বিধাননগর, 5 মার্চ: শরিকি বিবাদ ৷ মদ্যপ ব্যবস্থায় বাড়ি ঢুকে ফুলের টব, বাইক ভাঙচুরের এবং বাড়ির মহিলাকে মারধরের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ৷ নিগৃহীতার নাম কবিতা প্রসাদ ৷ সল্টলেকের এফ ই ব্লকের 23 নং বাড়ির ঘটনা । কবিতা প্রসাদকে মারধরের অভিযোগ ভাসুরের ছেলে পীযূষ প্রসাদের বিরুদ্ধে (Woman harrased and beaten by relative due to partnership disputes) ৷ সিসিটিভি ফুটেছে ধরা পড়েছে সেই ভাঙচুরের ছবি । বিধাননগর দক্ষিণ থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগেও বাড়ির কেয়ারটেকারকে হাতুড়ি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ছিল পীযূষ প্রসাদের বিরুদ্ধে। ঘটনার পর 7 দিন কেটে গেলেও পুলিশের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না-নেওয়ার অভিযোগ ৷
জানা গিয়েছে, গত 26 ফেব্রুয়ারি রাতে অভিযুক্ত পীযূষ প্রসাদ তাঁর কাকিমার বাড়িতে চড়াও হন ৷ বাড়িতে থাকা গাড়ি, ফুলের টব ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর চালিয়ে কাকিমা কবিতা প্রসাদকে কুৎসিত ভাষায় গালিগালাজ করে ও মারধর করেন । সমস্ত ঘটনা জানিয়ে নিগৃহীতা কবিতা প্রসাদ বিধাননগর দক্ষিণ থানায় শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে এফআইআর দায়ের করেন ভাইপোর বিরুদ্ধে ৷ ঘটনার প্রায় 7দিন কেটে গেলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি।
আরও পড়ুন: সম্পত্তি বিবাদ, 2 মহিলাকে মাটি চাপা দিয়ে 'হত্যার' চেষ্টা
নিগৃহীতার অভিযোগ, তাঁর দাদার ছেলে ওই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে থাকে । ওর বক্তব্য তাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই সম্পত্তিটির 7টি ভাগ রয়েছে । তাতে পীযূষ প্রসাদেরও ভাগ রয়েছে । ভাসুরের ছেলেকে তার ভাগ ছেড়ে দেওয়ার কথাও একাধিকবার বলেছেন কবিতা দেবী ৷ কিন্তু সমস্ত সম্পত্তি তার একার বলে দাবি করছেন অভিযুক্ত পীযূষ প্রসাদ ৷ এমনকী তাদের বাড়ি ছেড়ে চলে যেতেও বলছে । সেই কারণে রাতের বেলা মদ্যপান করে গালিগালাজ, ভাঙচুর ও মারধর করা হয়েছে বলে অভিযোগ । কিন্তু পুলিশ এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলে জানান তিনি । অভিযুক্ত পুলিশকে গাড়ি সরবরাহ করে তাই তার বিরুদ্ধে একাধিকবার খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ করা হলেও বিধাননগর দক্ষিণ থানা কোনওরকম পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ ।