ETV Bharat / state

ভুয়ো রেশন কার্ডে ছয়লাপ, চলতি বছরে মালদায় বাতিল 13 হাজার - রেশন কার্ড

Fake Ration Card: ভুয়ো রেশন কার্ডের পাহাড় মালদায় ৷ ছ'বছরে বাতিল 10 লক্ষ ও চলতি বছরে প্রায় 13 হাজার রেশন কার্ড ৷

Fake Ration Card
ভুয়ো রেশন কার্ড
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 7:35 PM IST

মালদা, 18 নভেম্বর: রেশন দুর্নীতি নিয়ে চারদিকে শোরগোল ৷ খোদ প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে ৷ রেশন নিয়ে দুর্নীতি যে মালদার মতো ছোট্ট জেলাতেও বেশ ভালোই হয়েছে, তার প্রমাণ পাচ্ছে প্রশাসন ৷ চলতি বছর নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় 13 হাজার ভুয়ো রেশন কার্ড ধরা পড়েছে ৷ সেসব কার্ড বাতিলও করা হয়েছে ৷ তবে গত ছ'বছরে ধরা পড়া ভুয়ো রেশন কার্ডের সংখ্যাটি জানলে যে কেউ আঁতকে উঠতে বাধ্য ৷ তার পরিমাণ প্রায় 10 লক্ষ ৷ ভুয়ো রেশন কার্ডের বিরুদ্ধে এখন প্রশাসন রীতিমতো অভিযান শুরু করেছে ৷ তবে এর জন্য খাদ্য দফতরের লিংক সমস্যাও অন্যতম একটা কারণ বলে দাবি করছেন ডিলাররা ৷

মালদা জেলায় মোট রেশন গ্রাহকের সংখ্যা 42 লক্ষ 29 হাজার ৷ এর মধ্যে রয়েছে অন্নপূর্ণা, অন্ত্যোদয়, খাদ্য সুরক্ষা যোজনা 1 ও 2, হাউজহোল্ড প্রায়োরিটি-সহ সাধারণ শ্রেণির উপভোক্তারা ৷ বর্তমানে জেলা জুড়ে দুয়ারে রেশন প্রকল্প চালু রয়েছে ৷ তবে মাঝেমধ্যেই রেশন সামগ্রীর মান, ওজন-সহ ভুয়ো কার্ডের অভিযোগ ওঠে বিভিন্ন জায়গায় ৷ চলতি বছরের মধ্যে ভুয়ো রেশন কার্ডের অভিযোগ থেকে বেরিয়ে আসতে মরিয়া জেলা খাদ্য দফতর ৷ তাই এসব কার্ডের বিরুদ্ধে কার্যত অভিযান চালাচ্ছে প্রশাসন ৷

জেলা খাদ্য নিয়ামক মানিক সরকার জানান, প্রশাসনের লক্ষ্য, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনা ৷ তার জন্য প্রথমেই ভুয়ো রেশন কার্ড চিহ্নিতকরণ ও বাতিল করার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে ৷ চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত জেলায় 12 হাজার 916টি ভুয়ো কার্ড বাতিল করা হয়েছে ৷ 2017 থেকে 2023 সাল পর্যন্ত বাতিল করা ভুয়ো রেশন কার্ডের সংখ্যা ন'লক্ষ 82 হাজার ৷ এক্ষেত্রে সমস্যা হচ্ছে অন্য জায়গায় ৷ এখন ব্যাংকের মতো রেশন কার্ডের সঙ্গেও আধার কার্ড লিংক করানো বাধ্যতামূলক ৷ কিন্তু বিভিন্ন কারণে অনেকে সেই লিংক করাচ্ছেন না ৷ ডিলাররা অনেক সময় লিংক না থাকার বিষয়টি তুলে ধরেন ৷ কিন্তু আইবল স্ক্যান করে কিংবা ফোনে ওটিপি নিয়েও সেই কাজ করা যায় ৷

এক্ষেত্রে অবশ্য লিংক না থাকার সমস্যার উপরেই জোর দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ ঘোষ ৷ তিনি বলেন, "লিংক না থাকার জন্য অনেক সময়ই উপভোক্তাদের রেশন দেওয়া যায় না৷ প্রত্যন্ত এলাকাগুলিতে একবার লিংক চলে গেলে কখন ফিরবে, কেউ বলতে পারে না ৷ এতে উপভোক্তাদের একাংশ দীর্ঘদিন রেশন না পেয়েই বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন ৷ দীর্ঘদিন ধরে কেউ তাঁর কার্ডে রেশন না তুললে কার্ড বাতিল করা হয় ৷ এভাবেই বাতিল কার্ডের সংখ্যা বাড়ছে ৷ তবে এখন ডিলারদের বিরুদ্ধে মাল চুরি করার অভিযোগ সঠিক নয় ৷ কারণ, এখন বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন দেওয়া হয় ৷"

আরও পড়ুন:

  1. রেশন বণ্টনে দুর্নীতি রুখতে সক্রিয় হয়েছে প্রযুক্তির ব্যবহার, জানালেন খাদ্যমন্ত্রী
  2. রেশনের ডিলারশিপেও দুর্নীতির অভিযোগ, তীব্র রাজনৈতিক তরজা মালদায়
  3. রেশন দুর্নীতিতে ম্যারাথন জেরার পর গ্রেফতার জ্যোতিপ্রিয়, চক্রান্তের শিকার; দাবি মন্ত্রীর

