মালদা, 12 অক্টোবর : রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শেষ পর্যন্ত টানা তিনদিনের ধর্মঘটে নামল এই রাজ্যের লরি মালিকরা ৷ আজ সকাল থেকে পুরাতন মালদার নারায়ণপুরে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করা সমস্ত পণ্যবাহী লরিকে আটকে দেওয়া হয়েছে ৷ ফলে জাতীয় সড়কের দুই ধারে এখন লরির সারি ৷ দাঁড়িয়ে রয়েছে তিন হাজারেরও বেশি মালবাহী লরি ৷
পণ্য পরিবহণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার দুই বছর আগে একটি সিদ্ধান্ত নেয় ৷ পরবর্তীতে এনিয়ে ভেহিক্যাল আইনেরও সংশোধন করা হয় ৷ সেই আইন বলে কেন্দ্রীয় সরকার দেশের প্রতিটি রাজ্যে লরিগুলির পরিবহণ ক্ষমতা 25 শতাংশ বৃদ্ধি করে ৷ লরি মালিকদের অভিযোগ, কেন্দ্রের এই আইন প্রবর্তনের তিন মাসের মধ্যে দেশের প্রতিটি রাজ্য সম্মতি দেয় ৷ প্রতিটি রাজ্যে লরিগুলির মালবহন ক্ষমতা কেন্দ্রের নির্ধারিত 25 শতাংশ বাড়িয়ে দেওয়া হয় ৷ শুধুমাত্র পশ্চিমবঙ্গ এখনও সেই আইন মেনে নেয়নি ৷ এনিয়ে লরি মালিকদের তরফে একাধিকবার রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয় ৷ কিন্তু রাজ্য সরকার এখনও সেই আবেদনে সাড়া দেয়নি ৷ এতে রাজ্যের লরি মালিকরা অন্য রাজ্যের লরির সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতে পারছে না ৷ রাজ্য সরকারের এই নিষ্পৃহতার কারণে রাজ্যের লরি মালিকদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে ৷ তাই ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 12 থেকে 14 অক্টোবর পর্যন্ত গোটা রাজ্যে লরি ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয় ৷
সংগঠনের যুগ্ম সম্পাদক সৌম্যপ্রসাদ বোস বলেন, “ধর্মঘটের প্রথম দিন থেকেই আমরা গোটা রাজ্যে ব্যাপক সাড়া পেয়েছি ৷ মালদা জেলায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউন, রেলের রেক পয়েন্ট থেকে পণ্য বের করার কাজ পুরোপুরি বন্ধ রয়েছে ৷ গাড়ির মালিকরা স্বতঃস্ফুর্তভাবে সাড়া দিয়েছেন ৷ ধর্মঘট সফল করতে আমরা রাস্তাতেও নেমেছি৷ এখানে আমরা প্রায় তিন হাজার লরিকে আটকে দিয়েছি৷ দু’বছর আগে কেন্দ্রীয় সরকার পুরোনো ভেহিক্যাল আইন পরিবর্তন করে ঘোষণা করে, দেশের প্রতিটি লরির মাল বহন ক্ষমতা 25 শতাংশ বৃদ্ধি করা হল ৷ এই ঘোষণার দু’তিন মাসের মধ্যে দেশের প্রতিটি রাজ্যে নতুন নিয়ম চালু হয়ে যায়৷ কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখনও সেই নিয়ম চালু করেনি ৷ ফলে এই রাজ্যের লরি মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ৷ বাইরের রাজ্যের লরিগুলি আমাদের থেকে 25 শতাংশ বেশি পণ্য নিয়ে আমাদের রাস্তার উপর দিয়ে চলছে৷ আমরা একটি অসম প্রতিযোগিতার মুখোমুখি হয়েছি ৷ কিন্তু আমরা রাজ্য সরকারকে নিয়মিত কর দিই৷ আমরা এখনও রাজ্য সরকারকে আবেদন জানাচ্ছি, পরিস্থিতি বিবেচনা করে আমাদের অধিকার যেন লাগু করা হয় ৷”
সৌম্যবাবু আরও বলেন, “আমরা আজ 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী লরিগুলি আটকে দিলেও চালক ও শ্রমিকদের যাতে সমস্যায় না পড়তে হয়, তার দিকে লক্ষ্য রেখেছি ৷ তাদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে৷ 40 টাকায় তারা যাতে ডিম-ভাত খেতে পারে, তার জন্য অস্থায়ী একাধিক হোটেলও খোলা হয়েছে৷ তাদের সুবিধায় কোভিড হাসপাতালের সামনে ক্যাম্প করা হয়েছে ৷ রাস্তায় যেসব বাস কিংবা অ্যাম্বুলেন্স চলছে, সেগুলোর যাতে কোনও সমস্যা না হয় তা দেখছেন আমাদের স্বেচ্ছাসেবকরা ৷ জাতীয় সড়কে আমরা কোনও যানজট হতে দিচ্ছি না ৷”