ETV Bharat / state

কে হবেন প্রধানমন্ত্রী ? বৈঠকে বসছেন মমতা ও চন্দ্রবাবু - mamata

BJP বিরোধী জোট তথা ইউনাইটেড ইন্ডিয়ার প্রধান মুখ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর নেতৃত্বেই BJP বিরোধী জোট একত্রিত হয়েছে । এই জোটের অন্যতম মুখ চন্দ্রবাবু নাইডুও । তৃণমূল শিবির মনে করছে তারা লোকসভায় ভালো ফল করলে প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, কে হবেন প্রধানমন্ত্রী তাই নিয়েই চন্দ্রবাবুর সঙ্গে আলোচনা করবেন মমতা ।

মমতা ও চন্দ্র বাবু
author img

By

Published : May 8, 2019, 2:13 AM IST

কলকাতা, 8 মে : ভোট পরবর্তী অঙ্ক নিয়ে অবশেষে বৈঠকে বসতে চলেছেন চন্দ্রবাবু নাইডু ও মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, প্রধানমন্ত্রীর মুখ কে হবেন তা নিয়ে আলোচনা করবেন তাঁরা । বৃহস্পতিবার খড়গপুরে হতে পারে বিশেষ এই বৈঠক । যদিও তার আগেই তৃণমূল প্রার্থীর সমর্থনে জেলার প্রচার কর্মসূচীতে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন দক্ষিণ ভারতের এই জনপ্রিয় নেতা ।

সম্প্রতি শেষ হল পঞ্চম দফার নির্বাচন । বিরোধীদের মতে এই নির্বাচন ফলাফলের পর আর ক্ষমতায় ফিরবে না নরেন্দ্র মোদি । এই ভাবনাকে সামনে রেখেই BJP বিরোধী রাজনৈতিক দলগুলি ভোটের ফলাফল কী হতে পারে তা নিয়ে শুরু করেছে চুলচেরা বিশ্লেষণ । সেরকমই একটি BJP বিরোধী জোট তথা ইউনাইটেড ইন্ডিয়ার প্রধান দুই মুখ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু । তাদের মধ্যেই হতে চলেছে এই বৈঠক । জানা গেছে, আঞ্চলিক দলগুলির সম্ভাবনা তৈরি হলে ইউনাইটেড ইন্ডিয়ার তরফ থেকে প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে আলোচনা হতে পারে । যদিও বিশেষ বৈঠকের আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে বেশ কয়েকটি কেন্দ্রে ভোট প্রচারে নামবেন চন্দ্রবাবু । আজ হলদিয়া ও লালগড়ের প্রচার সভায় যোগ দেবেন তিনি ।

জানা গেছে, তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী ও কাঁথি কেন্দ্রের শিশির অধিকারীর হয়ে প্রচার করবেন চন্দ্রবাবু । এছাড়াও লালগড়ের সভায় ঘাটালের প্রার্থী দীপক অধিকারীর (দেব) হয়ে প্রচার করবেন তিনি । বৃহস্পতিবার খড়গপুরে তৃণমূল প্রার্থী মানস ভুইঞাঁর হয়ে প্রচার সভায় যোগ দেবেন চন্দ্রবাবু । মানস ভুইঞাঁর নির্বাচনী কেন্দ্রে প্রচুর তেলুগু ভাষার মানুষ বসবাস করেন । তৃণমূলে ভোট দেওয়ার জন্য তাঁদের আহ্বান জানাবেন চন্দ্রবাবু । এই প্রচার সভা শেষ করে ওই দিনই মমতার সঙ্গে বৈঠক করবেন তিনি ।

