ETV Bharat / state

নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাষ্ট্রপতিকে রক্ত দিয়ে চিঠি লিখুন, বার্তা মুখ্যমন্ত্রীর

আজ জোড়াসাঁকোয় CAA বিরোধী মঞ্চ থেকে কেন্দ্রকে হুঁশিয়ারি দেন মমতা  । তিনি বলেন, " গণতান্ত্রিক পথে আন্দোলন চলবে । এর শেষ দেখেই ছাড়ব ৷ NRC, CAA বন্ধ না করা পর্যন্ত এই লড়াই চলছে, চলবেও ৷ এমন আইন রাজ্যে লাগু করতে হলে আমার লাশের উপর দিয়ে করতে হবে ৷  " রাজ্যবাসীর উদ্দেশে তিনি বলেন , "আপনারও অধিকার আছে । প্রয়োজনে রক্ত দিয়ে চিঠি লিখুন । রাষ্ট্রপতির কাছে নিজের দাবি জানান । "

mamta
mamta
author img

By

Published : Dec 16, 2019, 7:41 PM IST

কলকাতা , ১৬ ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর বিরোধিতায় রাজ্যবাসীকে রক্ত দিয়ে চিঠি লিখে প্রতিবাদ জানাতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ নাগরিকত্ব (সংশোধনী) আইনের (CAA) প্রতিবাদে কলকাতায় মিছিল করার পর মমতা একথা বলেন ।জানিয়ে দেন এই আইনের বিরুদ্ধে লড়াই রাজ্যের প্রত্যেকের ।

আজ জোড়াসাঁকোয় CAA বিরোধী মঞ্চ থেকে কেন্দ্রকে হুঁশিয়ারি দেন মমতা । তিনি বলেন, " গণতান্ত্রিক পথে আন্দোলন চলবে । এর শেষ দেখেই ছাড়ব ৷ NRC, CAA বন্ধ না করা পর্যন্ত এই লড়াই চলছে, চলবেও ৷ এমন আইন রাজ্যে লাগু করতে হলে আমার লাশের উপর দিয়ে করতে হবে ৷ " রাজ্যবাসীর উদ্দেশে তিনি বলেন , "আপনারও অধিকার আছে । প্রয়োজনে রক্ত দিয়ে চিঠি লিখুন । রাষ্ট্রপতির কাছে নিজের দাবি জানান । "নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আজ রাজ্যে প্রতিবাদ মিছিল করেন মমতা ৷ মিছিল শুরুর আগে উপস্থিত দলীয় কর্মী- সমর্থকদের এই আইনের প্রতিবাদে জোরদার আন্দোলনে শামিল হওয়ার জন্য শপথ বাক্য পাঠ করান তিনি । ময়দানের কাছে বি আর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মিছিল শুরু করেন ৷ গান্ধি মূর্তি হয়ে জোড়াসাঁকোয় ঠাকুরবাড়ির সামনে শেষ হয় মিছিল ৷ এরপর বক্তব্য রাখেন তিনি । বলেন, "এই লড়াই মানুষের লড়াই ৷ মনুষ্যত্বের লড়াই ৷"

CAA ও NRC-র বিরুদ্ধে প্রতিবাদ চলছে দেশজুড়ে ৷ বিক্ষোভ, প্রতিবাদ চলছে রাজ্যেও ৷ 6টি জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা ৷ অনেক জায়গায় প্রতিবাদের নামে ট্রেন, বাসে আগুন দেওয়া হয়েছে । ভাঙচুর হয়েছে যানবাহন । এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের ডাক দিলেন মমতা ৷ রাজ্যে বিক্ষোভের নামে অনেক জায়গায় যে তাণ্ডব চলছে সেই প্রসঙ্গ বলেন, "ওই কয়েকটা লোক চায় না আপনারা আন্দোলনে জিতুন । ওরা একটা দুটো আগুন লাগিয়ে আপনাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে দেবে । তারপর সেনা নিয়ে আসতে বলবে । আগুন লাগাবেন না । আগুনে মানুষের কষ্ট হয় । শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন । " আগামীকালও এই আইনের প্রতিবাদে মিছিল করবে তৃণমূল কংগ্রেস । আজ মমতা তাঁর বক্তব্য শেষের আগে আগামীকালের মিছিলের জন্য সবাইকে যাদবপুরের 8বি বাসস্ট্যান্ডে জমায়তে হওয়ার আহ্বান জানান ৷ বেলা 1টায় এই মিছিল শুরু হবে ৷ এদিকে CAA-র প্রতিবাদে রাজ্যজুড়ে চলা অশান্তির প্রেক্ষিতে মুখ্যসচিব ও DG-কে আজ সকালে রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল ৷ কিন্তু তাঁরা কেউ যাননি । রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি কী তা জানাতে মমতাকেও ডেকে পাঠান রাজ্যপাল । এক টুইটবার্তায় রাজ্যপাল নিজেই এই কথা জানিয়েছেন ৷

কলকাতা , ১৬ ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর বিরোধিতায় রাজ্যবাসীকে রক্ত দিয়ে চিঠি লিখে প্রতিবাদ জানাতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ নাগরিকত্ব (সংশোধনী) আইনের (CAA) প্রতিবাদে কলকাতায় মিছিল করার পর মমতা একথা বলেন ।জানিয়ে দেন এই আইনের বিরুদ্ধে লড়াই রাজ্যের প্রত্যেকের ।