মালদা, 18 নভেম্বর: রেশন দুর্নীতি নিয়ে চারদিকে শোরগোল ৷ খোদ প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলে ৷ রেশন নিয়ে দুর্নীতি যে মালদার মতো ছোট্ট জেলাতেও বেশ ভালোই হয়েছে, তার প্রমাণ পাচ্ছে প্রশাসন ৷ চলতি বছর নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় 13 হাজার ভুয়ো রেশন কার্ড ধরা পড়েছে ৷ সেসব কার্ড বাতিলও করা হয়েছে ৷ তবে গত ছ'বছরে ধরা পড়া ভুয়ো রেশন কার্ডের সংখ্যাটি জানলে যে কেউ আঁতকে উঠতে বাধ্য ৷ তার পরিমাণ প্রায় 10 লক্ষ ৷ ভুয়ো রেশন কার্ডের বিরুদ্ধে এখন প্রশাসন রীতিমতো অভিযান শুরু করেছে ৷ তবে এর জন্য খাদ্য দফতরের লিংক সমস্যাও অন্যতম একটা কারণ বলে দাবি করছেন ডিলাররা ৷

মালদা জেলায় মোট রেশন গ্রাহকের সংখ্যা 42 লক্ষ 29 হাজার ৷ এর মধ্যে রয়েছে অন্নপূর্ণা, অন্ত্যোদয়, খাদ্য সুরক্ষা যোজনা 1 ও 2, হাউজহোল্ড প্রায়োরিটি-সহ সাধারণ শ্রেণির উপভোক্তারা ৷ বর্তমানে জেলা জুড়ে দুয়ারে রেশন প্রকল্প চালু রয়েছে ৷ তবে মাঝেমধ্যেই রেশন সামগ্রীর মান, ওজন-সহ ভুয়ো কার্ডের অভিযোগ ওঠে বিভিন্ন জায়গায় ৷ চলতি বছরের মধ্যে ভুয়ো রেশন কার্ডের অভিযোগ থেকে বেরিয়ে আসতে মরিয়া জেলা খাদ্য দফতর ৷ তাই এসব কার্ডের বিরুদ্ধে কার্যত অভিযান চালাচ্ছে প্রশাসন ৷

জেলা খাদ্য নিয়ামক মানিক সরকার জানান, প্রশাসনের লক্ষ্য, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনা ৷ তার জন্য প্রথমেই ভুয়ো রেশন কার্ড চিহ্নিতকরণ ও বাতিল করার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে ৷ চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত জেলায় 12 হাজার 916টি ভুয়ো কার্ড বাতিল করা হয়েছে ৷ 2017 থেকে 2023 সাল পর্যন্ত বাতিল করা ভুয়ো রেশন কার্ডের সংখ্যা ন'লক্ষ 82 হাজার ৷ এক্ষেত্রে সমস্যা হচ্ছে অন্য জায়গায় ৷ এখন ব্যাংকের মতো রেশন কার্ডের সঙ্গেও আধার কার্ড লিংক করানো বাধ্যতামূলক ৷ কিন্তু বিভিন্ন কারণে অনেকে সেই লিংক করাচ্ছেন না ৷ ডিলাররা অনেক সময় লিংক না থাকার বিষয়টি তুলে ধরেন ৷ কিন্তু আইবল স্ক্যান করে কিংবা ফোনে ওটিপি নিয়েও সেই কাজ করা যায় ৷

এক্ষেত্রে অবশ্য লিংক না থাকার সমস্যার উপরেই জোর দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ ঘোষ ৷ তিনি বলেন, "লিংক না থাকার জন্য অনেক সময়ই উপভোক্তাদের রেশন দেওয়া যায় না৷ প্রত্যন্ত এলাকাগুলিতে একবার লিংক চলে গেলে কখন ফিরবে, কেউ বলতে পারে না ৷ এতে উপভোক্তাদের একাংশ দীর্ঘদিন রেশন না পেয়েই বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন ৷ দীর্ঘদিন ধরে কেউ তাঁর কার্ডে রেশন না তুললে কার্ড বাতিল করা হয় ৷ এভাবেই বাতিল কার্ডের সংখ্যা বাড়ছে ৷ তবে এখন ডিলারদের বিরুদ্ধে মাল চুরি করার অভিযোগ সঠিক নয় ৷ কারণ, এখন বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন দেওয়া হয় ৷"

আরও পড়ুন:

  1. রেশন বণ্টনে দুর্নীতি রুখতে সক্রিয় হয়েছে প্রযুক্তির ব্যবহার, জানালেন খাদ্যমন্ত্রী
  2. রেশনের ডিলারশিপেও দুর্নীতির অভিযোগ, তীব্র রাজনৈতিক তরজা মালদায়
  3. রেশন দুর্নীতিতে ম্যারাথন জেরার পর গ্রেফতার জ্যোতিপ্রিয়, চক্রান্তের শিকার; দাবি মন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.