ETV Bharat / state

Opposition Meeting: কংগ্রেস-সহ অন্য বিরোধীদলগুলির ডাকে সাড়া দিয়ে মমতা কি থাকবেন সোনিয়ার নৈশভোজে - TMC

বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির দ্বিতীয় বৈঠক আজ থেকে শুরু হচ্ছে ৷ আজ, সোমবার রাতে এই কারণে বিশেষ নৈশভোজে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন সোনিয়া গান্ধি ৷ কিন্তু সেখানে কি মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন ? এই নিয়েই এখন জল্পনা চলছে জাতীয় রাজনীতিতে ৷

Opposition Meeting
Opposition Meeting
author img

By

Published : Jul 17, 2023, 3:49 PM IST

কলকাতা, 17 জুলাই: বেঙ্গালুরুতে আজ, সোমবার বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির দ্বিতীয় বৈঠক ৷ তার পর সমস্ত দলের নেতানেত্রীদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ সেই নৈশভোজে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে ধোঁয়াশা এখনও কাটেনি ৷ মমতা অবশ্য আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই নৈশভোজে তিনি থাকবেন না । সেখানে তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন ।

কিন্তু তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, কংগ্রেস চাইছে নৈশভোজে থাকুন মমতা । নৈশভোজে মমতা ও সোনিয়া গান্ধি এক মঞ্চে থাকা বিরোধী জোটের জন্য গুরুত্বপূর্ণ ৷ যদিও এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নৈশভোজ নিয়ে সিদ্ধান্ত বদল করেননি । কারণ, পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে আহত হওয়ার পর তৃণমূল সুপ্রিমোকে বেশ কিছু বিধিনিষেধের মধ্যে থাকতে হচ্ছে । সেই কারণেই নৈশভোজকে এড়িয়ে যেতে চেয়েছিলেন তিনি ।

প্রসঙ্গত, আগামী বছর লোকসভা নির্বাচন ৷ তার আগে বিজেপি বিরোধী দলগুলি একজোট হওয়ার চেষ্টা করছে ৷ ইতিমধ্যে গত মাসে বিহারের পটনায় বিরোধী জোটের প্রথম বৈঠক হয় ৷ সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন ৷ কংগ্রেসের তরফে সেখানে রাহুল গান্ধি ও দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে উপস্থিত ছিলেন ৷ তবে এবার রাহুলের সঙ্গে থাকবেন সোনিয়াও ৷

তাছাড়া দেশের বিভিন্ন প্রান্তের একাধিক আঞ্চলিক দলের নেতারাও উপস্থিত থাকবেন ৷ তাই সেখানে নৈশভোজের আয়োজন করা হয়েছে কংগ্রেসের তরফে ৷ কংগ্রেস চাইছে সেখানে সবাই যেন উপস্থিত থাকেন ৷ আর মমতা বন্দ্য়োপাধ্যায় সেখানে উপস্থিত থাকলে, তার গুরুত্ব অনেকটাই বাড়বে ৷ তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতার কথায়, কংগ্রেস ছাড়াও অন্য বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাই চাইছেন আজ রাতের নৈশভোজে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকুন ।

আরও পড়ুন: আজই বেঙ্গালুরুতে মমতা-অভিষেক, যাচ্ছেন না শরদ পাওয়ার

সেই কারণেই কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দলগুলির তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নৈশভোজে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে । এই অবস্থায় শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এই নৈশভোজ এ উপস্থিত থাকেন কি না, সেটাই এখন দেখার ।

কলকাতা, 17 জুলাই: বেঙ্গালুরুতে আজ, সোমবার বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির দ্বিতীয় বৈঠক ৷ তার পর সমস্ত দলের নেতানেত্রীদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ সেই নৈশভোজে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে ধোঁয়াশা এখনও কাটেনি ৷ মমতা অবশ্য আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই নৈশভোজে তিনি থাকবেন না । সেখানে তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন ।

কিন্তু তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, কংগ্রেস চাইছে নৈশভোজে থাকুন মমতা । নৈশভোজে মমতা ও সোনিয়া গান্ধি এক মঞ্চে থাকা বিরোধী জোটের জন্য গুরুত্বপূর্ণ ৷ যদিও এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নৈশভোজ নিয়ে সিদ্ধান্ত বদল করেননি । কারণ, পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে আহত হওয়ার পর তৃণমূল সুপ্রিমোকে বেশ কিছু বিধিনিষেধের মধ্যে থাকতে হচ্ছে । সেই কারণেই নৈশভোজকে এড়িয়ে যেতে চেয়েছিলেন তিনি ।

প্রসঙ্গত, আগামী বছর লোকসভা নির্বাচন ৷ তার আগে বিজেপি বিরোধী দলগুলি একজোট হওয়ার চেষ্টা করছে ৷ ইতিমধ্যে গত মাসে বিহারের পটনায় বিরোধী জোটের প্রথম বৈঠক হয় ৷ সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন ৷ কংগ্রেসের তরফে সেখানে রাহুল গান্ধি ও দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে উপস্থিত ছিলেন ৷ তবে এবার রাহুলের সঙ্গে থাকবেন সোনিয়াও ৷

তাছাড়া দেশের বিভিন্ন প্রান্তের একাধিক আঞ্চলিক দলের নেতারাও উপস্থিত থাকবেন ৷ তাই সেখানে নৈশভোজের আয়োজন করা হয়েছে কংগ্রেসের তরফে ৷ কংগ্রেস চাইছে সেখানে সবাই যেন উপস্থিত থাকেন ৷ আর মমতা বন্দ্য়োপাধ্যায় সেখানে উপস্থিত থাকলে, তার গুরুত্ব অনেকটাই বাড়বে ৷ তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতার কথায়, কংগ্রেস ছাড়াও অন্য বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাই চাইছেন আজ রাতের নৈশভোজে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকুন ।

আরও পড়ুন: আজই বেঙ্গালুরুতে মমতা-অভিষেক, যাচ্ছেন না শরদ পাওয়ার

সেই কারণেই কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দলগুলির তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নৈশভোজে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে । এই অবস্থায় শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এই নৈশভোজ এ উপস্থিত থাকেন কি না, সেটাই এখন দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.