ETV Bharat / state

Mamata Banerjee: মমতা-অমিত একান্ত সাক্ষাতের কারণেই কি ব্রাত্য রইলেন হেমন্ত-তেজস্বী ! - মোদি সরকার

শনিবার নবান্নে প্রতিপক্ষ শিবিরের রাজনীতিবিদ অমিত শাহের (Amit Shah) সঙ্গে একান্ত বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ অথচ তাঁর ‘রাজনৈতিক-বন্ধু’ বলে পরিচিত হেমন্ত সোরেন ও তেজস্বী যাদবের মধ্যে আলাদা কোনও কথা হল না ৷ কেন ? উঠছে প্রশ্ন ৷

why-mamata-banerjee-did-not-meet-hemant-soren-and-tejaswi-yadav-separately
Mamata Banerjee: মমতা-অমিত একান্ত সাক্ষাতের কারণেই কি ব্রাত্য রইলেন হেমন্ত-তেজস্বী !
author img

By

Published : Dec 17, 2022, 8:49 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর: শনিবার দুপুরে বিরল রাজনৈতিক মুহূর্তের সাক্ষী রইল বাংলা ৷ নবান্নের 14 তলায় একান্ত বৈঠক হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মধ্যে ৷ যা নিয়ে দুপুর থেকেই সরগরম বাংলার রাজনীতি ৷ আর এই বৈঠক ঘিরে যাবতীয় চর্চার মাঝে হারিয়ে গেল জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে মোদি বিরোধী শক্তি হিসেবে পরিচিত তিন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদের মধ্যে কী কথা হল, সেই বিষয়টি ৷

এই তিন রাজনৈতিক কুশীলবের মধ্যে একজন অবশ্যই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দ্বিতীয়জন ঝাড়খণ্ড মুক্তিমোর্চার (JMM) নেতা হেমন্ত সোরেন (Hemant Soren) ৷ আর তৃতীয়জন হলেন আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav) ৷ এঁদের মধ্যে কি এদিন আদৌ কোনও একান্ত বৈঠক হয়েছে ? এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন বাংলার শাসক দল বা রাজ্য প্রশাসন, কোনও মহল থেকেই স্পষ্ট কোনও উত্তর পাওয়া যায়নি ৷

এদিন নবান্ন সভাঘরে আয়োজন করা হয় পূর্বাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের বৈঠক (Eastern Zonal Council Meeting) ৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন ৷ পাশাপাশি ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং ওড়িশা সরকারের দুই মন্ত্রী ৷ ওই বৈঠক শেষে অতিথিরা মধ্যহ্নভোজন করেন ৷ তার পর মমতার আমন্ত্রণে সাড়া দিয়ে নবান্নের 14 তলায় যান অমিত শাহ ৷ সেখানে 17 মিনিট এই দুই নেতার মধ্যে কথা হয় ৷ পরে অমিত শাহকে নবান্নের গেট পর্যন্ত ছেড়ে দিয়ে যান মমতা ৷

অথচ এই অমিত শাহের বিরুদ্ধেই বিভিন্ন সময় রাজনৈতিক আক্রমণ করতে দেখা গিয়েছে মমতাকে ৷ কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে হেনস্তার যে অভিযোগ তিনি বারবার তোলেন, সেখানে তিনি বরাবর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অমিত শাহকেই ৷ এমনকী, সম্প্রতি বিধানসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) আসলে শাহর তুলনায় ভালো, এমন মত প্রকাশ করতেও দেখা গিয়েছে তাঁকে ৷

তবে মমতা একা নন, জাতীয় ক্ষেত্রে অনেক রাজনৈতিক দলই বিজেপি (BJP) ও মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্তার অভিযোগ তোলে ৷ বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়েরও ডাক দেয় ৷ সেই তালিকায় হেমন্ত ও তেজস্বীও আছেন ৷ স্বাভাবিক ভাবেই জাতীয় রাজনীতির সমমনোভাবাপন্ন এই রাজনীতিবিদরা একত্রিত হলে আলাদা করে কথা বলেন ৷ কিন্তু এদিন তা হয়নি বলেই খবর ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মমতা, হেমন্ত ও তেজস্বী - তিনজনকেই রাজনীতি ছাড়াও প্রশাসনিক দায়িত্ব সামলাতে হয় ৷ ফলে প্রত্যেকেরই অনেক দায়িত্ব, ব্যস্ততা রয়েছে ৷ তাই এই তিনজনের যদি আলাদা করে কোনও বৈঠক না হয়, তাহলে এই নিয়ে কোনও বিতর্ক থাকতে পারে না ৷

কিন্তু তার পরও প্রশ্ন উঠছে ৷ প্রশ্ন তুলছেন, পর্যবেক্ষকদের একাংশ ৷ রাজনৈতিক মহলের ওই অংশের বক্তব্য, এই প্রশ্ন উঠত না ৷ কিন্তু বৈঠকের পরই আলাদা করে প্রবল রাজনৈতিক প্রতিপক্ষ অমিত শাহকে আলাদা করে ডাকলেন মমতা ৷ অথচ ‘রাজনৈতিক-বন্ধু’ হেমন্ত ও তেজস্বীর সঙ্গে একান্তে কথা বললেন না ৷ কী হতে পারে এর কারণ ? তাহলে কি সিপিএম-কংগ্রেসের তোলা বিজেপি ও তৃণমূলের সেটিং-তত্ত্বই সত্যি ! উত্তর লুকিয়ে সময়ের গর্ভে ৷

