ETV Bharat / state

মালদায় বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি , আগ্নেয়াস্ত্র সহ ধৃত 1 - malda medical hospital

গতকাল মাঝরাতে এক বিজেপি নেতার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ আহত নেতাকে আজ সকালে মালদা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অন্য়দিকে গাজোল থানার পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে দুজনের মধ্যে একজনকে ৷

মালদায় বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি
মালদায় বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি
author img

By

Published : Jun 11, 2021, 10:21 AM IST

গাজোল, 11 জুন : বিজেপি নেতার মাথা লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিজেপি নেতা প্রভাত টুডু ৷ গতকাল মাঝরাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের মহিষবাথান গ্রামের রঞ্জকালী এলাকায় ৷ ইতিমধ্যেই দু'জনের মধ্যে একজনকে গাজোল থানার পুলিশ গ্রেফতার করেছে ৷ ধৃতের নাম আলিম খান (22) ৷ বাড়ি কালিয়াচক থানার নারায়ণপুর গ্রামে ৷ অন্যদিকে আজ সকালে আহত নেতাকে মালদা মেডিকেলে ভর্তি করা হয়েছে ৷

ভাবুক থেকে রঞ্জকালী হয়ে একটি রাস্তা চলে গিয়েছে গাজোলের রানিগঞ্জ পর্যন্ত ৷ রাস্তার ধারেই বাড়ি বিজেপি নেতা প্রভাত টুডুর ৷ বিধানসভা নির্বাচনে তিনি স্থানীয় কুতুবপুর বুথের সভাপতি ছিলেন ৷ গতকাল রাত 12টা নাগাদ তিনি দেখেন, বাড়ির বাইরে রাস্তায় দুই অপরিচিত যুবক মোটরবাইক দাঁড় করিয়ে মোবাইলের টর্চ জ্বেলে নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলছে ৷ অন্যদিকে রঞ্জকালীর রাস্তায় প্রায়শই চুরি ছিনতাইয়ের ঘটনা লেগেই থাকে ৷ প্রভাতবাবুর সন্দেহ হয়, তারা গরু চুরি করতে আসতে পারে ৷ সেই মতো তিনি মাথায় গামছা দিয়ে পাগড়ি বেঁধে বেরিয়ে আসেন ৷ যুবকদের সঙ্গে কথা বলার সময় তর্ক হতেই তাঁর মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে একজন ৷ তিনি সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে পড়েন ৷ সেই সুযোগে দুই যুবক মোটরবাইক নিয়ে গাজোলের দিকে পালিয়ে যায় ৷ হইচই পড়ে যায় গ্রামে ৷ খবর দেওয়া হয় মালদা থানায় ৷ আজ ভোরে পুলিশ ঘটনাস্থলে যায় ৷ ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে গাজোল থানার পুলিশ ৷

মালদায় বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা ...


প্রভাতবাবু বলেন, “গতকাল রাতে ওই দুই যুবকের ফিসফিসানি শুনতে পাই ৷ আমার বাড়ির গোরু ঘরের বাইরে বাঁধা থাকে ৷ সন্দেহবশত আমি ওদের কাছে যাই ৷ ওরা বলে, ওরা কালিয়াচকের বাসিন্দা ৷ বাইকের তেল শেষ হয়ে যাওয়ায় ফেঁসে গিয়েছে ৷ দেখি বাইকের সামনে কিংবা পিছনে কোনও নম্বর প্লেট নেই ৷ পরিস্থিতি বেগতিক দেখে ওরা পালাতে যায় ৷ আমি ওদের হাত ধরে ফেলি ৷ তখনই একজন আমাকে গুলি করে ৷ আমি সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে ঘরে ঢুকে যাই ৷ ঘরের লোকজনকে সব কথা বলি ৷ মাথায় পাগড়ি থাকায় গুলি মাথায় ঢোকেনি ৷ "

আরও পড়ুন : অভিষেকের নাটকের সূচনা হয়েছে, একবছর পরে বুঝতে পারবে মানুষ; কটাক্ষ লকেটের

উদ্ধার হওয়া গুলির খোল
উদ্ধার হওয়া গুলির খোল


খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে আসেন বিজেপির 29 নম্বর জেলা পরিষদের মণ্ডল সভাপতি চম্পাই বেসরা ৷ তাঁর দাবি, “বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপি নেতা-কর্মীদের উপর আক্রমণ হচ্ছে ৷ গোটা রাজ্য জুড়েই এই ঘটনা ঘটছে ৷ আমি শুনেছি, গতকাল রাতের দুই দুষ্কৃতী গাজোলের আগমপুর এলাকায় ধরা পড়েছে ৷ কী কারণে এই ঘটনা ঘটল তা পুলিশ খতিয়ে দেখুক ৷” যদিও গ্রামবাসীদের বক্তব্য, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই ৷ এটা দুষ্কৃতীদের কাজ ৷

এদিকে গাজোল থানার পুলিশ জানিয়েছে, গতকাল গভীর রাতে আগমপুর এলাকায় রাতপাহারায় থাকা নিরস্ত্র সিভিক ভলান্টিয়াররা তীব্রগতিতে মোটরবাইক আসতে দেখে চালককে দাঁড় করান ৷ সন্দেহ হওয়ায় তাঁরা চালককে ধরে ফেলেন ৷ একটি 7 মিলিমিটার পিস্তল বাজেয়াপ্তও করা হয় ৷ তাতে ছ’রাউন্ড গুলি ভর্তি ছিল ৷ এরপরেই তাকে গ্রেফতার করা হয় ৷ জেরায় সে স্বীকার করে, তারা ড্রাগসের ব্যবসা করে ৷ তার এক সঙ্গী পুরাতন মালদার এক বিজেপি নেতাকে গুলি করেছে ৷ তবে সেটা অন্য আগ্নেয়াস্ত্র ছিল ৷ আলিমের সঙ্গীর খোঁজে নেমেছে পুলিশ ৷

