মালদা, 9 ডিসেম্বর: সবকিছু ঠিক থাকলে আগামী অর্থবর্ষে মালদা জেলায় শিল্পে বিনিয়োগ হতে পারে প্রায় এক হাজার 100 কোটি টাকা ৷ এসবই ছোট ও মাঝারি শিল্প ৷ ভারী শিল্পহীন এই জেলায় যা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ এর ফলে কয়েক হাজার কর্মসংস্থানেরও সুযোগ মিলবে ৷ শিলিগুড়ির বিজনেস সামিটের পর মালদা জেলা প্রশাসনের তরফে তেমনটাই জানানো হয়েছে ৷ তবে প্রশাসনের এই বক্তব্যে খুব একটা ভরসা করতে পারছে না জেলার বণিক মহল ৷ তাদের বক্তব্য, ব্যবসায়ীদের শিল্প স্থাপনে আগ্রহী করে তুলতে সরকারি সহযোগিতারও খুব প্রয়োজন ৷ কিন্তু সেটাই পাওয়া যাচ্ছে না ৷ জেলা প্রশাসন জানাচ্ছে, আগামী অর্থবর্ষে মালদার শিল্পক্ষেত্রে এক হাজার 158 কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে ৷ যা চলতি অর্থবর্ষের তুলনায় প্রায় দ্বিগুণ ৷ এই টাকায় তৈরি হবে 47টি শিল্প ইউনিট ৷ এসব শিল্পে প্রায় সাড়ে ছ’হাজার কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে ৷ এই প্রজেক্টগুলি ইতিমধ্যে জেলা শিল্প কেন্দ্রের পাইপলাইনে রয়েছে ৷ দ্রুততার সঙ্গে প্রজেক্টগুলি বাস্তবায়িত করার চেষ্টা চলছে ৷
মালদা জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল বলেন, “চলতি আর্থিক বছরে জেলায় কত শিল্প গড়ে উঠেছে, তাতে কত বিনিয়োগ হয়েছে এবং আগামী আর্থিক বছরে কত শিল্প গড়ে উঠতে পারে, তাতে কী পরিমাণ আর্থিক বিনিয়োগ হতে পারে, শিলিগুড়ির বিজনেস সামিটে আমরা তার সম্পূর্ণ তথ্য তুলে ধরেছি ৷ চলতি অর্থবর্ষে শিল্পক্ষেত্রে প্রায় 640 কোটি টাকা বিনিয়োগ হয়েছে ৷ তাতে চার হাজার 224 জনের কর্মসংস্থান হয়েছে ৷ আগামী আর্থিক বর্ষে আরও 47টি শিল্প ইউনিট গড়ে উঠবে ৷ বিনিয়োগ হবে এক হাজার 100 কোটি টাকারও বেশি ৷ এই শিল্পগুলি বাস্তবায়িত হলে প্রায় সাড়ে ছ’হাজার কর্মসংস্থানের সুযোগ মিলবে ৷”
জেলা শিল্প কেন্দ্রের তথ্য অনুযায়ী এই মুহূর্তে পাইপ লাইনে থাকা শিল্পগুলির মধ্যে সবচেয়ে বড় প্রোজেক্ট হল ইথানল কারখানা ৷ সেখানেই প্রায় 450 কোটি টাকা বিনিয়োগ হবে ৷ এছাড়াও একটি পলি টেক্সটাইল কারখানা গড়ে উঠতে চলেছে ৷ ছোট ও মাঝারি শিল্পের মধ্যে রয়েছে সিমেন্ট, ওয়ালপট্টি, স্টিল, জুট, কার্পেট, প্লাস্টিক সহ আরও কিছু কারখানা ৷ এখনও জেলায় ভারি শিল্প স্থাপনের জন্য কেউ এগিয়ে আসেনি ৷ তবে ভারি শিল্পের তুলনায় ছোট ও মাঝারি শিল্পেই কর্মসংস্থানের বেশি সুযোগ মেলে ৷ তাই এই শিল্পগুলিকেই প্রশাসনের তরফে প্রাধান্য দেওয়া হচ্ছে ৷
তবে এক্ষেত্রে প্রশাসনের উপর খুব একটা ভরসা করতে পারছে না জেলার বণিক মহল ৷ মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডুর বক্তব্য, “শিলিগুড়ির সামিটে আমি উপস্থিত ছিলাম৷ সেখানে মালদা জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, আগামী অর্থবর্ষে জেলার শিল্পক্ষেত্রে প্রায় এক হাজার 100 কোটি টাকা বিনিয়োগ হবে ৷ তাতে কর্মসংস্থান হবে প্রায় সাড়ে ছ’হাজার জনের ৷ আমরাও চাই জেলায় শিল্প হোক ৷ কিন্তু এমন সামিট আমরা অনেকবারই করেছি ৷ প্রতিবারই সামিটে নতুন শিল্প স্থাপন এবং বিনিয়োগের কথা জানানো হয় ৷ কিন্তু তার সম্পূর্ণ বাস্তবায়িত হয় না ৷ এর মূল কারণ, সময়মতো সরকারি সহযোগিতা না পাওয়া ৷ যেমন বলা হচ্ছে, আগামী বছরের জুন-জুলাই মাসে গাজোলে প্রস্তাবিত ইথানল কারখানা শুরু করা হবে ৷ কিন্তু এখনও পর্যন্ত ওই কারখানায় বিদ্যুৎ সংযোগই দেওয়া হয়নি ৷ অনেক জায়গায় জমির সমস্যা মেটানো হয়নি ৷ এমন আরও অনেক উদাহরণ রয়েছে ৷ তাই এসব ক্ষেত্রে দ্রুত সরকারি সহযোগিতা না পাওয়া গেলে শুধু ভাষণই হবে, কাজের কাজ কিছু হবে না ৷”
আরও পড়ুন: