ETV Bharat / state

একুশেও অষ্টাদশের ছবি, মালদায় শিকলবন্দী মানসিক ভারসাম্যহীন মহিলা - পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর গ্রাম

পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের আদিবাসী গ্রাম কুতুবপুর ৷ এই গ্রামে সুজি মুর্মু নামে 36 বছরের এক মহিলা মানসিকভাবে ভারসাম্যহীন ৷ দু'দিন আগে ওই মহিলার পরিবারের লোকেরা অনুষ্ঠানে যোগ দিতে গ্রামের বাইরে যান ৷ সেই সময় তাঁকে গাছের গুঁড়িতে বেঁধে রেখে যান তাঁরা ৷ শুধু দিনে নয়, রাতেও খোলা আকাশের নীচে থাকতে হয়েছে তাঁকে ৷

a mentally ill woman chained up by her family in malda
মালদায় শিকলবন্দি এক মানসিক ভারসাম্যহীন আদিবাসী মহিলা
author img

By

Published : Jun 17, 2021, 2:05 AM IST

মালদা, 17 জুন : একুশ শতকেও অষ্টাদশের ছবি ৷ সেই ছবি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, এখনও কতটা পিছিয়ে আদিবাসী সমাজ ৷ মাস চারেক আগে মানসিক ভারসাম্য হারানো এক মহিলাকে বেঁধে রাখা হয়েছে গাছের গুঁড়িতে ৷ শুধু দিনে নয়, রাতেও খোলা আকাশের নীচেই একদিন থাকতে হয়েছে তাঁকে ৷ কারণ, তাঁর দেখাশোনার কেউ নেই ৷ শেষ পর্যন্ত খবর পেয়ে পুলিশ ওই মহিলাকে শিকলমুক্ত করে ৷

পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর গ্রামে আদিবাসীদের বসবাস ৷ ওই গ্রামেই থাকেন সুজি মুর্মু নামে 36 বছরের এক মহিলা ৷ কয়েক বছর আগে তাঁর স্বামী নন্দ টুডু রোগে আক্রান্ত হয়ে মারা যান ৷ তারপর ছেলে শিবা আর মেয়ে পার্বতীকে নিয়ে ভাই আমিন মুর্মুর বাড়িতে গিয়ে ওঠেন সুজি ৷ এতদিন ভালোই ছিলেন ৷ নিজেদের খানিকটা জমিতে চাষ করার পাশাপাশি অন্যের জমিতে কাজকর্ম করে রোজগারও করতেন ৷ কিন্তু বিধি বাম ৷ মাস চারেক আগে হঠাৎ মানসিক ভারসাম্য হারান সুজি ৷ অবশ্য দিদিকে ফেলে দেননি আমিন ৷ দিদির চিকিৎসাও করাচ্ছিলেন তিনি ৷ কিন্তু অর্থাভাবে ব্যয়বহুল চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছে পরিবার ৷ দু'দিন আগে তিনি গ্রামের বাইরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান ৷ সেইদিন দিদিকে ঘরের বাইরে গাছের গুড়িতে শিকলে বেঁধে রেখে যান ৷ বুধবার দুপুরে শিকল বাঁধা সুজিকে দেখতে পেয়ে একজন গ্রামবাসী মালদা থানায় খবর দেন ৷ খবর পেয়েই পুলিশ গ্রামে গিয়ে সুজিকে শিকলমুক্ত করে ৷

সুজির বোন আরতি মুর্মুও কুতুবপুর গ্রামে থাকেন ৷ তাঁর বক্তব্য," ও আমার দিদি ৷ মানসিক ভারসাম্যহীন ৷ খোলা থাকলে অন্যের বাড়ি থেকে ফল-ফুল পেড়ে নেয় ৷ কারওর কাপড়, কারওর বাসন নিয়ে চলে আসে ৷ এনিয়ে গ্রামের মানুষ অনেকবার অভিযোগ জানিয়েছে ৷ তার উপর ভাই নেই ৷ বিয়েবাড়ি গিয়েছে ৷ দেখার লোক নেই ৷ লোকের ক্ষতি করে বলে দিদিকে শিকলে বেঁধে রেখে গিয়েছে ভাই ৷ দিদির চিকিৎসা করিয়েছি ৷ ডাক্তার বলেছে ঠিক হতে সময় লাগবে ৷ ইতিমধ্যে 60-70 হাজার টাকা খরচ হয়েছে ৷ আমরা খেটে খাই ৷ অত টাকা কোথায় পাব ? জমি বন্ধক রেখে এতদিন চিকিৎসা চলেছে ৷ আর পারা যাচ্ছে না ৷ পুলিশ এসে শিকল খুলতে বলে ৷ আমরা শিকল খুলে দিয়েছি ৷"

মালদায় শিকলবন্দী এক মানসিক ভারসাম্যহীন আদিবাসী মহিলা

স্থানীয় পঞ্চায়েত সদস্য জেঠু মুর্মু জানান,"পরিবারটি খুব গরিব ৷ সুজি বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছে জানতাম ৷ তবে ওকে যে শিকলে বেঁধে রাখা হয়েছে তা জানতাম না ৷ খবর পেয়ে আজ বিকেলে ওদের বাড়িতে গিয়ে দেখা করেছি ৷ তাদের বলেছি, মালদা মেডিক্যালে মানসিক ভারসাম্যহীনদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে ৷ সেখানে বিনামূল্যে চিকিৎসা করানো যাবে ৷ সুজিকে মেডিক্যালে নিয়ে যেতে বলেছি ৷ পঞ্চায়েত ওদের পাশে আছে ৷"

