ETV Bharat / state

কালিয়াচকে ব্রাউন সুগারসহ গ্রেফতার 6 - কালিয়াচকে ব্রাউন সুগারসহ গ্রেফতার 6

কালিয়াচকে ছয় যুবকের হেফাজত থেকে উদ্ধার হয় 602 গ্রাম ব্রাউন সুগার, নগদ 1 লক্ষ 44 হাজার 500 টাকা ও দুটি মোবাইল ফোন ৷ গ্রেফতার করা হয় ওই যুবকদের ৷

কালিয়াচকে ব্রাউন সুগারসহ গ্রেফতার 6
কালিয়াচকে ব্রাউন সুগারসহ গ্রেফতার 6
author img

By

Published : Jun 5, 2021, 10:30 AM IST

মালদা, 5 জুন : 602 গ্রাম ব্রাউন সুগার ও প্রায় দেড় লক্ষ টাকা সহ ছয় যুবককে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ ৷ ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে ৷ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কালিয়াচক থানার পুলিশের একটি দল বালুয়াচরা এলাকায় হানা দেয় ৷

গোপন সূত্রে খবর পেয়ে, মোজফ্ফর শেখ নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে ছয় যুবকের হেফাজত থেকে উদ্ধার হয় 602 গ্রাম ব্রাউন সুগার, নগদ 1 লক্ষ 44 হাজার 500 টাকা ও দুটি মোবাইল ফোন ৷ গ্রেফতার করা হয় ওই যুবকদের ৷

ধৃতদের নাম কুতুবুদ্দিন শেখ (২০), মহ: ইউসুফ আলি (২৬), মহ: নাসির হোসেন (২০), মহ: সাহাবুদ্দিন (২১) ও তাসলিম (২০) ৷ ধৃতরা কালিয়াচকের বিভিন্ন এলাকার বাসিন্দা ৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 21(সি)/29 এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে ৷ জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের আজ সাতদিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে ৷

মালদা, 5 জুন : 602 গ্রাম ব্রাউন সুগার ও প্রায় দেড় লক্ষ টাকা সহ ছয় যুবককে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ ৷ ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে ৷ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কালিয়াচক থানার পুলিশের একটি দল বালুয়াচরা এলাকায় হানা দেয় ৷

গোপন সূত্রে খবর পেয়ে, মোজফ্ফর শেখ নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে ছয় যুবকের হেফাজত থেকে উদ্ধার হয় 602 গ্রাম ব্রাউন সুগার, নগদ 1 লক্ষ 44 হাজার 500 টাকা ও দুটি মোবাইল ফোন ৷ গ্রেফতার করা হয় ওই যুবকদের ৷

ধৃতদের নাম কুতুবুদ্দিন শেখ (২০), মহ: ইউসুফ আলি (২৬), মহ: নাসির হোসেন (২০), মহ: সাহাবুদ্দিন (২১) ও তাসলিম (২০) ৷ ধৃতরা কালিয়াচকের বিভিন্ন এলাকার বাসিন্দা ৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 21(সি)/29 এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে ৷ জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের আজ সাতদিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.