ETV Bharat / state

কালিয়াচকে 750 বোতল ফেনসিডিলসহ গ্রেফতার 3

author img

By

Published : May 29, 2021, 3:11 PM IST

750 বোতল ফেনসিডিল সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের নাম শম্ভু প্রামাণিক, অনিল প্রামাণিক ও মহঃ মহিবুল ইসলাম ।

3 arrested with 750 bottles of phensedyl
ছবি

মালদা, 29 মে : 750 বোতল ফেনসিডিল সহ তিন কারবারিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ । ধৃতদের মধ্যে একজন অসমের বাসিন্দা । ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

গোপন সূত্রে খবর পেয়ে ভোর রাতে কালিয়াচক থানার পুলিশের একটি দল ঘোষটোলা এলাকায় হানা দেয় । তথ্য অনুযায়ী রইসউদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 750 বোতল ফেনসিডিল । গ্রেফতার করা হয় তিন ব্যক্তিকে ।

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, 750 বোতল ফেনসিডিল সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের নাম শম্ভু প্রামাণিক, অনিল প্রামাণিক ও মহঃ মহিবুল ইসলাম । শম্ভু ও অনিল কালিয়াচকের দারিয়াপুরের সালেপুরের বাসিন্দা । মহিবুলের বাড়ি অসমের বারপেটা জেলায় ।

আরও পড়ুন : গাড়ি থেকে বালি সরাতেই বেরিয়ে এল 4 হাজার বোতল ফেনসিডিল

এই ঘটনার সঙ্গে জড়িত রইসউদ্দিন পলাতক । তার খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 21(সি) / 29 এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে । জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

মালদা, 29 মে : 750 বোতল ফেনসিডিল সহ তিন কারবারিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ । ধৃতদের মধ্যে একজন অসমের বাসিন্দা । ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

গোপন সূত্রে খবর পেয়ে ভোর রাতে কালিয়াচক থানার পুলিশের একটি দল ঘোষটোলা এলাকায় হানা দেয় । তথ্য অনুযায়ী রইসউদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 750 বোতল ফেনসিডিল । গ্রেফতার করা হয় তিন ব্যক্তিকে ।

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, 750 বোতল ফেনসিডিল সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের নাম শম্ভু প্রামাণিক, অনিল প্রামাণিক ও মহঃ মহিবুল ইসলাম । শম্ভু ও অনিল কালিয়াচকের দারিয়াপুরের সালেপুরের বাসিন্দা । মহিবুলের বাড়ি অসমের বারপেটা জেলায় ।

আরও পড়ুন : গাড়ি থেকে বালি সরাতেই বেরিয়ে এল 4 হাজার বোতল ফেনসিডিল

এই ঘটনার সঙ্গে জড়িত রইসউদ্দিন পলাতক । তার খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 21(সি) / 29 এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে । জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.