গাজোল, 11 জুন : বিজেপি নেতার মাথা লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিজেপি নেতা প্রভাত টুডু ৷ গতকাল মাঝরাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের মহিষবাথান গ্রামের রঞ্জকালী এলাকায় ৷ ইতিমধ্যেই দু'জনের মধ্যে একজনকে গাজোল থানার পুলিশ গ্রেফতার করেছে ৷ ধৃতের নাম আলিম খান (22) ৷ বাড়ি কালিয়াচক থানার নারায়ণপুর গ্রামে ৷ অন্যদিকে আজ সকালে আহত নেতাকে মালদা মেডিকেলে ভর্তি করা হয়েছে ৷

ভাবুক থেকে রঞ্জকালী হয়ে একটি রাস্তা চলে গিয়েছে গাজোলের রানিগঞ্জ পর্যন্ত ৷ রাস্তার ধারেই বাড়ি বিজেপি নেতা প্রভাত টুডুর ৷ বিধানসভা নির্বাচনে তিনি স্থানীয় কুতুবপুর বুথের সভাপতি ছিলেন ৷ গতকাল রাত 12টা নাগাদ তিনি দেখেন, বাড়ির বাইরে রাস্তায় দুই অপরিচিত যুবক মোটরবাইক দাঁড় করিয়ে মোবাইলের টর্চ জ্বেলে নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলছে ৷ অন্যদিকে রঞ্জকালীর রাস্তায় প্রায়শই চুরি ছিনতাইয়ের ঘটনা লেগেই থাকে ৷ প্রভাতবাবুর সন্দেহ হয়, তারা গরু চুরি করতে আসতে পারে ৷ সেই মতো তিনি মাথায় গামছা দিয়ে পাগড়ি বেঁধে বেরিয়ে আসেন ৷ যুবকদের সঙ্গে কথা বলার সময় তর্ক হতেই তাঁর মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে একজন ৷ তিনি সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে পড়েন ৷ সেই সুযোগে দুই যুবক মোটরবাইক নিয়ে গাজোলের দিকে পালিয়ে যায় ৷ হইচই পড়ে যায় গ্রামে ৷ খবর দেওয়া হয় মালদা থানায় ৷ আজ ভোরে পুলিশ ঘটনাস্থলে যায় ৷ ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে গাজোল থানার পুলিশ ৷

মালদায় বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা ...


প্রভাতবাবু বলেন, “গতকাল রাতে ওই দুই যুবকের ফিসফিসানি শুনতে পাই ৷ আমার বাড়ির গোরু ঘরের বাইরে বাঁধা থাকে ৷ সন্দেহবশত আমি ওদের কাছে যাই ৷ ওরা বলে, ওরা কালিয়াচকের বাসিন্দা ৷ বাইকের তেল শেষ হয়ে যাওয়ায় ফেঁসে গিয়েছে ৷ দেখি বাইকের সামনে কিংবা পিছনে কোনও নম্বর প্লেট নেই ৷ পরিস্থিতি বেগতিক দেখে ওরা পালাতে যায় ৷ আমি ওদের হাত ধরে ফেলি ৷ তখনই একজন আমাকে গুলি করে ৷ আমি সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে ঘরে ঢুকে যাই ৷ ঘরের লোকজনকে সব কথা বলি ৷ মাথায় পাগড়ি থাকায় গুলি মাথায় ঢোকেনি ৷ "

আরও পড়ুন : অভিষেকের নাটকের সূচনা হয়েছে, একবছর পরে বুঝতে পারবে মানুষ; কটাক্ষ লকেটের

উদ্ধার হওয়া গুলির খোল
উদ্ধার হওয়া গুলির খোল


খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে আসেন বিজেপির 29 নম্বর জেলা পরিষদের মণ্ডল সভাপতি চম্পাই বেসরা ৷ তাঁর দাবি, “বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপি নেতা-কর্মীদের উপর আক্রমণ হচ্ছে ৷ গোটা রাজ্য জুড়েই এই ঘটনা ঘটছে ৷ আমি শুনেছি, গতকাল রাতের দুই দুষ্কৃতী গাজোলের আগমপুর এলাকায় ধরা পড়েছে ৷ কী কারণে এই ঘটনা ঘটল তা পুলিশ খতিয়ে দেখুক ৷” যদিও গ্রামবাসীদের বক্তব্য, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই ৷ এটা দুষ্কৃতীদের কাজ ৷

এদিকে গাজোল থানার পুলিশ জানিয়েছে, গতকাল গভীর রাতে আগমপুর এলাকায় রাতপাহারায় থাকা নিরস্ত্র সিভিক ভলান্টিয়াররা তীব্রগতিতে মোটরবাইক আসতে দেখে চালককে দাঁড় করান ৷ সন্দেহ হওয়ায় তাঁরা চালককে ধরে ফেলেন ৷ একটি 7 মিলিমিটার পিস্তল বাজেয়াপ্তও করা হয় ৷ তাতে ছ’রাউন্ড গুলি ভর্তি ছিল ৷ এরপরেই তাকে গ্রেফতার করা হয় ৷ জেরায় সে স্বীকার করে, তারা ড্রাগসের ব্যবসা করে ৷ তার এক সঙ্গী পুরাতন মালদার এক বিজেপি নেতাকে গুলি করেছে ৷ তবে সেটা অন্য আগ্নেয়াস্ত্র ছিল ৷ আলিমের সঙ্গীর খোঁজে নেমেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.