ETV Bharat / state

পর্ণশ্রীতে গায়ে আগুন দিয়ে যুবকের আত্মহত্যা, খতিয়ে দেখছে পুলিশ - suicide

আচমকা পাশের ঘর থেকে পোড়া গন্ধ বেরোতে থাকে ৷ তার কিছুক্ষণের মধ্যেই বাঁচার তাগিদে আর্তনাদ করে ওঠেন যুবক ৷ ছেলের চিৎকার শুনে ছুটে যান সন্তোষবাবু ৷ কিন্তু কোনও লাভ হয়নি ৷

kol
kol
author img

By

Published : Jun 6, 2020, 2:15 AM IST

কলকাতা, 5 জুন : বেহালার পাঠক পাড়ায় গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে দেয় এক যুবক । কেউ কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে তাঁর শরীর । আগুন লেগে যায় ঘরের আসবাবপত্রেও । তবে ওই যুবক কেন আত্মহত‍্যা করলেন তা খতিয়ে দেখছে পুলিশ । পাশাপাশি আদৌ তিনি আত্মহত্যা করেছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, পর্ণশ্রী থানা এলাকার 22/5 পাঠক পাড়া রোডে একটি বহুতল আবাসনে থাকতেন ওই যুবক । নাম সন্তোষ কুমার যাদব(34) । বাবা-মায়ের সঙ্গেই থাকতেন ওই যুবক । তিনি যখন গায়ে আগুন দেন তখন পাশের ঘরে ছিলেন তাঁর বাবা-মা । ছেলের ঘর থেকে পোড়া গন্ধ পেয়ে দরজা খোলার চেষ্টা করেন তারা । কিন্তু ব্যর্থ হন ৷ এদিকে ঘরের ভেতরে থেকে বাঁচার তাঁগিদে চিৎকার করছেন ওই যুবক ৷ চিৎকার শুনে আবাসনের অন্য আবাসিকরা জড়ো হন । খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায় । ততক্ষণে ঘরের আসবাবপত্রেও আগুন ধরে গেছে । পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় বিদ্যাসাগর হাসপাতালে । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

সন্তোষের বাবা ফুলচাঁদ যাদব পুলিশকে জানিয়েছেন, মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক । তার জন্য ডাক্তার দেখানো হচ্ছিল। মানসিক অবসাদ থেকেই কি তিনি আত্মহত্যা করলেন? নাকি এর পেছনে আছে অন্য কিছু? সবটাই খতিয়ে দেখছে পুলিশ । দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে ।

কলকাতা, 5 জুন : বেহালার পাঠক পাড়ায় গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে দেয় এক যুবক । কেউ কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে তাঁর শরীর । আগুন লেগে যায় ঘরের আসবাবপত্রেও । তবে ওই যুবক কেন আত্মহত‍্যা করলেন তা খতিয়ে দেখছে পুলিশ । পাশাপাশি আদৌ তিনি আত্মহত্যা করেছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ।

পুলিশ সূত্রে জানা গেছে, পর্ণশ্রী থানা এলাকার 22/5 পাঠক পাড়া রোডে একটি বহুতল আবাসনে থাকতেন ওই যুবক । নাম সন্তোষ কুমার যাদব(34) । বাবা-মায়ের সঙ্গেই থাকতেন ওই যুবক । তিনি যখন গায়ে আগুন দেন তখন পাশের ঘরে ছিলেন তাঁর বাবা-মা । ছেলের ঘর থেকে পোড়া গন্ধ পেয়ে দরজা খোলার চেষ্টা করেন তারা । কিন্তু ব্যর্থ হন ৷ এদিকে ঘরের ভেতরে থেকে বাঁচার তাঁগিদে চিৎকার করছেন ওই যুবক ৷ চিৎকার শুনে আবাসনের অন্য আবাসিকরা জড়ো হন । খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায় । ততক্ষণে ঘরের আসবাবপত্রেও আগুন ধরে গেছে । পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় বিদ্যাসাগর হাসপাতালে । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

সন্তোষের বাবা ফুলচাঁদ যাদব পুলিশকে জানিয়েছেন, মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক । তার জন্য ডাক্তার দেখানো হচ্ছিল। মানসিক অবসাদ থেকেই কি তিনি আত্মহত্যা করলেন? নাকি এর পেছনে আছে অন্য কিছু? সবটাই খতিয়ে দেখছে পুলিশ । দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.