ETV Bharat / state

Malda medical college : সবার অলক্ষ্যে হাসপাতালের ছ'তলায় আট বছরের শিশু ! রেলিং বেয়ে নামতে গিয়ে মৃত্যু - Malda death

আজ সকালে মালদা মেডিক্যালের বর্হিবিভাগে এই দুর্ঘটনা ঘটে ৷ ছ'তলা থেকে পড়ে মৃত্যু হয় হর্ষিত সিং নামে আট বছরের এক শিশুর ৷ তার বাবা বলবীর সিং মেডিক্যাল চত্বরেই ঝালমুড়ি বিক্রি করেন (Malda medical college) ৷

Malda death
Malda death
author img

By

Published : Feb 4, 2022, 10:15 PM IST

মালদা, 4 ফেব্রুয়ারি : বাবার দোকানের সামনে বসেই খেলছিল একরত্তি ৷ কাজে ব্যস্ত বাবার নজর এড়িয়ে পৌঁছে যায় আটতলা বিশিষ্ট হাসপাতালের বর্হিবিভাগের ছ'তলায় ৷ তারপর যা ঘটল তা মর্মান্তিক ৷ সিঁড়ির রেলিং বেয়ে নামার চেষ্টা করলে পিছলে যায় ৷ তিনতলায় আছড়ে পড়ে ছোট্ট শরীরটা ৷ ছুটে এসেছিলেন হাসপাতালের কর্মীরা ৷ কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে ৷ আট বছরের ওই শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ মালদা মেডিক্যাল কলেজের এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে এলাকায় (8 year old boy died after falling down stairs of malda medical college hospital) ৷

আজ সকালে মালদা মেডিক্যালের বর্হিবিভাগে এই দুর্ঘটনা ঘটে ৷ ছ'তলা থেকে পড়ে মৃত্যু হয় হর্ষিত সিং নামে আট বছরের এই শিশুর ৷ তার বাবা বলবীর সিং মেডিক্যাল চত্বরেই ঝালমুড়ি বিক্রি করেন ৷ বাড়ি বিহারের কাটিহারে হলেও কাজের সূত্রে মালদার বুড়াবুড়িতলা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন । জানা গিয়েছে, ছোট থেকেই মৃগী রোগে আক্রান্ত হর্ষিত ৷ তাই পরিবারের লোকেরা সবসময় চোখে চোখে রাখতেন ৷ আজ সকালে সে বাবার সঙ্গে দোকানে আসার বায়না শুরু করে ৷ বাধ্য হয়েই নিয়ে এসেছিলেন বলবীর সিং ৷ সেটাই কাল হল ৷ ছেলেকে হারিয়ে শোকে পাথর বাবা বললেন, "সবসময় চোখে চোখে রাখতাম ৷ দোকানে ভিড় থাকায় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম ৷ সেই সুযোগে ছেলে হাসপাতালের বর্হিবিভাগে ঢুকে পড়ে ৷"

খবর পেয়ে তড়িঘড়ি আসেন মালদা মেডিক্যালের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার । ছিলেন অন্যান্য আধিকারিকরাও । ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ । হর্ষিতকে মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন । এই দুর্ঘটনার পর টনক নড়েছে মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের ৷ আজই আটতলা বিশিষ্ট আউটডোরের খোলা সিঁড়ি জাল দিয়ে ঘেরার পাশাপাশি সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আরও পড়ুন : Malda Swasthya Sathi Card problem: স্বাস্থ্যসাথী কার্ডে মিলছে না চিকিৎসা, মুখ ফিরিয়েছে প্রশাসনও ! মৃত্যুশয্যায় যুবক

হাসপাতালের এমএসভিপি পুরঞ্জয় সাহা বলেন, "দুর্ঘটনার খবর পেয়েই আমি ঘটনাস্থলে যাই । বাচ্চাটি প্রথমে একটি ফ্লোরে সিঁড়ি বেয়ে নামার চেষ্টা করেছিল । ওই ফ্লোরের নিরাপত্তাকর্মীরা তাকে বারণ করলে সে অন্য ফ্লোরে উঠে পড়ে । সেখান থেকে সে সিঁড়ি বেয়ে নামার চেষ্টা করছিল । দুর্ঘটনাবশত পড়ে গিয়ে মৃত্যু হয়েছে । আমি খোঁজ নিয়ে দেখেছি, বাচ্চাটি মৃগী রোগে আক্রান্ত ছিল । তার বাবা হাসপাতালেই ঝালমুড়ি বিক্রি করেন ।"

