ETV Bharat / state

45th Kolkata International Book Fair : শেষ হল 45তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা, আগামীবর্ষের থিম কান্ট্রি স্পেন - কলকাতা আন্তর্জাতিক বইমেলা

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হল 45তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ৷ করোনা পিরিয়ড কাটিয়ে দীর্ঘদিন পর আনন্দে মেতেছিল তিলোত্তমার বইপ্রেমীরা ৷ এ বছরের থিম কান্ট্রি ছিল বাংলাদেশ ৷ আগামী বছর থিম কান্ট্রি হবে স্পেন (45th Kolkata International Book Fair) ৷

45th Kolkata International Book Fair
শেষ হল 45তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা
author img

By

Published : Mar 13, 2022, 11:02 PM IST

কলকাতা, 13 মার্চ : এবারের মতো শেষ 45-তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ৷ রবিবার রাত ন'টায় এসবিআই অডিটোরিয়ামে আয়োজিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়েই সমাপ্তি হয় বইমেলার (Ending Ceremony of 45th Kolkata International Book Fair)।


করোনার জেরে দীর্ঘ দু'বছর বন্ধ থাকার পর 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয় কলকাতা আন্তর্জাতিক বইমেলা ৷ যার সমাপ্তি হল 13 মার্চ ৷ প্রতিদিনই অগণিত মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো ৷ ঘরবন্দি মানুষ বহুদিন পর ফের উৎসবে সামিল হয়েছিল । এ বছর বইয়ের পাশাপাশি পসরা সাজিয়েছিলেন হস্তশিল্পীরা । নানা ধরনের ব্যাগ, গয়না, ঘর সাজানোর জিনিস ও আচার-সহ অন্যান্য খাবারের স্টলগুলিতে উপচে পড়ছিল ভিড় ৷ এ বছর বইমেলা থেকে প্রকাশিত হয়েছে অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর লেখা বই 'সব পথ বৃত্তাকার' ও অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের লেখা বই 'লেখাপত্তর'।

45th Kolkata International Book Fair
এ বছর নব প্রকাশিত বই হাতে অভিনেত্রী ঊষসী চক্রবর্তী

আরও পড়ুন : Khela Hobe Book Record Sell : কলকাতা বইমেলায় রেকর্ড বিক্রি মুখ্যমন্ত্রীর লেখা 'খেলা হবে'

প্রসঙ্গত, ট্রেড লাইসেন্স ছাড়াই এ বছর পসরা সাজাতে পেরেছিলেন বই বিক্রেতারা ৷ যার ফলে ছোট-বড় খুশি সব বিক্রেতারাই । মেলায় দু'দিন ব্যাপী লিটারেচার ফেস্টিভ্যালের উদ্বোধন করেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় । হাজির ছিলেন সব্যসাচী চক্রবর্তী, অশোক বিশ্বনাথন, সুমন ঘোষ ও মমতা শঙ্করের মতো ব্যক্তিত্বরা । প্রতিবারের মতো এবারও মেলা প্রাঙ্গণে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সাক্ষী থেকেছে মানুষ । বাউল গান থেকে শুরু করে রক ব্যান্ড সবেতেই মুখরিত হয় '45-তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা' । বইমেলার শেষলগ্নে 'পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স' গিল্ড-এর তরফে জানানো হয় আগামী বছরের থিম কান্ট্রি স্পেন ।

45th Kolkata International Book Fair
45-তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার সমাপ্তি অনুষ্ঠান

আরও পড়ুন : Actress Rupa Dutta Arrested : পকেটমারির অভিযোগে বইমেলা থেকে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত

কলকাতা, 13 মার্চ : এবারের মতো শেষ 45-তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ৷ রবিবার রাত ন'টায় এসবিআই অডিটোরিয়ামে আয়োজিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়েই সমাপ্তি হয় বইমেলার (Ending Ceremony of 45th Kolkata International Book Fair)।


করোনার জেরে দীর্ঘ দু'বছর বন্ধ থাকার পর 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয় কলকাতা আন্তর্জাতিক বইমেলা ৷ যার সমাপ্তি হল 13 মার্চ ৷ প্রতিদিনই অগণিত মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো ৷ ঘরবন্দি মানুষ বহুদিন পর ফের উৎসবে সামিল হয়েছিল । এ বছর বইয়ের পাশাপাশি পসরা সাজিয়েছিলেন হস্তশিল্পীরা । নানা ধরনের ব্যাগ, গয়না, ঘর সাজানোর জিনিস ও আচার-সহ অন্যান্য খাবারের স্টলগুলিতে উপচে পড়ছিল ভিড় ৷ এ বছর বইমেলা থেকে প্রকাশিত হয়েছে অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর লেখা বই 'সব পথ বৃত্তাকার' ও অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের লেখা বই 'লেখাপত্তর'।

45th Kolkata International Book Fair
এ বছর নব প্রকাশিত বই হাতে অভিনেত্রী ঊষসী চক্রবর্তী

আরও পড়ুন : Khela Hobe Book Record Sell : কলকাতা বইমেলায় রেকর্ড বিক্রি মুখ্যমন্ত্রীর লেখা 'খেলা হবে'

প্রসঙ্গত, ট্রেড লাইসেন্স ছাড়াই এ বছর পসরা সাজাতে পেরেছিলেন বই বিক্রেতারা ৷ যার ফলে ছোট-বড় খুশি সব বিক্রেতারাই । মেলায় দু'দিন ব্যাপী লিটারেচার ফেস্টিভ্যালের উদ্বোধন করেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় । হাজির ছিলেন সব্যসাচী চক্রবর্তী, অশোক বিশ্বনাথন, সুমন ঘোষ ও মমতা শঙ্করের মতো ব্যক্তিত্বরা । প্রতিবারের মতো এবারও মেলা প্রাঙ্গণে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সাক্ষী থেকেছে মানুষ । বাউল গান থেকে শুরু করে রক ব্যান্ড সবেতেই মুখরিত হয় '45-তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা' । বইমেলার শেষলগ্নে 'পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স' গিল্ড-এর তরফে জানানো হয় আগামী বছরের থিম কান্ট্রি স্পেন ।

45th Kolkata International Book Fair
45-তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার সমাপ্তি অনুষ্ঠান

আরও পড়ুন : Actress Rupa Dutta Arrested : পকেটমারির অভিযোগে বইমেলা থেকে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.