ETV Bharat / state

মালদায় ফের নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ট্যাবলেট উদ্ধার, ধৃত 4

author img

By

Published : Apr 17, 2020, 4:44 PM IST

Updated : Apr 17, 2020, 9:43 PM IST

কালিয়াচকে পুলিশের নাকা চেকিংয়ের সময় উদ্ধার হল বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ট্যাবলেট।

Fencidil, intoxicants tablets at Malda
মালদায়

মালদা, 17 এপ্রিল: নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ট্যাবলেট পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল চারজন ৷ মোথাবাড়ি থানার আমলিতলা এলাকার ঘটনা ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই নেশার ট্যাবলেট ও কাফ সিরাপ ঝাড়খণ্ডে পাচারের চেষ্টা করা হচ্ছিল ।

লকডাউনে মদের দোকান বন্ধ। সুযোগ বুঝে আসরে নেমে পড়েছে কালোবাজারির দল ৷ তারা একেকটি মদের বোতল বেশি দামে বিক্রি করছে বলে খবর আসছে পুলিশের কাছে ৷ এর মধ্যে সম্প্রতি চাউর হয়, ফোনে বুকিং করলে মদ মিলবে বাড়িতে বসেই ৷ এরপরই মালদা শহরের কয়েকটি দোকান থেকে গোপনে মদ বিক্রির অভিযোগ ওঠে ৷ শহরের এক নামী পানশালা থেকে মদের বোতল পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন এক কর্মী ৷ গাড়িতে মদ ও নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করতে গিয়ে হবিবপুর থানার পুলিশের হাতে ধরা পড়ে এক সিভিক ভলান্টিয়ারও ৷

এরই মধ্যে আজ একটি গাড়িতে করে প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ট্যাবলেট পাচারের চেষ্টা করছিল 4 পাচারকারী ৷ গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কালিয়াচক দু'নম্বর ব্লকের আমলিতলা স্ট্যান্ডে সেটিকে আটকান নাকা চেকিংয়ে থাকা পুলিশকর্মীরা ৷ এরপর তল্লাশি চালাতেই উদ্ধার হয় 450 বোতল কাফ সিরাপ ও 3 হাজার নেশার ট্যাবলেট ৷ তবে ট্যাবলেটগুলি ইয়াবা নয় বলে জানিয়েছে পুলিশ ৷ এই ঘটনায় কালিয়াচকের বালিয়াডাঙার বাসিন্দা মহম্মদ সাবিব শেখ (28), মোথাবাড়ির সাদিপুর গ্রামের সৈয়দ আলি খান (22) ও মহম্মদ নুর আলি খান (31) এবং মোথাবাড়িরই গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের আমলিতলা গ্রামের নবিরুল শেখকে (27) গ্রেপ্তার করা হয় ৷ পুলিশের অনুমান, এই নেশার সামগ্রী ঝাড়খণ্ডে পাচারের চেষ্টা করা হচ্ছিল ।

মোথাবাড়ি থানার OC বিটুল পাল জানিয়েছেন, “নেশার সামগ্রী পাচারের দায়ে আজ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ আটক করা হয়েছে একটি গাড়ি ৷ ওই গাড়ি থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে ৷”

মালদা, 17 এপ্রিল: নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ট্যাবলেট পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল চারজন ৷ মোথাবাড়ি থানার আমলিতলা এলাকার ঘটনা ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই নেশার ট্যাবলেট ও কাফ সিরাপ ঝাড়খণ্ডে পাচারের চেষ্টা করা হচ্ছিল ।

লকডাউনে মদের দোকান বন্ধ। সুযোগ বুঝে আসরে নেমে পড়েছে কালোবাজারির দল ৷ তারা একেকটি মদের বোতল বেশি দামে বিক্রি করছে বলে খবর আসছে পুলিশের কাছে ৷ এর মধ্যে সম্প্রতি চাউর হয়, ফোনে বুকিং করলে মদ মিলবে বাড়িতে বসেই ৷ এরপরই মালদা শহরের কয়েকটি দোকান থেকে গোপনে মদ বিক্রির অভিযোগ ওঠে ৷ শহরের এক নামী পানশালা থেকে মদের বোতল পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন এক কর্মী ৷ গাড়িতে মদ ও নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করতে গিয়ে হবিবপুর থানার পুলিশের হাতে ধরা পড়ে এক সিভিক ভলান্টিয়ারও ৷

এরই মধ্যে আজ একটি গাড়িতে করে প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ট্যাবলেট পাচারের চেষ্টা করছিল 4 পাচারকারী ৷ গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কালিয়াচক দু'নম্বর ব্লকের আমলিতলা স্ট্যান্ডে সেটিকে আটকান নাকা চেকিংয়ে থাকা পুলিশকর্মীরা ৷ এরপর তল্লাশি চালাতেই উদ্ধার হয় 450 বোতল কাফ সিরাপ ও 3 হাজার নেশার ট্যাবলেট ৷ তবে ট্যাবলেটগুলি ইয়াবা নয় বলে জানিয়েছে পুলিশ ৷ এই ঘটনায় কালিয়াচকের বালিয়াডাঙার বাসিন্দা মহম্মদ সাবিব শেখ (28), মোথাবাড়ির সাদিপুর গ্রামের সৈয়দ আলি খান (22) ও মহম্মদ নুর আলি খান (31) এবং মোথাবাড়িরই গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের আমলিতলা গ্রামের নবিরুল শেখকে (27) গ্রেপ্তার করা হয় ৷ পুলিশের অনুমান, এই নেশার সামগ্রী ঝাড়খণ্ডে পাচারের চেষ্টা করা হচ্ছিল ।

মোথাবাড়ি থানার OC বিটুল পাল জানিয়েছেন, “নেশার সামগ্রী পাচারের দায়ে আজ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ আটক করা হয়েছে একটি গাড়ি ৷ ওই গাড়ি থেকে প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে ৷”

Last Updated : Apr 17, 2020, 9:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.