আরও পড়ুন: নবান্নে অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠকে মমতা

কলকাতা, 17 ডিসেম্বর: শনিবার দুপুরে বিরল রাজনৈতিক মুহূর্তের সাক্ষী রইল বাংলা ৷ নবান্নের 14 তলায় একান্ত বৈঠক হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মধ্যে ৷ যা নিয়ে দুপুর থেকেই সরগরম বাংলার রাজনীতি ৷ আর এই বৈঠক ঘিরে যাবতীয় চর্চার মাঝে হারিয়ে গেল জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে মোদি বিরোধী শক্তি হিসেবে পরিচিত তিন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদের মধ্যে কী কথা হল, সেই বিষয়টি ৷

এই তিন রাজনৈতিক কুশীলবের মধ্যে একজন অবশ্যই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দ্বিতীয়জন ঝাড়খণ্ড মুক্তিমোর্চার (JMM) নেতা হেমন্ত সোরেন (Hemant Soren) ৷ আর তৃতীয়জন হলেন আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav) ৷ এঁদের মধ্যে কি এদিন আদৌ কোনও একান্ত বৈঠক হয়েছে ? এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন বাংলার শাসক দল বা রাজ্য প্রশাসন, কোনও মহল থেকেই স্পষ্ট কোনও উত্তর পাওয়া যায়নি ৷

এদিন নবান্ন সভাঘরে আয়োজন করা হয় পূর্বাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের বৈঠক (Eastern Zonal Council Meeting) ৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন ৷ পাশাপাশি ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং ওড়িশা সরকারের দুই মন্ত্রী ৷ ওই বৈঠক শেষে অতিথিরা মধ্যহ্নভোজন করেন ৷ তার পর মমতার আমন্ত্রণে সাড়া দিয়ে নবান্নের 14 তলায় যান অমিত শাহ ৷ সেখানে 17 মিনিট এই দুই নেতার মধ্যে কথা হয় ৷ পরে অমিত শাহকে নবান্নের গেট পর্যন্ত ছেড়ে দিয়ে যান মমতা ৷

অথচ এই অমিত শাহের বিরুদ্ধেই বিভিন্ন সময় রাজনৈতিক আক্রমণ করতে দেখা গিয়েছে মমতাকে ৷ কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে হেনস্তার যে অভিযোগ তিনি বারবার তোলেন, সেখানে তিনি বরাবর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অমিত শাহকেই ৷ এমনকী, সম্প্রতি বিধানসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) আসলে শাহর তুলনায় ভালো, এমন মত প্রকাশ করতেও দেখা গিয়েছে তাঁকে ৷

তবে মমতা একা নন, জাতীয় ক্ষেত্রে অনেক রাজনৈতিক দলই বিজেপি (BJP) ও মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্তার অভিযোগ তোলে ৷ বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়েরও ডাক দেয় ৷ সেই তালিকায় হেমন্ত ও তেজস্বীও আছেন ৷ স্বাভাবিক ভাবেই জাতীয় রাজনীতির সমমনোভাবাপন্ন এই রাজনীতিবিদরা একত্রিত হলে আলাদা করে কথা বলেন ৷ কিন্তু এদিন তা হয়নি বলেই খবর ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মমতা, হেমন্ত ও তেজস্বী - তিনজনকেই রাজনীতি ছাড়াও প্রশাসনিক দায়িত্ব সামলাতে হয় ৷ ফলে প্রত্যেকেরই অনেক দায়িত্ব, ব্যস্ততা রয়েছে ৷ তাই এই তিনজনের যদি আলাদা করে কোনও বৈঠক না হয়, তাহলে এই নিয়ে কোনও বিতর্ক থাকতে পারে না ৷

কিন্তু তার পরও প্রশ্ন উঠছে ৷ প্রশ্ন তুলছেন, পর্যবেক্ষকদের একাংশ ৷ রাজনৈতিক মহলের ওই অংশের বক্তব্য, এই প্রশ্ন উঠত না ৷ কিন্তু বৈঠকের পরই আলাদা করে প্রবল রাজনৈতিক প্রতিপক্ষ অমিত শাহকে আলাদা করে ডাকলেন মমতা ৷ অথচ ‘রাজনৈতিক-বন্ধু’ হেমন্ত ও তেজস্বীর সঙ্গে একান্তে কথা বললেন না ৷ কী হতে পারে এর কারণ ? তাহলে কি সিপিএম-কংগ্রেসের তোলা বিজেপি ও তৃণমূলের সেটিং-তত্ত্বই সত্যি ! উত্তর লুকিয়ে সময়ের গর্ভে ৷

আরও পড়ুন: নবান্নে অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠকে মমতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.