজুর ও সুমিত্রা রায় ৷ প্রত্যেকেই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ৷ আন্না রায় আবার বিজেপি মহিলা মোর্চার জেলা সহ সভানেত্রী ৷ তাঁদের হাতে ঘাসফুলের ঝান্ডা তুলে দেন তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর হেমন্ত শর্মা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.