ETV Bharat / state

ঘাতক তুবড়ি, চার আঙুল বাদ গেল কিশোরের - kolkata fire crackers

পুলিশ সূত্রে খবর, কালীঘাট রোডের বাসিন্দা বাবুসোনা নায়েক হাতে করে পোড়াতে গিয়েছিল তুবড়ি । বছর ষোলোর ওই কিশোরের উদ্যমতা কাল হল । হাতেই ফেটে যায় তুবড়ি । গুরুতর আহত হয় সে ।

ঘাতক তুবড়ি
author img

By

Published : Oct 31, 2019, 1:27 PM IST

কলকাতা, 31 অক্টোবর : আবার ফাটল তুবড়ি । তুবড়ির খোলের আঘাতে গুরুতর জখম হলেন এক ব্যক্তি । তুবড়ি ফেটে চারটে আঙুল খোয়াল অন্য এক কিশোর । ভাইফোঁটার রাতের এই ঘটনা কালীঘাট এলাকার । জখম দুজনের চিকিৎসা চলছে SSKM হাসপাতালে ।

পুলিশ সূত্রে খবর, কালীঘাট রোডের বাসিন্দা বাবুসোনা নায়েক হাতে করে পোড়াতে গিয়েছিল তুবড়ি । বছর ষোলোর ওই কিশোরের উদ্যমতা কাল হল । হাতেই ফেটে যায় তুবড়ি । গুরুতর আহত হয় সে । রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে । তখন ফেটে গেছে তার হাত । আঙুলের কয়েকটি অংশ নেই । চিকিৎসকরা তার চারটি আঙুল বাদ দিতে বাধ্য হন ।

অন্যদিকে, গতরাতেই ময়ূরভঞ্জ রোডের ভবতোষ রায় চৌধুরি সাইকেল নিয়ে কালীঘাট থানা এলাকার সদানন্দ রোড দিয়ে যাচ্ছিলেন। সেই সময় ওই এলাকায় চলছিল বাজি পোড়ানো । হঠাৎই একটি তুরড়ি ফেটে খোল এসে মাথায় লাগে ভবতোষবাবুর । সেখানেই লুটিয়ে পড়েন তিনি ৷ মাথা দিয়ে তখন তাঁর প্রবল রক্তক্ষরণ শুরু হয়েছে । দ্রুত তাঁকে নিয়ে যাওয়া SSKM হাসপাতালে । সেখানেই তাঁর চিকিৎসা চলছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

কালীপুজোর রাতে বেহালার শীলপাড়ার বছর পাঁচেকের আদি দাস ঠাকুরমার হাত ধরে রাস্তায় হাটছিল । বাজি পোড়ানোর জেরে দৃশ্যমানতা কম ছিল ওই এলাকায় । হঠাৎই তীব্র গতিতে তুবড়ির খোল এসে বেঁধে আদির গলায় । ঠাকুরমার গায়ে ঢলে পরে সে । গলা দিয়ে ফিনকি দিয়ে ওঠে রক্তস্রোত । তাকে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে । সেখানেই মৃত্যু হয় তার । ঘটনার কথা শুনে মুখ্যমন্ত্রী ফোন করেন পুলিশ কমিশনার অনুজ শর্মাকে । বিষয়টি আসলে কী তা জানতে চান । তারপরই পুলিশ কমিশনার ছুটে যান বিদ্যাসাগর হাসপাতালে । অন্যদিকে কসবার উত্তরপাড়ায় নিজেই তুবড়ি পোড়াচ্ছিলেন দীপ কুমার কোলে । বয়স 40 । সেখানেও একটি তুবড়ি ফেটে যায় । খোল গিয়ে বেঁধে গলায় । দ্রুত শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে গেলেও, কোনও সদর্থক ফল মেলেনি । সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । দীপবাবুর দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী স্বয়ং । তার বাড়িতে যান মেয়র ফিরহাদ হাকিম । একইভাবে যদি গতরাতে তুবড়ির খোল ভবতোষবাবুর গলায় বিঁধত তবে বড়সড় ঘটনা ঘটতে পারত বলে মনে করা হচ্ছে । একের পর এক তুবড়ির খোল ফাটার ঘটনায় বাজি প্রস্তুত নিয়েই প্রশ্ন উঠছে সকলের মনে ৷

কলকাতা, 31 অক্টোবর : আবার ফাটল তুবড়ি । তুবড়ির খোলের আঘাতে গুরুতর জখম হলেন এক ব্যক্তি । তুবড়ি ফেটে চারটে আঙুল খোয়াল অন্য এক কিশোর । ভাইফোঁটার রাতের এই ঘটনা কালীঘাট এলাকার । জখম দুজনের চিকিৎসা চলছে SSKM হাসপাতালে ।

পুলিশ সূত্রে খবর, কালীঘাট রোডের বাসিন্দা বাবুসোনা নায়েক হাতে করে পোড়াতে গিয়েছিল তুবড়ি । বছর ষোলোর ওই কিশোরের উদ্যমতা কাল হল । হাতেই ফেটে যায় তুবড়ি । গুরুতর আহত হয় সে । রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে । তখন ফেটে গেছে তার হাত । আঙুলের কয়েকটি অংশ নেই । চিকিৎসকরা তার চারটি আঙুল বাদ দিতে বাধ্য হন ।

অন্যদিকে, গতরাতেই ময়ূরভঞ্জ রোডের ভবতোষ রায় চৌধুরি সাইকেল নিয়ে কালীঘাট থানা এলাকার সদানন্দ রোড দিয়ে যাচ্ছিলেন। সেই সময় ওই এলাকায় চলছিল বাজি পোড়ানো । হঠাৎই একটি তুরড়ি ফেটে খোল এসে মাথায় লাগে ভবতোষবাবুর । সেখানেই লুটিয়ে পড়েন তিনি ৷ মাথা দিয়ে তখন তাঁর প্রবল রক্তক্ষরণ শুরু হয়েছে । দ্রুত তাঁকে নিয়ে যাওয়া SSKM হাসপাতালে । সেখানেই তাঁর চিকিৎসা চলছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

