ETV Bharat / state

Labour contractor missing in Uttar Pradesh : আজমগড়ে বিজেপি সাংসদের থেকে টাকা আনতে গিয়ে নিখোঁজ মালদার শ্রমিক ঠিকাদার - Malda Harishchandrapur news

সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ন গ্রামের শ্রমিক ঠিকাদার মুকলেসুর রহমান উত্তরপ্রদেশের আজমগড় গিয়েছিলেন ৷ সেখানে বিজেপি সাংসদ রমাকান্ত যাদবের কাছ থেকে পাওনা টাকা নিয়ে বাড়ি ফেরার কথা ছিল ৷ কিন্তু ফেরেননি (A Labour contractor from Malda missing in Azamgarh) ৷

Harishchandrapur Labour contractor missing in Uttar Pradesh
নিখোঁজ শ্রমিক ঠিকাদার মুকলেসুর রহমানের পরিবার
author img

By

Published : Jan 4, 2022, 7:59 AM IST

Updated : Jan 4, 2022, 10:40 AM IST

মালদা, 4 জানুয়ারি : উত্তরপ্রদেশে গিয়ে নিখোঁজ শ্রমিক ঠিকাদার ৷ নিখোঁজ শ্রমিকের ঠিকাদারের নাম মুকলেসুর রহমান (32) ৷ পাওনা টাকা আনতে তিনি যোগী রাজ্যে আজমগড়ের বিজেপি সাংসদ রমাকান্ত যাদবের (BJP MP Ramakant Yadav) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ অভিযোগ, টাকা নিয়ে আজমগড় স্টেশনে আসার পর থেকে তাঁর কোনও খবর পাওয়া যায়নি ৷ পরিবারের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় অপহরণের অভিযোগ করা হয়েছে । ঘটনাচক্রে শ্রমিক ঠিকাদার তৃণমূল গ্রামপঞ্চায়েত সদস্যের দেওর । তাই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

মুকলেসুর রহমানের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা (Harishchandrapur) এলাকার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের (Sultan Nagar) ডাটিয়ন গ্রামে (Datian Village) । জানা গিয়েছে, মুকলেসুর এলাকা থেকে শ্রমিকদের ভিনরাজ্যে বিভিন্ন ঠিকাদারের কাছে কাজে পাঠাতেন । বেশ কিছুদিন আগে আজমগড়ের বিজেপি সাংসদ তথা ঠিকাদার রমাকান্ত যাদবের কাছেও শ্রমিক সরবরাহ করেন মুকলেসুর । বারবার চাওয়া সত্ত্বেও পাওনা টাকা না পেয়ে গত বছর 26 ডিসেম্বর তিনি আজমগড়ে যান ।

আরও পড়ুন : Malda Government Employee Strike : বিরোধীদের কাজ দেওয়া যাবে না, সরকারি কর্মীদের পিস্তল দেখিয়ে হুমকির প্রতিবাদে কর্মবিরতি

দু'দিন পর 28 ডিসেম্বর মুকলেসুর বাড়িতে ফোন করে জানান, সাংসদের সঙ্গে তাঁর দেখা হয়নি । তবে তাঁর সহায়কের থেকে তিনি পাওনা টাকা পেয়েছেন এবং আজমগড় স্টেশন থেকে বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছেন । পরিবারের অভিযোগ, এরপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি । মুকলেসুরের স্ত্রী সাহানারা বিবি বলেন, "আমার স্বামী আজমগড়ের বিজেপি সাংসদ রমাকান্ত যাদবের কাছে টাকা আনতে গিয়েছিলেন ৷ তিনিও শ্রমিক ঠিকাদার ৷ গত পাঁচ বছর ধরে স্বামী তাঁর সঙ্গে কাজ করছিলেন ।" তাঁর দাবি, স্বামীকে অপহরণ করা হয়েছে ।

