কলকাতা, 9 সেপ্টেম্বর : মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবতি ৷ আজ সকাল 8টা 14 মিনিট নাগাদ সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঘটনাটি ঘটে ৷ যুবতিকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ তিনি হাতে সামান্য আঘাত পেয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন ৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দমদম থেকে কবি সুভাষগামী মেট্রোর সামনে আচমকা ঝাঁপ দেন বছর পঁচিশের ওই যুবতি ৷ সঙ্গে সঙ্গে ব্রেক কষেন মেট্রোর চালক ৷ লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধার করা হয় যুবতিকে ৷ এরজন্য মেট্রো চলাচল কিছুক্ষণ ব্যাহত হয় ৷ উদ্ধারকাজের জন্য নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে ময়দান স্টেশন পর্যন্ত কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ রাখা হয় । তবে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক ছিল । 8টা 40 মিনিট নাগাদ আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয় ।