আরও পড়ুন : মেয়েকে মাথা কেটে খুন করল মা

মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানিয়েছেন, " খবর পেয়ে ওই মহিলাকে শিকলমুক্ত করা হয়েছে ৷ তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরিবারের লোকজনকে পরামর্শ দেওয়া হয়েছে ৷ "

মালদা, 17 জুন : একুশ শতকেও অষ্টাদশের ছবি ৷ সেই ছবি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, এখনও কতটা পিছিয়ে আদিবাসী সমাজ ৷ মাস চারেক আগে মানসিক ভারসাম্য হারানো এক মহিলাকে বেঁধে রাখা হয়েছে গাছের গুঁড়িতে ৷ শুধু দিনে নয়, রাতেও খোলা আকাশের নীচেই একদিন থাকতে হয়েছে তাঁকে ৷ কারণ, তাঁর দেখাশোনার কেউ নেই ৷ শেষ পর্যন্ত খবর পেয়ে পুলিশ ওই মহিলাকে শিকলমুক্ত করে ৷

পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর গ্রামে আদিবাসীদের বসবাস ৷ ওই গ্রামেই থাকেন সুজি মুর্মু নামে 36 বছরের এক মহিলা ৷ কয়েক বছর আগে তাঁর স্বামী নন্দ টুডু রোগে আক্রান্ত হয়ে মারা যান ৷ তারপর ছেলে শিবা আর মেয়ে পার্বতীকে নিয়ে ভাই আমিন মুর্মুর বাড়িতে গিয়ে ওঠেন সুজি ৷ এতদিন ভালোই ছিলেন ৷ নিজেদের খানিকটা জমিতে চাষ করার পাশাপাশি অন্যের জমিতে কাজকর্ম করে রোজগারও করতেন ৷ কিন্তু বিধি বাম ৷ মাস চারেক আগে হঠাৎ মানসিক ভারসাম্য হারান সুজি ৷ অবশ্য দিদিকে ফেলে দেননি আমিন ৷ দিদির চিকিৎসাও করাচ্ছিলেন তিনি ৷ কিন্তু অর্থাভাবে ব্যয়বহুল চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছে পরিবার ৷ দু'দিন আগে তিনি গ্রামের বাইরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান ৷ সেইদিন দিদিকে ঘরের বাইরে গাছের গুড়িতে শিকলে বেঁধে রেখে যান ৷ বুধবার দুপুরে শিকল বাঁধা সুজিকে দেখতে পেয়ে একজন গ্রামবাসী মালদা থানায় খবর দেন ৷ খবর পেয়েই পুলিশ গ্রামে গিয়ে সুজিকে শিকলমুক্ত করে ৷

সুজির বোন আরতি মুর্মুও কুতুবপুর গ্রামে থাকেন ৷ তাঁর বক্তব্য," ও আমার দিদি ৷ মানসিক ভারসাম্যহীন ৷ খোলা থাকলে অন্যের বাড়ি থেকে ফল-ফুল পেড়ে নেয় ৷ কারওর কাপড়, কারওর বাসন নিয়ে চলে আসে ৷ এনিয়ে গ্রামের মানুষ অনেকবার অভিযোগ জানিয়েছে ৷ তার উপর ভাই নেই ৷ বিয়েবাড়ি গিয়েছে ৷ দেখার লোক নেই ৷ লোকের ক্ষতি করে বলে দিদিকে শিকলে বেঁধে রেখে গিয়েছে ভাই ৷ দিদির চিকিৎসা করিয়েছি ৷ ডাক্তার বলেছে ঠিক হতে সময় লাগবে ৷ ইতিমধ্যে 60-70 হাজার টাকা খরচ হয়েছে ৷ আমরা খেটে খাই ৷ অত টাকা কোথায় পাব ? জমি বন্ধক রেখে এতদিন চিকিৎসা চলেছে ৷ আর পারা যাচ্ছে না ৷ পুলিশ এসে শিকল খুলতে বলে ৷ আমরা শিকল খুলে দিয়েছি ৷"

মালদায় শিকলবন্দী এক মানসিক ভারসাম্যহীন আদিবাসী মহিলা

স্থানীয় পঞ্চায়েত সদস্য জেঠু মুর্মু জানান,"পরিবারটি খুব গরিব ৷ সুজি বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছে জানতাম ৷ তবে ওকে যে শিকলে বেঁধে রাখা হয়েছে তা জানতাম না ৷ খবর পেয়ে আজ বিকেলে ওদের বাড়িতে গিয়ে দেখা করেছি ৷ তাদের বলেছি, মালদা মেডিক্যালে মানসিক ভারসাম্যহীনদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে ৷ সেখানে বিনামূল্যে চিকিৎসা করানো যাবে ৷ সুজিকে মেডিক্যালে নিয়ে যেতে বলেছি ৷ পঞ্চায়েত ওদের পাশে আছে ৷"

আরও পড়ুন : মেয়েকে মাথা কেটে খুন করল মা

মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানিয়েছেন, " খবর পেয়ে ওই মহিলাকে শিকলমুক্ত করা হয়েছে ৷ তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরিবারের লোকজনকে পরামর্শ দেওয়া হয়েছে ৷ "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.