মালদা, 5 নভেম্বর : 7 কেজি গাঁজাসহ এক মহিলা বিক্রেতাকে গ্রেপ্তার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ ধৃত মহিলার নাম বেবি নাগ ৷ সে হরিশচন্দ্রপুর থানারই বাসিন্দা । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল হরিশ্চন্দ্রপুর ডেইলি মার্কেট সংলগ্ন এলাকায় হানা দিয়ে বাড়ি থেকেই বেবি নাগকে গ্রেপ্তার করা হয় ৷ তাকে গতকালই চাঁচল মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ।
হরিশ্চন্দ্রপুর ডেইলি মার্কেট সংলগ্ন এলাকায় নিজেদের বাড়িতে দীর্ঘদিন ধরে গাঁজা, চরসসহ বিভিন্ন মাদকজাত দ্রব্যের ব্যবসা চালায় বেবি নাগ ও তার পরিবারের সদস্যরা ৷ আগেও তার স্বামী বাবু নাগ ও ছেলে বিপ্লব নাগের বিরুদ্ধে পুলিশে একাধিক অভিযোগ দায়ের হয়েছে ৷ যার জেরে তাদের তিনবার পুলিশ গ্রেপ্তারও করে । পুরোনো একটি মামলায় আজও বাবু নাগ এলাকাছাড়া ৷ এর মধ্যেই পুলিশি অভিযানের খবর পেয়ে গতকাল সকাল থেকে বেপাত্তা বিপ্লবও ৷ বা়ড়িতে শুধুই বেবি নাগকে পাওয়া যায় । এবং তাদের বাড়ি থেকে সাত কিলো গাঁজা বাজেয়াপ্ত করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ তার ছেলে ও স্বামীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
এবিষয়ে ডেইলি মার্কেট এলাকার বাসিন্দা সঞ্জীব গুপ্তা বলেন, "বাবু নাগ, তার স্ত্রী ও ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা, চরস ও ড্রাগের ব্যবসা চালাচ্ছে ৷ তারা এলাকায় কার্যত ড্রাগের হোলসেল মার্কেট তৈরি করে ফেলেছে ৷ এলাকার যুবসমাজ আজ নেশায় আসক্ত ৷ বিশেষত ১৮ বছর বয়সের নিচে থাকা ছেলেমেয়েরা এই সমস্ত নেশায় আসক্ত হয়ে পড়ছে ৷ এদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি ৷"
হরিশ্চন্দ্রপুর থানার IC সঞ্জীবকুমার দাস বলেন, "এই পরিবারটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে ৷ এর আগে তিনবার বাবু নাগ ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল ৷ তবুও তারা ব্যবসা বন্ধ করেনি ৷ যাই হোক, এলাকা থেকে মাদক ব্যবসা বন্ধ করতে আমরা বদ্ধপরিকর ৷"