প্রসঙ্গত, ইতিমধ্যেই 42 এ 42 আসন জয়ের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । রাজনৈতিক মহল মনে করছে, বিপুল সংখ্যক আসন যদি তৃণমূল কংগ্রেস পায় তাহলে প্রধানমন্ত্রী হওয়ার চাবি কাঠি থাকবে মমতার হাতে । যদিও তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁদের দলনেত্রীকেই প্রধানমন্ত্রীর আসনে দেখতে চায় । ফলে ভোট পরবর্তী অঙ্ক নিয়ে মমতা ও চন্দ্রবাবু নাইডুর বৃহস্পতিবারের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ ।

কলকাতা, 8 মে : ভোট পরবর্তী অঙ্ক নিয়ে অবশেষে বৈঠকে বসতে চলেছেন চন্দ্রবাবু নাইডু ও মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, প্রধানমন্ত্রীর মুখ কে হবেন তা নিয়ে আলোচনা করবেন তাঁরা । বৃহস্পতিবার খড়গপুরে হতে পারে বিশেষ এই বৈঠক । যদিও তার আগেই তৃণমূল প্রার্থীর সমর্থনে জেলার প্রচার কর্মসূচীতে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন দক্ষিণ ভারতের এই জনপ্রিয় নেতা ।

সম্প্রতি শেষ হল পঞ্চম দফার নির্বাচন । বিরোধীদের মতে এই নির্বাচন ফলাফলের পর আর ক্ষমতায় ফিরবে না নরেন্দ্র মোদি । এই ভাবনাকে সামনে রেখেই BJP বিরোধী রাজনৈতিক দলগুলি ভোটের ফলাফল কী হতে পারে তা নিয়ে শুরু করেছে চুলচেরা বিশ্লেষণ । সেরকমই একটি BJP বিরোধী জোট তথা ইউনাইটেড ইন্ডিয়ার প্রধান দুই মুখ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু । তাদের মধ্যেই হতে চলেছে এই বৈঠক । জানা গেছে, আঞ্চলিক দলগুলির সম্ভাবনা তৈরি হলে ইউনাইটেড ইন্ডিয়ার তরফ থেকে প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে আলোচনা হতে পারে । যদিও বিশেষ বৈঠকের আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে বেশ কয়েকটি কেন্দ্রে ভোট প্রচারে নামবেন চন্দ্রবাবু । আজ হলদিয়া ও লালগড়ের প্রচার সভায় যোগ দেবেন তিনি ।

জানা গেছে, তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী ও কাঁথি কেন্দ্রের শিশির অধিকারীর হয়ে প্রচার করবেন চন্দ্রবাবু । এছাড়াও লালগড়ের সভায় ঘাটালের প্রার্থী দীপক অধিকারীর (দেব) হয়ে প্রচার করবেন তিনি । বৃহস্পতিবার খড়গপুরে তৃণমূল প্রার্থী মানস ভুইঞাঁর হয়ে প্রচার সভায় যোগ দেবেন চন্দ্রবাবু । মানস ভুইঞাঁর নির্বাচনী কেন্দ্রে প্রচুর তেলুগু ভাষার মানুষ বসবাস করেন । তৃণমূলে ভোট দেওয়ার জন্য তাঁদের আহ্বান জানাবেন চন্দ্রবাবু । এই প্রচার সভা শেষ করে ওই দিনই মমতার সঙ্গে বৈঠক করবেন তিনি ।

প্রসঙ্গত, ইতিমধ্যেই 42 এ 42 আসন জয়ের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । রাজনৈতিক মহল মনে করছে, বিপুল সংখ্যক আসন যদি তৃণমূল কংগ্রেস পায় তাহলে প্রধানমন্ত্রী হওয়ার চাবি কাঠি থাকবে মমতার হাতে । যদিও তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁদের দলনেত্রীকেই প্রধানমন্ত্রীর আসনে দেখতে চায় । ফলে ভোট পরবর্তী অঙ্ক নিয়ে মমতা ও চন্দ্রবাবু নাইডুর বৃহস্পতিবারের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ ।

