ETV Bharat / state

WB New Election Commissioner: পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার নাম নিয়ে জল্পনা, এখনও মেলেনি রাজভবনের সম্মতি

রাজ্যের বর্তমান নির্বাচন কমিশনার পদে থাকা সৌরভ দাসের মেয়াদ শেষ হচ্ছে 31 মে ৷ সেই পদে রাজীব সিনহাকে বসাতে চায় রাজ্য ৷ যদিও রাজভবনের তরফে এখনও সম্মতি মেলেনি ৷

author img

By

Published : May 21, 2023, 6:00 PM IST

ETV Bharat
ফাইল ছবি

কলকাতা, 21 মে: আর কয়েকটি দিন বাকি, তারপরেই মেয়াদ শেষ হতে চলেছে রাজ্যের বর্তমান নির্বাচন কমিশনার সৌরভ দাসের । সম্ভবত, 31 মে তাঁর জায়গায় দায়িত্ব নেবেন নয়া নির্বাচন কমিশনার ৷ কারণ ওই দিনই হতে চলেছে নির্বাচন কমিশনার পদে সৌরভ দাসের শেষ দিন । উল্লেখ্য, বর্তমান নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হয়েছিল আগেই, 31 মার্চ । তারপরেই রাজ্য সরকারের তরফ থেকে তাঁর কার্যকালের মেয়াদ দু'মাস বৃদ্ধি করা হয়েছিল । আইনে আর তাঁর মেয়াদ বৃদ্ধির অবকাশ নেই ।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে একটি নাম রাজভবনে পাঠানো হয়েছে পরবর্তী নির্বাচন কমিশনার পদের জন্য । সূত্রের খবর, যাঁর নাম পাঠানো হয়েছে তিনি অতীতে রাজ্যের মুখ্যসচিব এবং প্রাক্তন স্বাস্থ্যসচিবের দায়িত্ব সামলেছেন । তিনি হলেন রাজীব সিনহা ৷ তাঁকেই এবার এই গুরুদায়িত্ব দিতে চায় রাজ্য সরকার । যদিও তাঁর নামে এখনও চূড়ান্ত সিলমোহর দেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস । নিয়ম অনুযায়ী, বিদায়ী নির্বাচন কমিশনার পদ ছাড়ার সাত দিন আগে নতুন নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করতে হয় । সেই নিরিখে এই পদে নতুন নাম ঘোষণার শেষ দিন হল 24 মে ৷

সূত্রের খবর, এখনও নতুন নির্বাচন কমিশনারের নামে সিলমোহর দেননি রাজ্যপাল । প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে রাজভবনে বিবেচনাধীন রয়েছে । এক্ষেত্রে রাজ্যপাল যদি তাঁর নামে অনুমোদন দেন সে ক্ষেত্রে তিনিই হতে পারেন পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার । সেক্ষেত্রে তাঁর নেতৃত্বে আগামী পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ এখন রাজ্য শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের দায়িত্ব রয়েছেন রাজীব সিনহা । যতদূর জানা যাচ্ছে, বর্তমান রাজ্য নির্বাচন কমিশনারের মেয়াদ শেষের 7 দিন আগেই নিয়ম মেনে রাজ্য সরকারের তরফ থেকে নতুন নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করা হতে পারে ।

