মালদা, 11 জুন : দক্ষিণ দিনাজপুর জেলার পর মালদাতেও হদিস পাওয়া গেল 17 জন কোরোনা রোগীর ৷ এই 17 জনের মধ্যে রতুয়া 2 ব্লকের তিনজন, মানিকচক ব্লকের দু'জন, ইংরেজবাজার ব্লকের একজন, রতুয়া 1 ব্লকের পাঁচজন, চাঁচল 1 ব্লকের চারজন বাসিন্দা বলে জানা গিয়েছে৷ এছাড়া গৌড়কন্যা বাস টার্মিনাল থেকে সংগ্রহ করা দুটি লালার নমুনা পজ়িটিভ এসেছে । তাদের বাড়ি এখনও চিহ্নিত করা যায়নি । জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, সংক্রমিতদের নাম ও ঠিকানা তালিকাভুক্ত করার কাজ চলছে৷ পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী তাদের প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা করা হবে৷
প্রসঙ্গত, গত 24 ঘণ্টায় মালদা জেলায় মোট সংক্রমিতের সংখ্যা হল 249৷ এর সঙ্গে মালদায় লালারস পরীক্ষা ও চিকিৎসা হওয়া বিহারের বাসিন্দা, দুই সংক্রামিতের সংখ্যা হিসাবে ধরলে জেলায় মোট কোরোনা সংক্রামিতের সংখ্যা 251৷ গতকাল রাতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, 11.55 পর্যন্ত মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগে মোট 878টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এর মধ্যে মোট 38টি নমুনা কোরোনা পজ়িটিভ৷ এখনও পর্যন্ত মেডিকেলে মোট 24 হাজার 184টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ মোট কোরোনা পজ়িটিভ নমুনার সংখ্যা 424৷ এই মুহূর্তে অপরীক্ষিত নমুনা রয়েছে 878টি৷ 33টি নমুনা পরীক্ষার কাজ চলছে৷ গতকাল মাঝরাত পর্যন্ত মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে 777টি লালারসের নমুনা ভাইরোলজি বিভাগে এসে পৌঁছেছে৷ উত্তর দিনাজপুর থেকে এসেছে 154টি ও দক্ষিণ দিনাজপুর থেকে পরীক্ষার জন্য আসা নমুনার সংখ্যা 57৷