ETV Bharat / state

উল্টো চিত্র মালদায়, জেলায় পর্যাপ্ত ভ্যাকসিন থাকা সত্বেও টিকা নিতে অনীহা - করোনা

চাঁচল 1 নম্বর ব্লকের বাসিন্দাদের টিকা নেওয়ায় অনীহার বিষয়টি নজরে এসেছে স্বাস্থ্য দপ্তরের ৷ জানা যাচ্ছে, প্রতিদিন টিকা নিয়ে বসে থাকছেন স্বাস্থ্যকর্মীরা ৷

adequate-vaccine-in-malda-district-yet-reluctance-to-get-vaccinated
adequate-vaccine-in-malda-district-yet-reluctance-to-get-vaccinated
author img

By

Published : Jun 5, 2021, 10:57 PM IST

মালদা, 5 জুন : আশেপাশের জেলাগুলিতে করোনা টিকার আকাল ৷ বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গিয়েছে ভ্যাকসিনেশন (Vaccination) প্রক্রিয়া ৷ মালদা জেলায় সেই সমস্যা নেই ৷ জেলায় রয়েছে পর্যাপ্ত করোনার টিকা ৷ কিন্তু সম্প্রতি জেলার কোথাও কোথাও করোনার টিকা নিতে অনীহা দেখা যাচ্ছে মানুষের মধ্যে ৷ যার মধ্যে রয়েছে চাঁচল 1 নম্বর ব্লক ৷ আগে যেখানে প্রতিদিন গড়ে 600 জন টিকা নিতেন, এখন সেখানে সেই ভিড় নেই ৷ আরও বড় বিষয়, দ্বিতীয় ডোজ়ের ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রেই এই অনীহা বেশি ধরা পড়ছে ৷ বিষয়টি নিয়ে চিন্তিত স্বাস্থ্য দফতর ৷

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত মালদা জেলায় মোট 3 লাখ 52 হাজার 841 জন ভ্যাকসিন পেয়েছেন ৷ এর মধ্যে দুটি ডোজ় পেয়েছেন 1 লাখ 16 হাজার 769 জন ৷ ষাটোর্ধ্বদের মধ্যে প্রথম ডোজ় পেয়েছেন 1 লাখ 7 হাজার 150 জন ৷ দুটি ডোজ় পেয়েছেন 37 হাজার 925 জন ৷ 45 থেকে 60 বছর বয়সিদের মধ্যে প্রথম ডো়জ পেয়েছেন 1 লাখ 35 হাজার 954 জন ৷ এই বয়স সীমায় দুটি ডোজ় পেয়েছেন 38 হাজার 593 জন ৷ মালদা শহর সহ জেলার 15টি ব্লকে টিকাকরণ প্রক্রিয়া চলছে ৷ এরই মধ্যে চাঁচল 1 নম্বর ব্লকের বাসিন্দাদের টিকা নেওয়ায় অনীহার বিষয়টি নজরে এসেছে স্বাস্থ্য দপ্তরের ৷ জানা যাচ্ছে, প্রতিদিন টিকা নিয়ে বসে থাকছেন স্বাস্থ্যকর্মীরা ৷ কিন্তু টিকা নিতে মানুষ আসছে না সেই পরিমাণে ৷ আঠারো থেকে চুয়াল্লিশ বছর বয়সীদের মধ্যেও টিকা নেওয়ার উৎসাহ তেমন নেই ৷ আরও বড় বিষয়, যাঁদের দ্বিতীয় ডোজ় পাওয়ার কথা, তাঁদের বেশিরভাগই টিকাকরণ কেন্দ্রের দিকে পা মাড়াচ্ছেন না ৷ ব্লক প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত চাঁচল 1 নম্বর ব্লকের 32 শতাংশ মানুষ টিকা নিয়েছেন ৷

শুনুন কী বললেন ব্লক স্বাস্থ্য আধিকারিক

যদিও ব্লক স্বাস্থ্য আধিকারিক আখতার হোসেন দাবি করেছেন, “গত চার-পাঁচ মাসে অনেকেই ভ্যাকসিন নিয়েছেন ৷ অনেকের দুটি ডোজ়ও নেওয়া হয়ে গিয়েছে ৷ এই মুহূর্তে এই ব্লকে পয়তাল্লিশ বছরের বেশি বয়সী মানুষদের বেশিরভাগেরই টিকা নেওয়া হয়ে গিয়েছে ৷"

তবে আখতার হোসেনও মানছেন, "আগের থেকে টিকা নিতে আসা মানুষের সংখ্যা কমেছে ৷ আগে দিনে গড়ে 600 জন টিকা নিতেন ৷ কখনও সেই সংখ্যাটি হাজার ছাড়িয়ে যেত ৷ কিন্তু এখন প্রথম ডোজ়ের জন্য দিনে 70 থেকে 80 জন আসছেন ৷ তবে যাঁদের দ্বিতীয় ডোজ় নেওয়ার কথা, তাঁরা সকলেই টিকাকরণ কেন্দ্রে আসছেন না ৷ একেকদিন মাত্র চার-পাঁচজনও আসছেন ৷ কিন্তু একটি ভায়াল থেকে দশ থেকে এগারোজনকে টিকা দেওয়া হয় ৷ তাই যাঁরা আসছেন অনেক সময় তাঁদের ফিরে যেতে হচ্ছে ৷ তাঁরা মূলত 45 বছরের বেশি বয়সী ৷ "

ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন, "আমরা ঠিক করেছি, এবার থেকে সপ্তাহে দু-দিন টিকা দেওয়া হবে ৷ সোমবার ও বুধবার দ্বিতীয় ডোজ় প্রাপকদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালেই এই টিকা দেওয়া হবে ৷”

মালদা, 5 জুন : আশেপাশের জেলাগুলিতে করোনা টিকার আকাল ৷ বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গিয়েছে ভ্যাকসিনেশন (Vaccination) প্রক্রিয়া ৷ মালদা জেলায় সেই সমস্যা নেই ৷ জেলায় রয়েছে পর্যাপ্ত করোনার টিকা ৷ কিন্তু সম্প্রতি জেলার কোথাও কোথাও করোনার টিকা নিতে অনীহা দেখা যাচ্ছে মানুষের মধ্যে ৷ যার মধ্যে রয়েছে চাঁচল 1 নম্বর ব্লক ৷ আগে যেখানে প্রতিদিন গড়ে 600 জন টিকা নিতেন, এখন সেখানে সেই ভিড় নেই ৷ আরও বড় বিষয়, দ্বিতীয় ডোজ়ের ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রেই এই অনীহা বেশি ধরা পড়ছে ৷ বিষয়টি নিয়ে চিন্তিত স্বাস্থ্য দফতর ৷

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত মালদা জেলায় মোট 3 লাখ 52 হাজার 841 জন ভ্যাকসিন পেয়েছেন ৷ এর মধ্যে দুটি ডোজ় পেয়েছেন 1 লাখ 16 হাজার 769 জন ৷ ষাটোর্ধ্বদের মধ্যে প্রথম ডোজ় পেয়েছেন 1 লাখ 7 হাজার 150 জন ৷ দুটি ডোজ় পেয়েছেন 37 হাজার 925 জন ৷ 45 থেকে 60 বছর বয়সিদের মধ্যে প্রথম ডো়জ পেয়েছেন 1 লাখ 35 হাজার 954 জন ৷ এই বয়স সীমায় দুটি ডোজ় পেয়েছেন 38 হাজার 593 জন ৷ মালদা শহর সহ জেলার 15টি ব্লকে টিকাকরণ প্রক্রিয়া চলছে ৷ এরই মধ্যে চাঁচল 1 নম্বর ব্লকের বাসিন্দাদের টিকা নেওয়ায় অনীহার বিষয়টি নজরে এসেছে স্বাস্থ্য দপ্তরের ৷ জানা যাচ্ছে, প্রতিদিন টিকা নিয়ে বসে থাকছেন স্বাস্থ্যকর্মীরা ৷ কিন্তু টিকা নিতে মানুষ আসছে না সেই পরিমাণে ৷ আঠারো থেকে চুয়াল্লিশ বছর বয়সীদের মধ্যেও টিকা নেওয়ার উৎসাহ তেমন নেই ৷ আরও বড় বিষয়, যাঁদের দ্বিতীয় ডোজ় পাওয়ার কথা, তাঁদের বেশিরভাগই টিকাকরণ কেন্দ্রের দিকে পা মাড়াচ্ছেন না ৷ ব্লক প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত চাঁচল 1 নম্বর ব্লকের 32 শতাংশ মানুষ টিকা নিয়েছেন ৷

শুনুন কী বললেন ব্লক স্বাস্থ্য আধিকারিক

যদিও ব্লক স্বাস্থ্য আধিকারিক আখতার হোসেন দাবি করেছেন, “গত চার-পাঁচ মাসে অনেকেই ভ্যাকসিন নিয়েছেন ৷ অনেকের দুটি ডোজ়ও নেওয়া হয়ে গিয়েছে ৷ এই মুহূর্তে এই ব্লকে পয়তাল্লিশ বছরের বেশি বয়সী মানুষদের বেশিরভাগেরই টিকা নেওয়া হয়ে গিয়েছে ৷"

তবে আখতার হোসেনও মানছেন, "আগের থেকে টিকা নিতে আসা মানুষের সংখ্যা কমেছে ৷ আগে দিনে গড়ে 600 জন টিকা নিতেন ৷ কখনও সেই সংখ্যাটি হাজার ছাড়িয়ে যেত ৷ কিন্তু এখন প্রথম ডোজ়ের জন্য দিনে 70 থেকে 80 জন আসছেন ৷ তবে যাঁদের দ্বিতীয় ডোজ় নেওয়ার কথা, তাঁরা সকলেই টিকাকরণ কেন্দ্রে আসছেন না ৷ একেকদিন মাত্র চার-পাঁচজনও আসছেন ৷ কিন্তু একটি ভায়াল থেকে দশ থেকে এগারোজনকে টিকা দেওয়া হয় ৷ তাই যাঁরা আসছেন অনেক সময় তাঁদের ফিরে যেতে হচ্ছে ৷ তাঁরা মূলত 45 বছরের বেশি বয়সী ৷ "

ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন, "আমরা ঠিক করেছি, এবার থেকে সপ্তাহে দু-দিন টিকা দেওয়া হবে ৷ সোমবার ও বুধবার দ্বিতীয় ডোজ় প্রাপকদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালেই এই টিকা দেওয়া হবে ৷”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.