মালদা, 5 জানুয়ারি: বিধানসভা নির্বাচনের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায় ৷ গতকাল গভীর রাতে চারটি পাইপগান সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে মোথাবাড়ি থানার পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে মোথাবাড়ি থানার পুলিশের একটি দল পঞ্চানন্দপুর পাগলাঘাট এলাকায় অভিযান চালায় ৷
দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় চারটি পাইপগান ও চার রাউন্ড তাজা কার্তুজ। গ্রেপ্তার করা হয়েছে ওই দুই অভিযুক্তকে৷ ধৃতদের নাম সফিকুল শেখ । ধৃতরা কালিয়াচকের বীরনগরের বাসিন্দা ৷
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কোথায় নিয়ে যাচ্ছিল, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে ধৃতদের জেরা শুরু করেছে পুলিশ। কী কারণে এই আগ্নেয়াস্ত্রগুলি ব্যবহার করা হত তাও জানার চেষ্টা চালাচ্ছে তারা।