ETV Bharat / state

রবীন্দ্রভারতী বিতর্কের মধ্যেই স্কুলপড়ুয়াদের অশ্লীল গানের ভিডিয়ো ভাইরাল মালদায় - রবীন্দ্রভারতীর পর মালদার স্কুল

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিতর্কিত ঘটনার পর মালদায় চার ছাত্রীর অশ্লীল গান সোশাল মিডিয়ায় ভাইরাল৷ ওই চার ছাত্রীর অভিভাবককে তলব করল স্কুল৷

Malda
Malda
author img

By

Published : Mar 6, 2020, 11:51 PM IST

মালদা, ৬ মার্চ : বসন্ত উৎসবকে কেন্দ্র করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিতর্কিত ঘটনায় রাজ্যে শোরগোল শুরু হয়েছে ৷ তখনই একই ধরনের আরও এক ঘটনা প্রকাশ্যে এল মালদায়৷ শহরের এক নামী স্কুলের একাদশ শ্রেণির চার ছাত্রীর রবীন্দ্রসংগীতকে বিকৃত করে অশ্লীল গানের ভিডিয়ো ভাইরাল হল এবার৷ ঘটনার নিন্দায় সরব হয়েছে সব মহল৷ গোটা বিষয়টি জানতে পেরে অভিযুক্ত চার ছাত্রীর অভিভাবককে তলব করেছে স্কুল কর্তৃপক্ষ৷

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, শহরের এক নামী স্কুলের চার ছাত্রী কোরাসে একটি রবীন্দ্রসংগীতের মধ্যে ছাপার অযোগ্য একাধিক অশ্লীল শব্দ ব্যবহার করে গাইছে৷ (ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ETV ভারত৷ ভিডিয়োটি অশ্লীল হওয়ায় এই প্রতিবেদনের সঙ্গে তা দেওয়া সম্ভব নয় ) সেলফি স্টিকে রেকর্ড করা ওই গান পরে সোশাল মিডিয়ায় আপলোড করা হয়৷ যা মুহূর্তে ভাইরাল হয়৷ এবং নিন্দার ঝড় ওঠে৷

জেলার বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র ওই চার ছাত্রীকে স্কুল থেকে বহিষ্কারের আবেদন করেছেন৷ তাঁর কথায়, "এদের মতো পড়ুয়াদের বহিষ্কার না করলে ওই নামী স্কুলের অন্য পড়ুয়াদের মধ্যেও এমন প্রবণতা ছড়িয়ে পড়তে পারে৷" অভিযুক্ত ছাত্রীদের স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, "আগামীকাল চার ছাত্রীর অভিভাবকদের স্কুলে ডেকে পাঠানো হয়েছে৷" তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে জানান৷ এদিকে গোটা বিষয়টি নিয়ে প্রথমে কোনওরকম মন্তব্য করতে চাননি জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক উদয়ন ভৌমিক৷ পরে বলেন, “এই ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষিকাকে ডেকে পাঠানো হবে৷ এর বেশি বলব না৷ ওই ছাত্রীদের বিষয়ে স্কুল কর্তৃপক্ষই ব্যবস্থা নেবে৷”

অন্যদিকে ভিডিয়ো ভাইরাল হওয়ার পর অভিযুক্ত চার ছাত্রীর একজন সোশাল মিডিয়াতে একটি ভিডিয়ো আপলোড করে গোটা বিষয়টির জন্য ক্ষমা চায়৷ তার কথায়, “আমরা ক্ষমাপ্রার্থী৷ এই ভিডিয়োটি পোস্ট করে স্কুলের সম্মানহানি করতে চাইনি৷ এর জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ, সমস্ত শিক্ষক ও পড়ুয়াদের কাছে ক্ষমা চাইছি৷ দয়া করে আমাদের ক্ষমা করা হোক৷” ক্ষমা চেয়ে একই আবেদন করেছে আরও এক ছাত্রী৷ তার কথায় “আমরা বন্ধুরা মিলে মজা করছিলাম৷ কীভাবে ওই ভিডিয়ো ভাইরাল হল বুঝতে পারছি না৷”

মালদা, ৬ মার্চ : বসন্ত উৎসবকে কেন্দ্র করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিতর্কিত ঘটনায় রাজ্যে শোরগোল শুরু হয়েছে ৷ তখনই একই ধরনের আরও এক ঘটনা প্রকাশ্যে এল মালদায়৷ শহরের এক নামী স্কুলের একাদশ শ্রেণির চার ছাত্রীর রবীন্দ্রসংগীতকে বিকৃত করে অশ্লীল গানের ভিডিয়ো ভাইরাল হল এবার৷ ঘটনার নিন্দায় সরব হয়েছে সব মহল৷ গোটা বিষয়টি জানতে পেরে অভিযুক্ত চার ছাত্রীর অভিভাবককে তলব করেছে স্কুল কর্তৃপক্ষ৷

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, শহরের এক নামী স্কুলের চার ছাত্রী কোরাসে একটি রবীন্দ্রসংগীতের মধ্যে ছাপার অযোগ্য একাধিক অশ্লীল শব্দ ব্যবহার করে গাইছে৷ (ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ETV ভারত৷ ভিডিয়োটি অশ্লীল হওয়ায় এই প্রতিবেদনের সঙ্গে তা দেওয়া সম্ভব নয় ) সেলফি স্টিকে রেকর্ড করা ওই গান পরে সোশাল মিডিয়ায় আপলোড করা হয়৷ যা মুহূর্তে ভাইরাল হয়৷ এবং নিন্দার ঝড় ওঠে৷

জেলার বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র ওই চার ছাত্রীকে স্কুল থেকে বহিষ্কারের আবেদন করেছেন৷ তাঁর কথায়, "এদের মতো পড়ুয়াদের বহিষ্কার না করলে ওই নামী স্কুলের অন্য পড়ুয়াদের মধ্যেও এমন প্রবণতা ছড়িয়ে পড়তে পারে৷" অভিযুক্ত ছাত্রীদের স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, "আগামীকাল চার ছাত্রীর অভিভাবকদের স্কুলে ডেকে পাঠানো হয়েছে৷" তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে জানান৷ এদিকে গোটা বিষয়টি নিয়ে প্রথমে কোনওরকম মন্তব্য করতে চাননি জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক উদয়ন ভৌমিক৷ পরে বলেন, “এই ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষিকাকে ডেকে পাঠানো হবে৷ এর বেশি বলব না৷ ওই ছাত্রীদের বিষয়ে স্কুল কর্তৃপক্ষই ব্যবস্থা নেবে৷”

অন্যদিকে ভিডিয়ো ভাইরাল হওয়ার পর অভিযুক্ত চার ছাত্রীর একজন সোশাল মিডিয়াতে একটি ভিডিয়ো আপলোড করে গোটা বিষয়টির জন্য ক্ষমা চায়৷ তার কথায়, “আমরা ক্ষমাপ্রার্থী৷ এই ভিডিয়োটি পোস্ট করে স্কুলের সম্মানহানি করতে চাইনি৷ এর জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ, সমস্ত শিক্ষক ও পড়ুয়াদের কাছে ক্ষমা চাইছি৷ দয়া করে আমাদের ক্ষমা করা হোক৷” ক্ষমা চেয়ে একই আবেদন করেছে আরও এক ছাত্রী৷ তার কথায় “আমরা বন্ধুরা মিলে মজা করছিলাম৷ কীভাবে ওই ভিডিয়ো ভাইরাল হল বুঝতে পারছি না৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.