ETV Bharat / state

Malda Money Recover : ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার নগদ 15 লক্ষ, 24 টি চোরাই স্মার্টফোন - টাকা উদ্ধার

পুজোর মধ্যেই ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার হল 15 লক্ষ টাকা ও 24 টি চোরাই স্মার্টফোন ৷ ঘটনায় গ্রেফতার এক যুবক ৷ মালদার কালিয়াচক থানা এলাকার ঘটনা ৷

15 lakh cash and 24 smartphones recovery near india-bangladesh border in malda
Malda Money Recover : ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার নগদ 15 লক্ষ, 24 টি চোরাই স্মার্টফোন
author img

By

Published : Oct 14, 2021, 4:59 PM IST

মালদা, 14 অক্টোবর : 15 লক্ষ টাকা ও 24 টি চোরাই স্মার্টফোন-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মালদার কালিয়াচক থানার পুলিশ ৷ তাদের প্রাথমিক অনুমান, দুর্গাপুজোর সময় স্বাভাবিকভাবেই উৎসবে মেতে থাকে আমজনতা ৷ অন্যান্য দিকে তেমন লক্ষ্য থাকে না ৷ সেই সুযোগকে কাজে লাগিয়েই ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় দুষ্কৃতীচক্র সক্রিয় হয়ে উঠছে ৷

আরও পড়ুন : Howrah Station : হাওড়া স্টেশন চত্বর থেকে 45 লক্ষ টাকা বাজেয়াপ্ত, গ্রেফতার 1

কালিয়াচক থানা সূত্রে জানা গিয়েছে, গোপন তথ্য হাতে পেয়ে গত মঙ্গলবার গভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন সুবেদার টোলা গ্রামে অভিযান চালায় গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ ৷ ওই গ্রামের বাসিন্দা জবিরউদ্দিন মিঞা ওরফে মাস্তানের বাড়িতে অভিযান চালান পুলিশকর্মীরা ৷ সেই বাড়ি থেকেই 24 টি চোরাই স্মার্টফোন উদ্ধার হয় ৷ উদ্ধার হয় 15 লক্ষ টাকা ৷ উদ্ধার হওয়া টাকার মধ্যে একটিও জাল নোট ছিল না ৷ এরপরই 31 বছর বয়সী মাস্তানকে গ্রেফতার করা হয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও একাধিকবার নানা অপরাধে নাম জড়িয়েছে মাস্তানের ৷ কিন্তু প্রমাণের অভাবে তাকে গ্রেফতার করা যায়নি ৷ তবে এবার তাকে বমাল ধরা সম্ভব হয়েছে ৷

আরও পড়ুন : হাওড়া স্টেশনে 47 লাখ 50 হাজার নগদ টাকা সহ আটক যুবক

কালিয়াচক থানার আইসি মদনমোহন রায় জানিয়েছেন, উৎসবের মরশুমে দুষ্কৃতীরা যাতে মাথাচাড়া দিতে না পারে, তার জন্য পুলিশ সবসময় সতর্ক রয়েছে ৷ মঙ্গলবার রাতে সীমান্ত এলাকা থেকে প্রচুর পরিমাণে নগদ ও চোরাই স্মার্টফোন উদ্ধার হয়েছে ৷ কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ কী কারণে ওই টাকা জমা করা হয়েছিল, তাও তদন্ত করে দেখা হচ্ছে ৷

মালদা, 14 অক্টোবর : 15 লক্ষ টাকা ও 24 টি চোরাই স্মার্টফোন-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মালদার কালিয়াচক থানার পুলিশ ৷ তাদের প্রাথমিক অনুমান, দুর্গাপুজোর সময় স্বাভাবিকভাবেই উৎসবে মেতে থাকে আমজনতা ৷ অন্যান্য দিকে তেমন লক্ষ্য থাকে না ৷ সেই সুযোগকে কাজে লাগিয়েই ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় দুষ্কৃতীচক্র সক্রিয় হয়ে উঠছে ৷

আরও পড়ুন : Howrah Station : হাওড়া স্টেশন চত্বর থেকে 45 লক্ষ টাকা বাজেয়াপ্ত, গ্রেফতার 1

কালিয়াচক থানা সূত্রে জানা গিয়েছে, গোপন তথ্য হাতে পেয়ে গত মঙ্গলবার গভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন সুবেদার টোলা গ্রামে অভিযান চালায় গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ ৷ ওই গ্রামের বাসিন্দা জবিরউদ্দিন মিঞা ওরফে মাস্তানের বাড়িতে অভিযান চালান পুলিশকর্মীরা ৷ সেই বাড়ি থেকেই 24 টি চোরাই স্মার্টফোন উদ্ধার হয় ৷ উদ্ধার হয় 15 লক্ষ টাকা ৷ উদ্ধার হওয়া টাকার মধ্যে একটিও জাল নোট ছিল না ৷ এরপরই 31 বছর বয়সী মাস্তানকে গ্রেফতার করা হয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও একাধিকবার নানা অপরাধে নাম জড়িয়েছে মাস্তানের ৷ কিন্তু প্রমাণের অভাবে তাকে গ্রেফতার করা যায়নি ৷ তবে এবার তাকে বমাল ধরা সম্ভব হয়েছে ৷

আরও পড়ুন : হাওড়া স্টেশনে 47 লাখ 50 হাজার নগদ টাকা সহ আটক যুবক

কালিয়াচক থানার আইসি মদনমোহন রায় জানিয়েছেন, উৎসবের মরশুমে দুষ্কৃতীরা যাতে মাথাচাড়া দিতে না পারে, তার জন্য পুলিশ সবসময় সতর্ক রয়েছে ৷ মঙ্গলবার রাতে সীমান্ত এলাকা থেকে প্রচুর পরিমাণে নগদ ও চোরাই স্মার্টফোন উদ্ধার হয়েছে ৷ কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ কী কারণে ওই টাকা জমা করা হয়েছিল, তাও তদন্ত করে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.