ETV Bharat / state

Dried Tortoise Fat: বিদেশে পাচারের আগে কচ্ছপের 270 কিলো শুকনো চর্বি-সহ ধৃত তিন পাচারকারী - মালদা

বুধবার রাতে মালদার (Malda) কালিয়াচক থানার পুলিশ ভিনরাজ্যের তিন পাচারকারীকে গ্রেফতার করে ৷ তাদের কাছ থেকে কচ্ছপের 270 কিলো শুকনো চর্বি (Dried Tortoise Fat) উদ্ধার হয়েছে ৷ যা বিদেশে পাচার করার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল ৷

270-kilo-dried-tortoise-fat-recovered-and-three-arrested-in-malda
Dried Tortoise Fat: বিদেশে পাচারের আগে কচ্ছপের 270 কিলো শুকনো চর্বি-সহ ধৃত তিন পাচারকারী
author img

By

Published : Nov 24, 2022, 8:25 PM IST

কালিয়াচক (মালদা), 24 নভেম্বর: কচ্ছপের 270 কিলো শুকনো চর্বি (Dried Tortoise Fat)-সহ ভিনরাজ্যের তিন পাচারকারীকে গ্রেফতার করেছে মালদার (Malda) কালিয়াচক থানার পুলিশ ৷ বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয় ৷ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের আজ মালদা জেলা আদালতে (Malda Court) তোলা হয়েছে ৷ শেষপর্যন্ত আদালত কী নির্দেশ দিয়েছে, তা জানা যায়নি ৷

এদিকে এই ঘটনায় নাম জড়িয়েছে মালদার এক কারবারীরও ৷ যদিও সে এলাকা ছেড়ে পালিয়েছে ৷ তার খোঁজে শুরু হয়েছে পুলিশি তল্লাশি ৷

270-kilo-dried-tortoise-fat-recovered-and-three-arrested-in-malda
কচ্ছপের শুকনো চর্বি-সহ ধৃত তিন পাচারকারী

কালিয়াচক থানার পুলিশ জানাচ্ছে, ধৃতদের নাম সুরেশ (30), পাপ্পু (40) ও নাউওয়ালি (60) ৷ সবার বাড়ি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কাম্পিরাগঞ্জ থানার বিভিন্ন গ্রামে ৷ জেরার মুখে তারা জানিয়েছে, এই বিপুল পরিমাণ কচ্ছপের চর্বি তারা কাম্পিরাগঞ্জ এলাকা থেকেই সংগ্রহ করেছিল ৷ বিদেশে পাচার করার আগে এই চর্বি কালিয়াচকের মাতাবুল শেখের কাছে মজুত করার সিদ্ধান্ত নিয়েছিল তারা ৷ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট (Wild Life Protection Act) অনুযায়ী ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷

270-kilo-dried-tortoise-fat-recovered-and-three-arrested-in-malda
কচ্ছপের শুকনো চর্বি-সহ ধৃত তিন পাচারকারী

পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, “গতকাল রাতে কালিয়াচক থানার পুলিশ 270 কিলো কচ্ছপের শুকনো চর্বি উদ্ধার করার পাশাপাশি উত্তর প্রদেশের (Uttar Pradesh) তিন পাচারকারীকে গ্রেফতার করেছে ৷ দেশীয় বাজারে উদ্ধার হওয়া এই চর্বির মূল্য আনুমানিক 12 লাখ টাকা ৷ তবে বিদেশে এর দাম দুই থেকে পাঁচ গুন বেড়ে যায় ৷ গোটা ঘটনা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷”

270-kilo-dried-tortoise-fat-recovered-and-three-arrested-in-malda
কচ্ছপের শুকনো চর্বি-সহ ধৃত তিন পাচারকারী

আরও পড়ুন: পুলিশের জালে ভুয়ো চিকিৎসক

কালিয়াচক (মালদা), 24 নভেম্বর: কচ্ছপের 270 কিলো শুকনো চর্বি (Dried Tortoise Fat)-সহ ভিনরাজ্যের তিন পাচারকারীকে গ্রেফতার করেছে মালদার (Malda) কালিয়াচক থানার পুলিশ ৷ বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয় ৷ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের আজ মালদা জেলা আদালতে (Malda Court) তোলা হয়েছে ৷ শেষপর্যন্ত আদালত কী নির্দেশ দিয়েছে, তা জানা যায়নি ৷

এদিকে এই ঘটনায় নাম জড়িয়েছে মালদার এক কারবারীরও ৷ যদিও সে এলাকা ছেড়ে পালিয়েছে ৷ তার খোঁজে শুরু হয়েছে পুলিশি তল্লাশি ৷

270-kilo-dried-tortoise-fat-recovered-and-three-arrested-in-malda
কচ্ছপের শুকনো চর্বি-সহ ধৃত তিন পাচারকারী

কালিয়াচক থানার পুলিশ জানাচ্ছে, ধৃতদের নাম সুরেশ (30), পাপ্পু (40) ও নাউওয়ালি (60) ৷ সবার বাড়ি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কাম্পিরাগঞ্জ থানার বিভিন্ন গ্রামে ৷ জেরার মুখে তারা জানিয়েছে, এই বিপুল পরিমাণ কচ্ছপের চর্বি তারা কাম্পিরাগঞ্জ এলাকা থেকেই সংগ্রহ করেছিল ৷ বিদেশে পাচার করার আগে এই চর্বি কালিয়াচকের মাতাবুল শেখের কাছে মজুত করার সিদ্ধান্ত নিয়েছিল তারা ৷ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট (Wild Life Protection Act) অনুযায়ী ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷

270-kilo-dried-tortoise-fat-recovered-and-three-arrested-in-malda
কচ্ছপের শুকনো চর্বি-সহ ধৃত তিন পাচারকারী

পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, “গতকাল রাতে কালিয়াচক থানার পুলিশ 270 কিলো কচ্ছপের শুকনো চর্বি উদ্ধার করার পাশাপাশি উত্তর প্রদেশের (Uttar Pradesh) তিন পাচারকারীকে গ্রেফতার করেছে ৷ দেশীয় বাজারে উদ্ধার হওয়া এই চর্বির মূল্য আনুমানিক 12 লাখ টাকা ৷ তবে বিদেশে এর দাম দুই থেকে পাঁচ গুন বেড়ে যায় ৷ গোটা ঘটনা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷”

270-kilo-dried-tortoise-fat-recovered-and-three-arrested-in-malda
কচ্ছপের শুকনো চর্বি-সহ ধৃত তিন পাচারকারী

আরও পড়ুন: পুলিশের জালে ভুয়ো চিকিৎসক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.