ETV Bharat / state

Bhadu Sheikh murder case: রামপুরহাট কাণ্ডে ভাদু শেখের খুনের তদন্তেও সিবিআই ? রায়দান শিগগিরই - Calcutta HC on Bhadu Sheikh murder case

রামপুরহাট কাণ্ডে (Bagtui massacre) অগ্নিসংযোগে মৃত্যুর ঘটনার তদন্ত করছে সিবিআই ৷ একইসঙ্গে ভাদু শেখের খুনের (Bhadu Sheikh murder case) তদন্তও সিবিআই করবে কি না, সে বিষয়ে শিগগিরই রায় দেবে কলকাতা হাইকোর্ট (Calcutta HC on Bhadu Sheikh murder case) ৷

will CBI investigate Bhadu Sheikh murder at Rampurhat? Calcutta HC to decide soon
রামপুরহাট কাণ্ডে ভাদু শেখের খুনের তদন্তেও সিবিআই ? রায়দান শিগগিরই
author img

By

Published : Apr 7, 2022, 12:36 PM IST

কলকাতা, 7 এপ্রিল: রামপুরহাট কাণ্ডে ভাদু শেখের খুনের (Bhadu Sheikh murder case) তদন্তও কি এবার সিবিআইয়ের হাতে যেতে চলেছে ? এই দাবিতে যে মামলা হয়েছে শিগগিরই তার রায়দান করবে কলকাতা হাইকোর্ট (Calcutta HC on Bhadu Sheikh murder case)৷

রামপুরহাটের বগটুই গ্রামের (Bagtui massacre) উপপ্রধান ভাদু শেখের খুন ও তার পরবর্তী একাধিক বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনায় রাজ্য তোলপাড় হয়েছে । জীবন্ত দগ্ধ হয়ে মারা যায় 8 জন । সেই ঘটনায় একাধিক মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে । সমস্ত মামলার প্রেক্ষিতে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করে এই ঘটনার বিচারপর্ব চলে হাইকোর্টে । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ পুড়িয়ে মারার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় । কিন্তু যে ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা সৃষ্টি হয়েছিল, সেই উপপ্রধান ভাদু শেখের খুনের তদন্ত রাজ্য পুলিশ করবে নাকি সিবিআই, সেটা হাইকোর্টের নির্দেশে স্পষ্ট না থাকায় ফের তিনটি আবেদন করা হয় মামলাকারীদের তরফে । সেই মামলার শুনানিতে আজ সিবিআই রামপুরহাট কাণ্ডে প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করেছে আদালতে (Rampurhat case)।

মামলার শুনানিতে মামলাকারীদের তরফে বলা হয়, ভাদু শেখের খুনের ঘটনার পরই যেহেতু আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল, ফলে দুটি ঘটনা পরস্পরের সঙ্গে যুক্ত । একটার থেকে আর একটা আলাদা নয় । তাই সিবিআই যেহেতু ইতিমধ্যে এই ঘটনার তদন্ত করছে, তাদের হাতেই ভাদু শেখের খুনের তদন্তভারও দেওয়া হোক ।

আরও পড়ুন: Bagtui Murder : বগটুইয়ে ভাদু শেখ খুনে গ্রেফতার আরও তিন

সিবিআইয়ের (will CBI investigate Bhadu Sheikh murder) তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াইজে দস্তুর বলেন, "সিবিআইয়ের তদন্ত করতে কোনও সমস্যা নেই । রাজ্যের যদি আপত্তি না থাকে বা কোর্ট যদি নির্দেশ দেয় তবে তারা তৈরি আছে । তবে ঘটনার এতদিন পর প্রমাণপত্র কিছু পাওয়া যাবে কি না সেটা একটা প্রশ্ন রয়েছে । তবে সিবিআই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করছে । টাওয়ার ডাম্পিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে । সিবিআই টিম রামপুরহাটে রয়েছে । আদালত নির্দেশ দিলেই তারা তদন্ত করতে প্রস্তুত রয়েছে । তবে মামলাকারীরা প্রথম দিনেই এই আবেদন জানাতে পারত । তাতে সুবিধে হত ।"

এ প্রসঙ্গে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "আইও এবং এসডিপিওর বিশেষ টিম ভাদু শেখের খুনের তদন্ত করছে । তদন্ত অনেকটাই এগিয়ে গিয়েছে । এই পরিস্থিতিতে তদন্ত হস্তান্তর করার প্রয়োজন নেই ।"

আরও পড়ুন : CBI in Bagtui Probe : বগটুই কাণ্ডে রামপুরহাট থানার সাসপেন্ড আইসিকে জেরা সিবিআইয়ের

কিন্তু মামলাকারীদের তরফে আপত্তি তুলে বলা হয়, "একই ঘটনায় তদন্তের কিছুটা রাজ্য পুলিশ আর কিছুটা সিবিআই করলে তদন্তে সমস্যা হবে ।" প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব তখন অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশে বলেন, "রাজ্যের বিশেষ যে দল তদন্ত করছে, তারা কি উপযুক্ত এই তদন্তের জন্য ?" কী তদন্ত হয়েছে এতদিন পর্যন্ত সেই রিপোর্ট রাজ্যের কাছে চেয়েছেন তিনি । সেই রিপোর্ট খতিয়ে দেখার পর এই মামলার রায়দান করবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । অর্থাৎ পুড়িয়ে মারার ঘটনার পাশাপাশি ভাদু শেখের খুনের তদন্তও সিবিআইয়ের হাতে যাবে কি না আদালত সে ব্যাপারে রায়দান করবে । আপাতত শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হয়েছে । কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে আজ বা কাল সেই নির্দেশনামা পাওয়া যাবে ।