উত্তর প্রদেশের আজমগড়ে নিখোঁজ হরিশ্চন্দ্রপুরের শ্রমিক ঠিকাদার মুকলেসুর রহমান

মুকলেসুরের বাবা মজিবুর রহমান বলেন, "ছেলে বাড়ি থেকে উত্তরপ্রদেশের আজমগড় গিয়েছিল ।" তাঁরও একই অভিযোগ সেখান থেকে ছেলেকে অপহরণ করা হয়েছে । তিনি জানান গত মঙ্গলবার শেষ কথা হয়েছিল । সেই সময় ছেলে তাঁকে জানিয়েছিলেন অটো করে তিনি (মুকলেসুর) আজমগড় স্টেশনে পৌঁছেছেন ।

এই ঘটনায় হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তজমূল হোসেন বলেন, "উত্তরপ্রদেশের সাংসদের সঙ্গে আমার কথা হয়নি । তবে তাঁর ব্যক্তিগত সহায়কের সঙ্গে কথা হয়েছে । তিনি জানিয়েছেন, পাওনা টাকা নিয়ে মুকলেসুর আজমগড় স্টেশনে গিয়েছিল ।" তিনি জানান, এরপর থেকে মুকলেসুর নিখোঁজ । তৃণমূল বিধায়কের অভিযোগ, বিজেপিশাসিত উত্তরপ্রদেশে প্রায়শ পশ্চিমবঙ্গ থেকে যাওয়া শ্রমিকদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটছে । তিনি আশ্বাস দিয়েছেন, পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে মুকলেসুরকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন ।

আরও পড়ুন : BJP MP Shantanu Thakur : এবার বিজেপি'র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শান্তনু ঠাকুর

এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়েছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ৷ তিনি বলেন, "যদি কেউ অপহরণ হয়ে থাকেন, তবে তাঁকে উদ্ধারের দায়িত্ব প্রশাসনের ।" সাংসদের দাবি, এর সঙ্গে বিজেপি সাংসদের কোনও যোগ নেই । নিখোঁজ ব্যক্তি তৃণমূল গ্রামপঞ্চায়েত সদস্যের আত্মীয় বলে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা চলছে । তিনি বলেন, "তবে এই ঘটনার পর তৃণমূল স্বীকার করছে এ রাজ্য থেকে তৃণমূলের পরিবারের লোকজনও বিজেপিশাসিত রাজ্যে কাজ করতে যাচ্ছে । রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 99 শতাংশ কাজ তিনি করেছেন । এটা যদি সত্যি হয়, তবে পশ্চিমবঙ্গ থেকে শ্রমিকরা কেন ভিনরাজ্যে কাজে যাচ্ছেন ?"

মালদা, 4 জানুয়ারি : উত্তরপ্রদেশে গিয়ে নিখোঁজ শ্রমিক ঠিকাদার ৷ নিখোঁজ শ্রমিকের ঠিকাদারের নাম মুকলেসুর রহমান (32) ৷ পাওনা টাকা আনতে তিনি যোগী রাজ্যে আজমগড়ের বিজেপি সাংসদ রমাকান্ত যাদবের (BJP MP Ramakant Yadav) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ অভিযোগ, টাকা নিয়ে আজমগড় স্টেশনে আসার পর থেকে তাঁর কোনও খবর পাওয়া যায়নি ৷ পরিবারের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় অপহরণের অভিযোগ করা হয়েছে । ঘটনাচক্রে শ্রমিক ঠিকাদার তৃণমূল গ্রামপঞ্চায়েত সদস্যের দেওর । তাই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

মুকলেসুর রহমানের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা (Harishchandrapur) এলাকার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের (Sultan Nagar) ডাটিয়ন গ্রামে (Datian Village) । জানা গিয়েছে, মুকলেসুর এলাকা থেকে শ্রমিকদের ভিনরাজ্যে বিভিন্ন ঠিকাদারের কাছে কাজে পাঠাতেন । বেশ কিছুদিন আগে আজমগড়ের বিজেপি সাংসদ তথা ঠিকাদার রমাকান্ত যাদবের কাছেও শ্রমিক সরবরাহ করেন মুকলেসুর । বারবার চাওয়া সত্ত্বেও পাওনা টাকা না পেয়ে গত বছর 26 ডিসেম্বর তিনি আজমগড়ে যান ।