তিনি বলেন, "কোনও বাচ্চা সিঁড়ি দিয়ে ওঠানামা করলে তা অভিভাবকদেরই দেখা উচিত । তবে এই ঘটনার পর আমরা বহির্বিভাগের সিঁড়ি জাল দিয়ে ঘিরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি । একইসঙ্গে সিঁড়িগুলিতে নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হবে । এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে । পুলিশি তদন্তও চলছে ।"

মালদা, 4 ফেব্রুয়ারি : বাবার দোকানের সামনে বসেই খেলছিল একরত্তি ৷ কাজে ব্যস্ত বাবার নজর এড়িয়ে পৌঁছে যায় আটতলা বিশিষ্ট হাসপাতালের বর্হিবিভাগের ছ'তলায় ৷ তারপর যা ঘটল তা মর্মান্তিক ৷ সিঁড়ির রেলিং বেয়ে নামার চেষ্টা করলে পিছলে যায় ৷ তিনতলায় আছড়ে পড়ে ছোট্ট শরীরটা ৷ ছুটে এসেছিলেন হাসপাতালের কর্মীরা ৷ কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে ৷ আট বছরের ওই শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ মালদা মেডিক্যাল কলেজের এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে এলাকায় (8 year old boy died after falling down stairs of malda medical college hospital) ৷

আজ সকালে মালদা মেডিক্যালের বর্হিবিভাগে এই দুর্ঘটনা ঘটে ৷ ছ'তলা থেকে পড়ে মৃত্যু হয় হর্ষিত সিং নামে আট বছরের এই শিশুর ৷ তার বাবা বলবীর সিং মেডিক্যাল চত্বরেই ঝালমুড়ি বিক্রি করেন ৷ বাড়ি বিহারের কাটিহারে হলেও কাজের সূত্রে মালদার বুড়াবুড়িতলা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন । জানা গিয়েছে, ছোট থেকেই মৃগী রোগে আক্রান্ত হর্ষিত ৷ তাই পরিবারের লোকেরা সবসময় চোখে চোখে রাখতেন ৷ আজ সকালে সে বাবার সঙ্গে দোকানে আসার বায়না শুরু করে ৷ বাধ্য হয়েই নিয়ে এসেছিলেন বলবীর সিং ৷ সেটাই কাল হল ৷ ছেলেকে হারিয়ে শোকে পাথর বাবা বললেন, "সবসময় চোখে চোখে রাখতাম ৷ দোকানে ভিড় থাকায় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম ৷ সেই সুযোগে ছেলে হাসপাতালের বর্হিবিভাগে ঢুকে পড়ে ৷"

খবর পেয়ে তড়িঘড়ি আসেন মালদা মেডিক্যালের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার । ছিলেন অন্যান্য আধিকারিকরাও । ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ । হর্ষিতকে মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন । এই দুর্ঘটনার পর টনক নড়েছে মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের ৷ আজই আটতলা বিশিষ্ট আউটডোরের খোলা সিঁড়ি জাল দিয়ে ঘেরার পাশাপাশি সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আরও পড়ুন : Malda Swasthya Sathi Card problem: স্বাস্থ্যসাথী কার্ডে মিলছে না চিকিৎসা, মুখ ফিরিয়েছে প্রশাসনও ! মৃত্যুশয্যায় যুবক

হাসপাতালের এমএসভিপি পুরঞ্জয় সাহা বলেন, "দুর্ঘটনার খবর পেয়েই আমি ঘটনাস্থলে যাই । বাচ্চাটি প্রথমে একটি ফ্লোরে সিঁড়ি বেয়ে নামার চেষ্টা করেছিল । ওই ফ্লোরের নিরাপত্তাকর্মীরা তাকে বারণ করলে সে অন্য ফ্লোরে উঠে পড়ে । সেখান থেকে সে সিঁড়ি বেয়ে নামার চেষ্টা করছিল । দুর্ঘটনাবশত পড়ে গিয়ে মৃত্যু হয়েছে । আমি খোঁজ নিয়ে দেখেছি, বাচ্চাটি মৃগী রোগে আক্রান্ত ছিল । তার বাবা হাসপাতালেই ঝালমুড়ি বিক্রি করেন ।"

তিনি বলেন, "কোনও বাচ্চা সিঁড়ি দিয়ে ওঠানামা করলে তা অভিভাবকদেরই দেখা উচিত । তবে এই ঘটনার পর আমরা বহির্বিভাগের সিঁড়ি জাল দিয়ে ঘিরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি । একইসঙ্গে সিঁড়িগুলিতে নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হবে । এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে । পুলিশি তদন্তও চলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.