কলকাতা, 7 এপ্রিল: রামপুরহাট কাণ্ডে ভাদু শেখের খুনের (Bhadu Sheikh murder case) তদন্তও কি এবার সিবিআইয়ের হাতে যেতে চলেছে ? এই দাবিতে যে মামলা হয়েছে শিগগিরই তার রায়দান করবে কলকাতা হাইকোর্ট (Calcutta HC on Bhadu Sheikh murder case)৷

রামপুরহাটের বগটুই গ্রামের (Bagtui massacre) উপপ্রধান ভাদু শেখের খুন ও তার পরবর্তী একাধিক বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনায় রাজ্য তোলপাড় হয়েছে । জীবন্ত দগ্ধ হয়ে মারা যায় 8 জন । সেই ঘটনায় একাধিক মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে । সমস্ত মামলার প্রেক্ষিতে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করে এই ঘটনার বিচারপর্ব চলে হাইকোর্টে । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ পুড়িয়ে মারার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় । কিন্তু যে ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা সৃষ্টি হয়েছিল, সেই উপপ্রধান ভাদু শেখের খুনের তদন্ত রাজ্য পুলিশ করবে নাকি সিবিআই, সেটা হাইকোর্টের নির্দেশে স্পষ্ট না থাকায় ফের তিনটি আবেদন করা হয় মামলাকারীদের তরফে । সেই মামলার শুনানিতে আজ সিবিআই রামপুরহাট কাণ্ডে প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করেছে আদালতে (Rampurhat case)।

মামলার শুনানিতে মামলাকারীদের তরফে বলা হয়, ভাদু শেখের খুনের ঘটনার পরই যেহেতু আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল, ফলে দুটি ঘটনা পরস্পরের সঙ্গে যুক্ত । একটার থেকে আর একটা আলাদা নয় । তাই সিবিআই যেহেতু ইতিমধ্যে এই ঘটনার তদন্ত করছে, তাদের হাতেই ভাদু শেখের খুনের তদন্তভারও দেওয়া হোক ।

আরও পড়ুন: Bagtui Murder : বগটুইয়ে ভাদু শেখ খুনে গ্রেফতার আরও তিন

সিবিআইয়ের (will CBI investigate Bhadu Sheikh murder) তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াইজে দস্তুর বলেন, "সিবিআইয়ের তদন্ত করতে কোনও সমস্যা নেই । রাজ্যের যদি আপত্তি না থাকে বা কোর্ট যদি নির্দেশ দেয় তবে তারা তৈরি আছে । তবে ঘটনার এতদিন পর প্রমাণপত্র কিছু পাওয়া যাবে কি না সেটা একটা প্রশ্ন রয়েছে । তবে সিবিআই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করছে । টাওয়ার ডাম্পিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে । সিবিআই টিম রামপুরহাটে রয়েছে । আদালত নির্দেশ দিলেই তারা তদন্ত করতে প্রস্তুত রয়েছে । তবে মামলাকারীরা প্রথম দিনেই এই আবেদন জানাতে পারত । তাতে সুবিধে হত ।"

এ প্রসঙ্গে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "আইও এবং এসডিপিওর বিশেষ টিম ভাদু শেখের খুনের তদন্ত করছে । তদন্ত অনেকটাই এগিয়ে গিয়েছে । এই পরিস্থিতিতে তদন্ত হস্তান্তর করার প্রয়োজন নেই ।"

আরও পড়ুন : CBI in Bagtui Probe : বগটুই কাণ্ডে রামপুরহাট থানার সাসপেন্ড আইসিকে জেরা সিবিআইয়ের

কিন্তু মামলাকারীদের তরফে আপত্তি তুলে বলা হয়, "একই ঘটনায় তদন্তের কিছুটা রাজ্য পুলিশ আর কিছুটা সিবিআই করলে তদন্তে সমস্যা হবে ।" প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব তখন অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশে বলেন, "রাজ্যের বিশেষ যে দল তদন্ত করছে, তারা কি উপযুক্ত এই তদন্তের জন্য ?" কী তদন্ত হয়েছে এতদিন পর্যন্ত সেই রিপোর্ট রাজ্যের কাছে চেয়েছেন তিনি । সেই রিপোর্ট খতিয়ে দেখার পর এই মামলার রায়দান করবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । অর্থাৎ পুড়িয়ে মারার ঘটনার পাশাপাশি ভাদু শেখের খুনের তদন্তও সিবিআইয়ের হাতে যাবে কি না আদালত সে ব্যাপারে রায়দান করবে । আপাতত শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হয়েছে । কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে আজ বা কাল সেই নির্দেশনামা পাওয়া যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.