ETV Bharat / state

সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থা আনার প্রক্রিয়া শুরুর নির্দেশ - Mukul Roy

বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর বিরুদ্ধে অনাস্থা আনার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিলেন ফিরহাদ হাকিম । ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে এই নির্দেশ দেওয়া হয়েছে ।

সব্যসাচী
author img

By

Published : Jul 8, 2019, 5:20 PM IST

Updated : Jul 8, 2019, 8:03 PM IST

কলকাতা, 8 জুলাই : তাঁর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে দল । শুরু হয়ে গেছে বিধাননগরের মেয়র পদ থেকে তাঁকে সরানোর প্রক্রিয়া । সেগুলি উপেক্ষা করেই গতকাল ফের মুকুল রায়ের সঙ্গে নৈশভোজ সারেন তিনি । আর এরপর তাঁর প্রতি আরও কড়া মনোভাব নিয়েছে দল । কিন্তু, তাতেও দমছেন না সব্যসাচী দত্ত । জানিয়ে দিলেন মেয়র হিসেবেই কাজ চালিয়ে যাবেন তিনি । এদিকে তাঁর বিরুদ্ধে অনাস্থা আনার প্রক্রিয়া শুরু করতে তাপস চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম।

লুচি-আলুরদমকে ঘিরে শুরু হয়েছিল যাবতীয় বিতর্ক । মুকুলের সঙ্গে সাক্ষাতের পরই জল্পনা ছড়িয়েছিল, তিনি নাকি দল ছাড়ছেন । তবে দল না ছাড়লেও বেড়েছিল দূরত্ব । দলের একাধিক অনুষ্ঠানেই অনুপস্থিত ছিলেন তিনি । আমন্ত্রণ পাননি বিধাননগর পৌরনিগমের অনুষ্ঠানেই।

এই সংক্রান্ত খবর : সব্যসাচী যা করছে তাতে পরবর্তী প্রজন্ম মিরজ়াফর বলবে : ফিরহাদ

এদিকে, যত দিন যাচ্ছিল বিধাননগরের মেয়রের ভূমিকা নিয়ে দলের মধ্যেই তৈরি হচ্ছিল ক্ষোভ । পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে দেখে গতকাল তৃণমূল ভবনে বিধাননগরের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন ফিরহাদ হাকিম । বৈঠকে অনেকেই সব্যসাচীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন । বৈঠক থেকেই কার্যত ঠিক হয়ে যায় যে, তাঁকে সরানো হচ্ছে । আর ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে অতিরিক্ত দায়িত্ব দিয়ে তা খানিকটা বুঝিয়েও দেওয়া হয়।

শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

এই সংক্রান্ত খবর : বৈঠকে ব্রাত্য, নেই হেলদোল; সস্ত্রীক ইউরোপ যাচ্ছেন সব্যসাচী

এতকিছুর পরও সব্যসাচী দত্তর কোনও হেলদোল নেই। গত সন্ধ্যায় মুকুল রায়ের সঙ্গে ফের দেখা হয় তাঁর । পরোটা-আলুমটর সহযোগে সারেন নৈশভোজও । এদিকে, গতকাল সাংবাদিকদের সামনে বেশি কিছু না বললেও আজ সব্যসাচী ইশু উঠতেই ক্ষোভে ফেটে পড়েন ফিরহাদ । তাঁকে মিরজ়াফর বলে কটাক্ষ করেন তিনি । তবে, পালটা দিয়েছেন সব্যসাচীও । বলেন, "শ্রমিকের স্বার্থে কাজ করে যদি আমি মিরজ়াফর হই, তাহলে মিরজ়াফরের নাম নতুন করে আলোকিত হবে ।" তবে ফিরহাদ হাকিম যে তাঁকে ফোন করেননি, তা স্পষ্ট করে দেন সব্যসাচী । বলেন, "আমার কাছে কোনও ফোন আসেনি ।"

এই সংক্রান্ত খবর : দলের কড়া অবস্থানের মাঝেই মুকুলের সঙ্গে সব্যসাচীর নৈশভোজ

মেয়র পদ থেকে সরানো প্রসঙ্গেও মুখ খোলেন সব্যসাচী । বলেন, "মেয়র পদটা প্রথমে মানুষের দ্বারা ও পরে পৌরপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত হয় । কেউ ফোন করে এই পদ থেকে কাউকে সরাতে পারেন না ।" এরই মাঝে অনাস্থা প্রস্তাব আনার প্রক্রিয়া শুরু করার জন্য তাপস চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম।

এই সংক্রান্ত খবর : সব্যসাচীকে সরানোর প্রক্রিয়া শুরু, চূড়ান্ত সিদ্ধান্ত শৃঙ্খলারক্ষা কমিটির হাতে

Intro:কাট মানির অভিযোগকারী প্রোমোটারের বিরুদ্ধে ১০ কোটির মানহানির মামলা দায়ের করলেন শান্তনু সেন

কলকাতা, ৭ জুলাই: এবারে কাট মানির অভিযোগকারী প্রোমোটারের বিরুদ্ধে মানহানির মামলা এবং একইসঙ্গে ফৌজদারি মামলা দায়ের করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। কলকাতা হাইকোর্টে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন তিনি। শিয়ালদহ কোর্টে দায়ের করেছেন ফৌজদারি মামলাও ।Body:

কাটমানি নিয়ে রাজ্য রাজনীতি যখন তোলপাড় এমন সময় শান্তনু সেনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনেন সিঁথি এলাকার প্রোমোটার সুমন্ত চৌধুরী ওরফে নান্তি। তাঁর অভিযোগ ছিল , ২০১২ সাল থেকে শুরু করে দফায় দফায় ৪০ থেকে ৪২ লক্ষ টাকা ‘তোলা’ নিয়েছেন শান্তনু সেন। রাজ্যসভার সাংসদের পাশাপাশি বর্তমানে কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন শান্তনু। আগে ছিলেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। প্রোমোটার নান্তির অভিযোগ, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকাকালীনই তাঁর কাছ থেকে তোলা আদায় করতেন শান্তনু। অনিচ্ছা সত্ত্বেও সেই তোলা দিতে হতো শান্তনুকে। সাহস করে কিছু বলতে পারতেন না তিনি। সম্প্রতি নজরুল মঞ্চে দলীয় কাউন্সিলরদের বৈঠকে কাটমানি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তোলা না দেওয়ার সাহস দেখান নান্তি। তিনি অভিযোগ তোলেন শান্তনুর বিরুদ্ধে। প্রোমোটর নান্তির এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলেই উল্লেখ করেছিলেন শান্তনু। এবার তাঁর বিরুদ্ধে মানহানি এবং ফৌজদারির মামলা দায়ের করলেন তৃণমূলের এই রাজ্যসভার সংসদ।Conclusion:
Last Updated : Jul 8, 2019, 8:03 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.