আরও পড়ুন : Malda Government Employee Strike : বিরোধীদের কাজ দেওয়া যাবে না, সরকারি কর্মীদের পিস্তল দেখিয়ে হুমকির প্রতিবাদে কর্মবিরতি

দু'দিন পর 28 ডিসেম্বর মুকলেসুর বাড়িতে ফোন করে জানান, সাংসদের সঙ্গে তাঁর দেখা হয়নি । তবে তাঁর সহায়কের থেকে তিনি পাওনা টাকা পেয়েছেন এবং আজমগড় স্টেশন থেকে বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছেন । পরিবারের অভিযোগ, এরপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি । মুকলেসুরের স্ত্রী সাহানারা বিবি বলেন, "আমার স্বামী আজমগড়ের বিজেপি সাংসদ রমাকান্ত যাদবের কাছে টাকা আনতে গিয়েছিলেন ৷ তিনিও শ্রমিক ঠিকাদার ৷ গত পাঁচ বছর ধরে স্বামী তাঁর সঙ্গে কাজ করছিলেন ।" তাঁর দাবি, স্বামীকে অপহরণ করা হয়েছে ।

উত্তর প্রদেশের আজমগড়ে নিখোঁজ হরিশ্চন্দ্রপুরের শ্রমিক ঠিকাদার মুকলেসুর রহমান

মুকলেসুরের বাবা মজিবুর রহমান বলেন, "ছেলে বাড়ি থেকে উত্তরপ্রদেশের আজমগড় গিয়েছিল ।" তাঁরও একই অভিযোগ সেখান থেকে ছেলেকে অপহরণ করা হয়েছে । তিনি জানান গত মঙ্গলবার শেষ কথা হয়েছিল । সেই সময় ছেলে তাঁকে জানিয়েছিলেন অটো করে তিনি (মুকলেসুর) আজমগড় স্টেশনে পৌঁছেছেন ।

এই ঘটনায় হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তজমূল হোসেন বলেন, "উত্তরপ্রদেশের সাংসদের সঙ্গে আমার কথা হয়নি । তবে তাঁর ব্যক্তিগত সহায়কের সঙ্গে কথা হয়েছে । তিনি জানিয়েছেন, পাওনা টাকা নিয়ে মুকলেসুর আজমগড় স্টেশনে গিয়েছিল ।" তিনি জানান, এরপর থেকে মুকলেসুর নিখোঁজ । তৃণমূল বিধায়কের অভিযোগ, বিজেপিশাসিত উত্তরপ্রদেশে প্রায়শ পশ্চিমবঙ্গ থেকে যাওয়া শ্রমিকদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটছে । তিনি আশ্বাস দিয়েছেন, পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে মুকলেসুরকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন ।

আরও পড়ুন : BJP MP Shantanu Thakur : এবার বিজেপি'র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শান্তনু ঠাকুর

এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়েছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ৷ তিনি বলেন, "যদি কেউ অপহরণ হয়ে থাকেন, তবে তাঁকে উদ্ধারের দায়িত্ব প্রশাসনের ।" সাংসদের দাবি, এর সঙ্গে বিজেপি সাংসদের কোনও যোগ নেই । নিখোঁজ ব্যক্তি তৃণমূল গ্রামপঞ্চায়েত সদস্যের আত্মীয় বলে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা চলছে । তিনি বলেন, "তবে এই ঘটনার পর তৃণমূল স্বীকার করছে এ রাজ্য থেকে তৃণমূলের পরিবারের লোকজনও বিজেপিশাসিত রাজ্যে কাজ করতে যাচ্ছে । রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 99 শতাংশ কাজ তিনি করেছেন । এটা যদি সত্যি হয়, তবে পশ্চিমবঙ্গ থেকে শ্রমিকরা কেন ভিনরাজ্যে কাজে যাচ্ছেন ?"

Last Updated : Jan 4, 2022, 10:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.