ETV Bharat / state

উদ্ধার হওয়ার 'নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার' দিয়েই বাকিবুরের সঙ্গে চুক্তি জ্যোতিপ্রিয়র ! সন্দেহ ইডি'র - বনমন্ত্রী

non judicial stamp paper recovered from Jyotipriyo Mallick office: 2021 সালে বনমন্ত্রী পদে বসেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ এরপর অরণ্য ভবনে তিনি নিয়মিত গিয়ে বসতেন এবং বিভিন্ন সরকারি আমলাদের সঙ্গে দেখা করতেন বলেও জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। 2021 সালে তৃতীয় বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বালুকে খাদ্য দফতর থেকে সরিয়ে বনমন্ত্রী করেন। সূত্রের খবর, তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, রীতিমতো বনদফতরে বসেই রাজ্যের খাদ্য দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ এবং মিটিং করতেন জ্যোতিপ্রিয় মল্লিক।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 3:39 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর: রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু'র অরণ্য ভবনের অফিসে তল্লাশি অভিযান চালিয়ে উল্লেখযোগ্য নথিগুলি বাজেয়াপ্ত হয়েছে, তার মধ্যে অন্যতম হল প্রায় সাড়ে 600-র বেশি অলিখিত 'নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার'। তদন্তকারীরা জানাচ্ছেন যে, এই সব নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার মূলত বিভিন্ন চুক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে।

ইতিমধ্যেই বাকিবুর রহমানকে ব়েশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতারের পর তদন্তকারীরা রাজ্যে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম পেয়েছিলেন। সেই মতো তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয়। বর্তমানে রেশন দুর্নীতি কাণ্ড তদন্ত প্রক্রিয়া একপ্রকার থমকে রয়েছে। এর প্রকৃত কারণ হিসাবে তদন্তকারীরা জানাচ্ছেন, গ্রেফতারির পরপরই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। ফলে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর বিরুদ্ধে একাধিক তথ্য-প্রমাণ যোগাড় করতে গিয়েই সম্প্রতি সল্টলেকের অরণ্য ভবনের অফিসে তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। আর সেখানেই 650টিরও বেশি 'নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার' বাজেয়াপ্ত হওয়ার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি বাকিবুর রহমানের সঙ্গে বিভিন্ন সংস্থার চুক্তি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক করেছিলেন তা এই সকল নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের মাধ্যমেই ?

2021 সালে বনমন্ত্রী পদে বসেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ এরপর অরণ্য ভবনে তিনি নিয়মিত গিয়ে বসতেন এবং বিভিন্ন সরকারি আমলাদের সঙ্গে দেখা করতেন বলেও জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। 2021 সালে তৃতীয় বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বালুকে খাদ্য দফতর থেকে সরিয়ে বনমন্ত্রী করেন। সূত্রের খবর, তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, রীতিমতো বনদফতরে বসেই রাজ্যের খাদ্য দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ এবং মিটিং করতেন জ্যোতিপ্রিয় মল্লিক।

2021 সালের পরে ব্যাংক আমানত, জীবন বীমা এবং সম্পত্তিতে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। অরণ্য ভবনের অফিস থেকে তল্লাশি অভিযান চালিয়ে যে সকল নথিপত্র উদ্ধার হয়েছে তা ঘেঁটেই তদন্তকারীরা জানতে পেরেছেন, এর আগে জ্যোতিপ্রিয় মল্লিকের যাবতীয় সম্পত্তির তালিকা তারা পেয়েছিলেন তার থেকে অতিরিক্ত 30 কোটি টাকার সম্পত্তির হিসাব ইতিমধ্যেই তারা পেয়েছেন।

কলকাতা, 21 ডিসেম্বর: রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু'র অরণ্য ভবনের অফিসে তল্লাশি অভিযান চালিয়ে উল্লেখযোগ্য নথিগুলি বাজেয়াপ্ত হয়েছে, তার মধ্যে অন্যতম হল প্রায় সাড়ে 600-র বেশি অলিখিত 'নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার'। তদন্তকারীরা জানাচ্ছেন যে, এই সব নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার মূলত বিভিন্ন চুক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে।

ইতিমধ্যেই বাকিবুর রহমানকে ব়েশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতারের পর তদন্তকারীরা রাজ্যে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম পেয়েছিলেন। সেই মতো তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয়। বর্তমানে রেশন দুর্নীতি কাণ্ড তদন্ত প্রক্রিয়া একপ্রকার থমকে রয়েছে। এর প্রকৃত কারণ হিসাবে তদন্তকারীরা জানাচ্ছেন, গ্রেফতারির পরপরই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। ফলে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর বিরুদ্ধে একাধিক তথ্য-প্রমাণ যোগাড় করতে গিয়েই সম্প্রতি সল্টলেকের অরণ্য ভবনের অফিসে তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। আর সেখানেই 650টিরও বেশি 'নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার' বাজেয়াপ্ত হওয়ার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি বাকিবুর রহমানের সঙ্গে বিভিন্ন সংস্থার চুক্তি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক করেছিলেন তা এই সকল নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের মাধ্যমেই ?

2021 সালে বনমন্ত্রী পদে বসেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ এরপর অরণ্য ভবনে তিনি নিয়মিত গিয়ে বসতেন এবং বিভিন্ন সরকারি আমলাদের সঙ্গে দেখা করতেন বলেও জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। 2021 সালে তৃতীয় বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বালুকে খাদ্য দফতর থেকে সরিয়ে বনমন্ত্রী করেন। সূত্রের খবর, তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, রীতিমতো বনদফতরে বসেই রাজ্যের খাদ্য দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ এবং মিটিং করতেন জ্যোতিপ্রিয় মল্লিক।

2021 সালের পরে ব্যাংক আমানত, জীবন বীমা এবং সম্পত্তিতে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। অরণ্য ভবনের অফিস থেকে তল্লাশি অভিযান চালিয়ে যে সকল নথিপত্র উদ্ধার হয়েছে তা ঘেঁটেই তদন্তকারীরা জানতে পেরেছেন, এর আগে জ্যোতিপ্রিয় মল্লিকের যাবতীয় সম্পত্তির তালিকা তারা পেয়েছিলেন তার থেকে অতিরিক্ত 30 কোটি টাকার সম্পত্তির হিসাব ইতিমধ্যেই তারা পেয়েছেন।

আরও পড়ুন

ব্যস্ত সময়ে অফিস বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের 15টি ইঞ্জিন

বাইরনের বাড়িতে আয়কর তল্লাশিতে উদ্ধার 70 লক্ষ, মিলল প্রচুর সোনা-নথিও

বছর শেষে ফিরে দেখা 2023 সালে সুপ্রিম কোর্টের 10 গুরুত্বপূর্ণ রায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.