ETV Bharat / state

শুভেন্দুর গেরুয়া-যাত্রা ঘাসফুল মুড়তে পারবে না, বলছেন সুব্রত - শুভেন্দু প্রসঙ্গে সুব্রত মুখোপাধ্যায়

দলের মুখ যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তা আজ আরও একবার বুঝিয়ে দিলেন সুব্রত মুখোপাধ্যায় ।

সুব্রত মুখোপাধ্যায়
সুব্রত মুখোপাধ্যায়
author img

By

Published : Dec 20, 2020, 12:50 PM IST

Updated : Dec 20, 2020, 1:11 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর : সাম্প্রতিক রাজ্য-রাজনীতিতে সম্ভবত সব থেকে বড় পালাবদল । ঘাসফুলের জার্সি ছেড়ে গেরুয়া জার্সি পরেছেন শুভেন্দু অধিকারী । আর এই নিয়ে যে খুব একটা চিন্তিত নয় রাজ্যের শাসক দল, তা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে মমতা-ব্রিগেড । গতকাল কল্যাণ । আজ সুব্রত । একই কথা । শুভেন্দু চলে যাওয়ায় যে দলে কোনও ক্ষতি হবে না, সেটাই যেন বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা ।

সুব্রতবাবু আজ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে বলেন, "শুভেন্দুর দল বদলে অবাক হইনি । এতে দলের কোনও ক্ষতি হবে না ।" ঘাসফুল শিবিরে যে একটাই মুখ এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তা আজ আবারও স্পষ্ট করে দিলেন সুব্রত । বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাই তৃণমূলের শক্তি ।"

আরও পড়ুন : দক্ষ সংগঠক হলেও শুভেন্দু কি কোনওদিন মমতার ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন ?

গতকাল মেদিনীপুর থেকে ফের শাহ হুংকার দেন, বিধানসভা ভোটে 200-র বেশি আসন জয়ের । সেই প্রসঙ্গেও আজ পালটা দিতে ছাড়লেন না সুব্রত । বললেন, "একজন শুভেন্দুকে নিয়েই 250 আসনের দাবি হাস্যকর ।"

কলকাতা, 20 ডিসেম্বর : সাম্প্রতিক রাজ্য-রাজনীতিতে সম্ভবত সব থেকে বড় পালাবদল । ঘাসফুলের জার্সি ছেড়ে গেরুয়া জার্সি পরেছেন শুভেন্দু অধিকারী । আর এই নিয়ে যে খুব একটা চিন্তিত নয় রাজ্যের শাসক দল, তা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে মমতা-ব্রিগেড । গতকাল কল্যাণ । আজ সুব্রত । একই কথা । শুভেন্দু চলে যাওয়ায় যে দলে কোনও ক্ষতি হবে না, সেটাই যেন বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা ।

সুব্রতবাবু আজ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে বলেন, "শুভেন্দুর দল বদলে অবাক হইনি । এতে দলের কোনও ক্ষতি হবে না ।" ঘাসফুল শিবিরে যে একটাই মুখ এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তা আজ আবারও স্পষ্ট করে দিলেন সুব্রত । বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাই তৃণমূলের শক্তি ।"

আরও পড়ুন : দক্ষ সংগঠক হলেও শুভেন্দু কি কোনওদিন মমতার ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন ?

গতকাল মেদিনীপুর থেকে ফের শাহ হুংকার দেন, বিধানসভা ভোটে 200-র বেশি আসন জয়ের । সেই প্রসঙ্গেও আজ পালটা দিতে ছাড়লেন না সুব্রত । বললেন, "একজন শুভেন্দুকে নিয়েই 250 আসনের দাবি হাস্যকর ।"

Last Updated : Dec 20, 2020, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.