কালীপুজোর রাতে বেহালার শীলপাড়ার বছর পাঁচেকের আদি দাস ঠাকুরমার হাত ধরে রাস্তায় হাটছিল । বাজি পোড়ানোর জেরে দৃশ্যমানতা কম ছিল ওই এলাকায় । হঠাৎই তীব্র গতিতে তুবড়ির খোল এসে বেঁধে আদির গলায় । ঠাকুরমার গায়ে ঢলে পরে সে । গলা দিয়ে ফিনকি দিয়ে ওঠে রক্তস্রোত । তাকে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে । সেখানেই মৃত্যু হয় তার । ঘটনার কথা শুনে মুখ্যমন্ত্রী ফোন করেন পুলিশ কমিশনার অনুজ শর্মাকে । বিষয়টি আসলে কী তা জানতে চান । তারপরই পুলিশ কমিশনার ছুটে যান বিদ্যাসাগর হাসপাতালে । অন্যদিকে কসবার উত্তরপাড়ায় নিজেই তুবড়ি পোড়াচ্ছিলেন দীপ কুমার কোলে । বয়স 40 । সেখানেও একটি তুবড়ি ফেটে যায় । খোল গিয়ে বেঁধে গলায় । দ্রুত শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে গেলেও, কোনও সদর্থক ফল মেলেনি । সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । দীপবাবুর দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী স্বয়ং । তার বাড়িতে যান মেয়র ফিরহাদ হাকিম । একইভাবে যদি গতরাতে তুবড়ির খোল ভবতোষবাবুর গলায় বিঁধত তবে বড়সড় ঘটনা ঘটতে পারত বলে মনে করা হচ্ছে । একের পর এক তুবড়ির খোল ফাটার ঘটনায় বাজি প্রস্তুত নিয়েই প্রশ্ন উঠছে সকলের মনে ৷

Intro:কলকাতা, 30 অক্টোবর: আবার ফাটল তুবড়ি। তুবড়ির খোলের রাতে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। তুবড়ি ফেটে চারটে আঙুল খোয়াল অন্য এক কিশোর। ভাইফোঁটার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কালীঘাট এলাকায়। জখম দুজনের ব্যক্তির চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। Body:তুবড়ি ফেটে দুই মৃত্যুর ঘটনার পরেও শিক্ষা নেয়নি কলকাতা। পুলিশ সূত্রে খবর, কালীঘাট রোডের বাসিন্দা বাবুসোনা নায়েক হাতে করে পোড়াতে গিয়েছিলেন তুবড়ি। বছর ষোলোর ওই কিশোরের উদ্যামতা কাল হল। হাতেই ফেটে যায় তুবড়ি। গুরুতর আহত হয় বাবুসোনা। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। তখন ফেটে গেছে তার হাত। আঙুলের কয়েকটি অংশ নেই। চিকিৎসকরা তার চারটি আঙুল বাদ দিতে বাধ্য হন।

অন্যদিকে, গতরাতেই ময়ূরভঞ্জ রোডের ভবতোষ রায় চৌধুরী সাইকেল নিয়ে কালীঘাট থানা এলাকার সদানন্দ রোড দিয়ে যাচ্ছিলেন। সেই সময় ওই এলাকায় চলছিল বাজি পোড়ানো। হঠাৎই একটি তুরড়ি ফেটে তার খোল এসে মাথায় লাগে বছর 58 র ভবতোষ বাবুর। সেখানেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। মাথা দিয়ে তখন তাঁর প্রবল রক্তক্ষরণ শুরু হয়েছে। দ্রুত তাকে নিয়ে যাওয়া SSKM হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Conclusion:কালীপুজোর রাতে বেহালার শীলপাড়ার বছর পাঁচেকের আদি দাস ঠাকুরমার হাত ধরে রাস্তায় হাটছিল। বাজি পোড়ানোর জেরে দৃশ্যমানতা কম ছিল ওই এলাকায়। হঠাৎই তীব্র গতিতে তুবড়ির খোল এসে বেঁধে আদির গলায়। ঠাকুরমার গায়ে ঢলে পরে সে। গলা দিয়ে ফিনকি দিয়ে ওঠে রক্তস্রোত। তাকে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তার। ঘটনার কথা শুনে মুখ্যমন্ত্রী ফোন করেন পুলিশ কমিশনার অনুজ শর্মাকে। বিষয়টি আসলে কি তা জানতে চান। তারপরেই পুলিশ কমিশনার ছুটে যান বিদ্যাসাগর হাসপাতালে। অন্যদিকে কসবার উত্তরপাড়ায় নিজেই তুবড়ি পোড়াচ্ছিলেন দীপ কুমার কোলে। বয়স ৪০। সেখানেও একটি তুড়ড়ি ফেটে যায়। খোল গিয়ে বেঁধে গলায়। দ্রুত শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে গেলেও, কোনো সদর্থক ফল মেলেনি। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দীপবাবুর দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তার বাড়িতে যান মেয়র ফিরহাদ হাকিম। একইভাবে যদি গতরাতে তুবড়ির খোল ভবতোষ বাবুর গলায় বৃদ্ধ তবে বড়সড় ঘটনা ঘটতে পারত বলে মনে করা হচ্ছে। একের পর এক তুবড়ির খোল ফাটার ঘটনায় বাজি প্রস্তুত নিয়েই প্রশ্ন উঠে গেছে।


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.