আজ জোড়াসাঁকোয় CAA বিরোধী মঞ্চ থেকে কেন্দ্রকে হুঁশিয়ারি দেন মমতা । তিনি বলেন, " গণতান্ত্রিক পথে আন্দোলন চলবে । এর শেষ দেখেই ছাড়ব ৷ NRC, CAA বন্ধ না করা পর্যন্ত এই লড়াই চলছে, চলবেও ৷ এমন আইন রাজ্যে লাগু করতে হলে আমার লাশের উপর দিয়ে করতে হবে ৷ " রাজ্যবাসীর উদ্দেশে তিনি বলেন , "আপনারও অধিকার আছে । প্রয়োজনে রক্ত দিয়ে চিঠি লিখুন । রাষ্ট্রপতির কাছে নিজের দাবি জানান । "নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আজ রাজ্যে প্রতিবাদ মিছিল করেন মমতা ৷ মিছিল শুরুর আগে উপস্থিত দলীয় কর্মী- সমর্থকদের এই আইনের প্রতিবাদে জোরদার আন্দোলনে শামিল হওয়ার জন্য শপথ বাক্য পাঠ করান তিনি । ময়দানের কাছে বি আর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মিছিল শুরু করেন ৷ গান্ধি মূর্তি হয়ে জোড়াসাঁকোয় ঠাকুরবাড়ির সামনে শেষ হয় মিছিল ৷ এরপর বক্তব্য রাখেন তিনি । বলেন, "এই লড়াই মানুষের লড়াই ৷ মনুষ্যত্বের লড়াই ৷"

CAA ও NRC-র বিরুদ্ধে প্রতিবাদ চলছে দেশজুড়ে ৷ বিক্ষোভ, প্রতিবাদ চলছে রাজ্যেও ৷ 6টি জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা ৷ অনেক জায়গায় প্রতিবাদের নামে ট্রেন, বাসে আগুন দেওয়া হয়েছে । ভাঙচুর হয়েছে যানবাহন । এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের ডাক দিলেন মমতা ৷ রাজ্যে বিক্ষোভের নামে অনেক জায়গায় যে তাণ্ডব চলছে সেই প্রসঙ্গ বলেন, "ওই কয়েকটা লোক চায় না আপনারা আন্দোলনে জিতুন । ওরা একটা দুটো আগুন লাগিয়ে আপনাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে দেবে । তারপর সেনা নিয়ে আসতে বলবে । আগুন লাগাবেন না । আগুনে মানুষের কষ্ট হয় । শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন । " আগামীকালও এই আইনের প্রতিবাদে মিছিল করবে তৃণমূল কংগ্রেস । আজ মমতা তাঁর বক্তব্য শেষের আগে আগামীকালের মিছিলের জন্য সবাইকে যাদবপুরের 8বি বাসস্ট্যান্ডে জমায়তে হওয়ার আহ্বান জানান ৷ বেলা 1টায় এই মিছিল শুরু হবে ৷ এদিকে CAA-র প্রতিবাদে রাজ্যজুড়ে চলা অশান্তির প্রেক্ষিতে মুখ্যসচিব ও DG-কে আজ সকালে রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল ৷ কিন্তু তাঁরা কেউ যাননি । রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি কী তা জানাতে মমতাকেও ডেকে পাঠান রাজ্যপাল । এক টুইটবার্তায় রাজ্যপাল নিজেই এই কথা জানিয়েছেন ৷

Intro:কলকাতা, ১৬ ডিসেম্বর : নাগরিকত্ব আইন লাগু রুখতে রক্ত দিয়ে নাম লেখার পরামর্শ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি আজ প্রতিবাদ মিছিল শেষে নরেন্দ্র মোদি - অমিত শাহদের হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়ে দিলেন, "CAA করতে হলে আমার মৃতদেহের ওপর দিয়ে করতে হবে । জীবন গেলেও এনআরসি করতে দেবেন না ।" সকলের উদ্দেশ্যে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে মমতা বলেন, "রক্ত দিয়ে নাম লিখুন। রাষ্ট্রপতি - রাজ্যপালের কাছে দাবি জানান ।"



Body:ময়দানে সংবিধান প্রণেতা বি আর আম্মেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে গান্ধীমূর্তির পাদদেশ হয়ে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর বাড়ির সামনের রাস্তাতে প্রতিবাদ মিছিল সম্পন্ন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শুরুর একদম প্রথমেই উপস্থিত দলীয় কর্মী- সমর্থকদের জোরাল আন্দোলনে শামিল হওয়ার জন্য শপথ বাক্য পাঠ করান তিনি । এরপর মিছিল শেষ করে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানান মমতা । রাজ্যের সমস্ত নাগরিকের উদ্দেশ্যে তাঁর বার্তা, "ধরুন ভালো করে ধরুন । রক্ত দিয়ে নাম লিখুন। আপনাদের অধিকার আছে । রাজ্যপাল, রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান । আপনাদের দাবি জানান। " হিংসা রুখতে আজ আবারও সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী । এ প্রসঙ্গে তিনি বলেন, "ওই কয়েকটা লোক চায় না আপনারা আন্দোলনে জিতুন। ওরা একটা দুটো আগুন লাগিয়ে লোককে খেপিয়ে দেবে আপনাদের ওপরে। তারপর আর্মি নিয়ে আসতে বলবে। আগুন লাগাবেন না । আগুনে মানুষের কষ্ট হয়।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.