ETV Bharat / state

Drug Seized in Malda : বাড়ি থেকে উদ্ধার 3 লাখের মাদক, গ্রেফতার দুই মহিলা-সহ তিন - drug seized in malda

মালদায় একটি বাড়ি থেকে উদ্ধার 3 লক্ষ টাকার মাদক ও নগদ কয়েক লক্ষ টাকা (Drug Seized in Malda)৷ ঘটনায় গ্রেফতার দুই মহিলা-সহ তিন ৷

malda
মালদায় বাড়ি থেকে উদ্ধার মাদক
author img

By

Published : Jun 27, 2022, 4:10 PM IST

মালদা, 27 জুন : মাদক বিরোধী দিবসের দিন সন্ধেতেই মাদক কারবারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন রতুয়া 1 নম্বর ব্লকের ভাদো গ্রামের বাজারপাড়ার বাসিন্দারা । ওই গ্রামেরই একটি পরিবার দীর্ঘ 8-10 বছর ধরে মাদকের কারবার চালাচ্ছে । বহুবার নিষেধ করা হলেও তাতে কান দেয়নি কেউই । অবশেষে রবিবার সন্ধেয় সেই বাড়িতে হানা দেন গ্রামবাসীরা । ভাঙচুরও চালানো হয় সামিরুল হক নামে ওই মাদক কারবারির বাড়িতেও ।

খবর পেয়ে রতুয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় । সোমবার সেই বাড়ি থেকেই বাজেয়াপ্ত হয়েছে প্রায় 3 লাখ টাকার মাদক ও লক্ষাধিক টাকা (3 Arrested Along with Drugs Worth Rupees 3 Lakhs in Malda)। এই ঘটনায় দুই মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

মালদায় উদ্ধার 3 লাখের মাদক

আরও পড়ুন : গঙ্গা-ফুলহরের ভাঙনের দাপটে অস্তিত্ব বিপন্ন রতুয়ার, এলাকা পরিদর্শনে জেলাশাসক

সোমবার রতুয়া 1 নম্বর ব্লকের বিডিওর উপস্থিতিতে সামিরুলদের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ । সঙ্গে ছিলেন রতুয়া থানার আইসি সন্দীপ দত্ত । তিনি জানান, গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 3 লাখ টাকার মাদক ও নগদ 1 লাখ 40 হাজার 290 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে । এই ঘটনায় তার বাবা মহম্মদ ইসরাইল, তার স্ত্রী সাজেরা বিবি ও পুত্রবধূ সোনা ভানকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বিশেষ আদালতে পেশ করা হচ্ছে । তবে মূল অভিযুক্তের এখনও খোঁজ চলছে ।

মালদা, 27 জুন : মাদক বিরোধী দিবসের দিন সন্ধেতেই মাদক কারবারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন রতুয়া 1 নম্বর ব্লকের ভাদো গ্রামের বাজারপাড়ার বাসিন্দারা । ওই গ্রামেরই একটি পরিবার দীর্ঘ 8-10 বছর ধরে মাদকের কারবার চালাচ্ছে । বহুবার নিষেধ করা হলেও তাতে কান দেয়নি কেউই । অবশেষে রবিবার সন্ধেয় সেই বাড়িতে হানা দেন গ্রামবাসীরা । ভাঙচুরও চালানো হয় সামিরুল হক নামে ওই মাদক কারবারির বাড়িতেও ।

খবর পেয়ে রতুয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় । সোমবার সেই বাড়ি থেকেই বাজেয়াপ্ত হয়েছে প্রায় 3 লাখ টাকার মাদক ও লক্ষাধিক টাকা (3 Arrested Along with Drugs Worth Rupees 3 Lakhs in Malda)। এই ঘটনায় দুই মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

মালদায় উদ্ধার 3 লাখের মাদক

আরও পড়ুন : গঙ্গা-ফুলহরের ভাঙনের দাপটে অস্তিত্ব বিপন্ন রতুয়ার, এলাকা পরিদর্শনে জেলাশাসক

সোমবার রতুয়া 1 নম্বর ব্লকের বিডিওর উপস্থিতিতে সামিরুলদের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ । সঙ্গে ছিলেন রতুয়া থানার আইসি সন্দীপ দত্ত । তিনি জানান, গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 3 লাখ টাকার মাদক ও নগদ 1 লাখ 40 হাজার 290 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে । এই ঘটনায় তার বাবা মহম্মদ ইসরাইল, তার স্ত্রী সাজেরা বিবি ও পুত্রবধূ সোনা ভানকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বিশেষ আদালতে পেশ করা হচ্ছে । তবে মূল অভিযুক্তের এখনও খোঁজ চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.