ETV Bharat / state

Gas Cylinder Blast in Malda : কালিয়াচকে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মৃত চার বছরের শিশু - রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

সকালে হঠাৎ রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ৷ ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকে (Gas Cylinder Blast in Malda) ৷

Kaliachak Gas cylinder blast
রান্নার গ্যাস বিস্ফোরণ মালদার কালিয়াচকে
author img

By

Published : Mar 26, 2022, 12:14 PM IST

মালদা, 26 মার্চ : রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল এক শিশুর । চার বছরের মৃত শিশুর নাম তাবরেজ আনসারি । আজ সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে কালিয়াচকের যদুপুর নয়াগ্রামে । বিস্ফোরণে মারা গিয়েছে একটি ছাগলও । খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিয়াচক থানার পুলিশ (A child death reported as gas cylinder blast in Kaliachak Malda) ।

মৃত শিশুর দেহ পুলিশের গাড়িতে চাপিয়ে প্রথমে স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় । সেখান থেকে দেহটি নিয়ে যাওয়া হয়েছে মালদা মেডিক্যালে । তাবরেজের দাদু জাসাদুল হক বলেন, "সকালে খাবার খেয়ে বাজার চলে গিয়েছিলাম । বাজারেই খবর পাই, রান্নার গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে তাবরেজ গুরুতর আহত হয়েছে । সঙ্গে সঙ্গে বাড়িতে ছুটে আসি ।" ততক্ষণে নাতিকে নিয়ে পুলিশ হাসপাতালে চলে গিয়েছে বলে জানালেন জাসাদুল ।

আরও পড়ুন : Gas Cylinder Explosion In Bulandshahr: কলেজের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পড়ুয়া-সহ ঝলসে গেলেন 13 জন

কালিয়াচক থেকে নাতিকে মালদা নিয়ে আসা হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি । পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়নাতদন্ত করা হবে । ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ । পুলিশকে তাবরেজের বাবা হাবিবুর শেখ জানিয়েছেন, শনিবার সকালে রান্নাঘরে খেলছিল তাঁদের ছেলে । সেই সময় রান্নাঘরে তাঁর স্ত্রী চাঁদনি বিবি ছিলেন না । হঠাৎ কোনও কারণে রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে । বিস্ফোরণে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ।

মালদা, 26 মার্চ : রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল এক শিশুর । চার বছরের মৃত শিশুর নাম তাবরেজ আনসারি । আজ সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে কালিয়াচকের যদুপুর নয়াগ্রামে । বিস্ফোরণে মারা গিয়েছে একটি ছাগলও । খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিয়াচক থানার পুলিশ (A child death reported as gas cylinder blast in Kaliachak Malda) ।

মৃত শিশুর দেহ পুলিশের গাড়িতে চাপিয়ে প্রথমে স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় । সেখান থেকে দেহটি নিয়ে যাওয়া হয়েছে মালদা মেডিক্যালে । তাবরেজের দাদু জাসাদুল হক বলেন, "সকালে খাবার খেয়ে বাজার চলে গিয়েছিলাম । বাজারেই খবর পাই, রান্নার গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে তাবরেজ গুরুতর আহত হয়েছে । সঙ্গে সঙ্গে বাড়িতে ছুটে আসি ।" ততক্ষণে নাতিকে নিয়ে পুলিশ হাসপাতালে চলে গিয়েছে বলে জানালেন জাসাদুল ।

আরও পড়ুন : Gas Cylinder Explosion In Bulandshahr: কলেজের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পড়ুয়া-সহ ঝলসে গেলেন 13 জন

কালিয়াচক থেকে নাতিকে মালদা নিয়ে আসা হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি । পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়নাতদন্ত করা হবে । ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ । পুলিশকে তাবরেজের বাবা হাবিবুর শেখ জানিয়েছেন, শনিবার সকালে রান্নাঘরে খেলছিল তাঁদের ছেলে । সেই সময় রান্নাঘরে তাঁর স্ত্রী চাঁদনি বিবি ছিলেন না । হঠাৎ কোনও কারণে রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে । বিস্ফোরণে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.