Intro:ভোট-পরবর্তী অংক নিয়ে অবশেষে বৈঠক করতে চলেছেন চন্দ্রবাবু নাইডু এবং মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত প্রধানমন্ত্রীর মুখ কে হবেন তা নিয়েই আলোচনার জোর সম্ভাবনা । আগামী বৃহস্পতিবার কলকাতায় হতে পারে বিশেষ এই বৈঠক। যদিও তার আগে আগামী কালই তৃণমূল প্রার্থীর সমর্থনে জেলার প্রচার কর্মসূচিতে ঝড় তুলতে প্রস্তুতি নিয়েছেন দক্ষিণ ভারতের এই জনপ্রিয় নেতা। Body:পঞ্চম দফা নির্বাচনের শেষে বিরোধী শক্তি মনে করছে আর ক্ষমতায় ফিরবে না নরেন্দ্রমোদি। এই ভাবনাকে সামনে রেখেই বিজেপি বিরোধী যুযুধান রাজনৈতিক ব‍্যক্তিত্বরা শুরু করে দিয়েছে ভোট পরবর্তী অঙ্ক নিয়ে চুল চেড়া বিশ্লেষণ । অবিজেপি জোট তথা ইউনাইটেড ইন্ডিয়া'র প্রধান দুই মুখ মমতা বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রবাবু নাইডু একপ্রস্থ বৈঠক সেরে নেবেন কলকাতায় । খুবই তাৎপর্যপূর্ণ বৈঠক হবে তেলেগু দেশম পার্টির প্রধান এবং তৃণমূল সুপ্রিমোর মধ্যে । জানা গেছে, আঞ্চলিক দলগুলির সম্ভাবনা তৈরি হলে ইউনাইটেড ইন্ডিয়া'র তরফ থেকে প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে আলোচনা হতে পারে। যদিও বিশেষ বৈঠকের আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে বেশ কয়েকটি কেন্দ্রে ভোট প্রচার চালাবেন চন্দ্রবাবু । আগামী কালই হলদিয়া এবং লালগড়ের প্রচার সভায় যোগ দেবেন তিনি। তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী
দীবেন্দু অধিকারী এবং কাথি কেন্দ্রের প্রার্থী শিশির অধিকারীর হয়ে প্রচার করবেন হলদিয়ার সভায় প্রচার করবেন চন্দ্রবাবু । এ লালগড়ের সভায় ঘাটালের প্রার্থী দীপক অধিকারীর (দেব) হয়ে প্রচার করবেন তিনি। এছাড়াও বৃহস্পতিবার খড়গপুরে তৃণমূল প্রার্থী মানস ভুঁইঞার হয়ে প্রচার সভায় যোগ দেবেন চন্দ্র বাবু। মানস ভুঁইঞার নির্বাচনী কেন্দ্রে প্রচুর তেলেগু ভাষার মানুষ বসবাস করেন । তৃণমূলে ভোট দেওয়ার জন্য তাঁদের কাছে বার্তা দেবেন তেলেগু দেশম পার্টি প্রধান । এই প্রচার সভা শেষ করে ওই দিনই কলকাতায় ফিরবেন চন্দ্রবাবু । ফিরেই মমতার সঙ্গে বৈঠক করবেন তিনি।
প্রসঙ্গত, ইতিমধ্যেই ৪২ এ ৪২ আসন জয়ের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল মনে করছেন, বিপুল সংখ্যক আসন যদি করায়ত্বে থাকে তাহলে প্রধানমন্ত্রী হওয়ার চাবি কাঠি থাকবে মমতার হাতে । যদিও তৃণমূলের কর্মী- সমর্থকেরা তাঁদের দলনেত্রীকেই প্রধানমন্ত্রীর আসনে দেখার অভিলাষ নিয়ে রয়েছে । ফলে ভোট পরবর্তী অঙ্ক নিয়ে মমতা ও চন্দ্রবাবু নাইডুর বৃহস্পতিবারের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.