আরও পড়ুন: মঙ্গলে মমতা, বুধে উদ্ধবের সাক্ষাতপ্রার্থী কেজরিওয়াল

তবে রাজ্যের পাঠানো নামে এখনও মঞ্জুরি দেওয়া হয়নি রাজ্যপালের তরফে । রাজভবন সূত্রে জানা গিয়েছে, আইনি জটে নতুন নির্বাচন কমিশনারের নিয়োগের বিষয়টি আটকে রয়েছে । রাজ্যপাল এদিকে তাঁর মতো করে বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছেন । ঠিক কী বিষয় নিয়ে জটিলতা তা অবশ্য প্রশাসনিক স্তর বা রাজভবন থেকে স্পষ্টভাবে জানানো হয়নি । ফলে নতুন রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে আসা যায়নি । তাই অপেক্ষায় রয়েছে নবান্ন, কারণ রাজ্যের হাতে সময় কম । আইন অনুসারে বর্তমান রাজ্য নির্বাচন কমিশনারের ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধির আর অবকাশ নেই । সে ক্ষেত্রে দ্রুত যদি রাজ্যপাল নয়া রাজ্য নির্বাচন কমিশনারের নামে সিলমোহর না দেন সেক্ষেত্রে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে । এখন দেখার আগামী দিনে কোন পথে এগোয় বিষয়টি ।

কলকাতা, 21 মে: আর কয়েকটি দিন বাকি, তারপরেই মেয়াদ শেষ হতে চলেছে রাজ্যের বর্তমান নির্বাচন কমিশনার সৌরভ দাসের । সম্ভবত, 31 মে তাঁর জায়গায় দায়িত্ব নেবেন নয়া নির্বাচন কমিশনার ৷ কারণ ওই দিনই হতে চলেছে নির্বাচন কমিশনার পদে সৌরভ দাসের শেষ দিন । উল্লেখ্য, বর্তমান নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হয়েছিল আগেই, 31 মার্চ । তারপরেই রাজ্য সরকারের তরফ থেকে তাঁর কার্যকালের মেয়াদ দু'মাস বৃদ্ধি করা হয়েছিল । আইনে আর তাঁর মেয়াদ বৃদ্ধির অবকাশ নেই ।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে একটি নাম রাজভবনে পাঠানো হয়েছে পরবর্তী নির্বাচন কমিশনার পদের জন্য । সূত্রের খবর, যাঁর নাম পাঠানো হয়েছে তিনি অতীতে রাজ্যের মুখ্যসচিব এবং প্রাক্তন স্বাস্থ্যসচিবের দায়িত্ব সামলেছেন । তিনি হলেন রাজীব সিনহা ৷ তাঁকেই এবার এই গুরুদায়িত্ব দিতে চায় রাজ্য সরকার । যদিও তাঁর নামে এখনও চূড়ান্ত সিলমোহর দেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস । নিয়ম অনুযায়ী, বিদায়ী নির্বাচন কমিশনার পদ ছাড়ার সাত দিন আগে নতুন নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করতে হয় । সেই নিরিখে এই পদে নতুন নাম ঘোষণার শেষ দিন হল 24 মে ৷

সূত্রের খবর, এখনও নতুন নির্বাচন কমিশনারের নামে সিলমোহর দেননি রাজ্যপাল । প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে রাজভবনে বিবেচনাধীন রয়েছে । এক্ষেত্রে রাজ্যপাল যদি তাঁর নামে অনুমোদন দেন সে ক্ষেত্রে তিনিই হতে পারেন পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার । সেক্ষেত্রে তাঁর নেতৃত্বে আগামী পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ এখন রাজ্য শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের দায়িত্ব রয়েছেন রাজীব সিনহা । যতদূর জানা যাচ্ছে, বর্তমান রাজ্য নির্বাচন কমিশনারের মেয়াদ শেষের 7 দিন আগেই নিয়ম মেনে রাজ্য সরকারের তরফ থেকে নতুন নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করা হতে পারে ।

আরও পড়ুন: মঙ্গলে মমতা, বুধে উদ্ধবের সাক্ষাতপ্রার্থী কেজরিওয়াল

তবে রাজ্যের পাঠানো নামে এখনও মঞ্জুরি দেওয়া হয়নি রাজ্যপালের তরফে । রাজভবন সূত্রে জানা গিয়েছে, আইনি জটে নতুন নির্বাচন কমিশনারের নিয়োগের বিষয়টি আটকে রয়েছে । রাজ্যপাল এদিকে তাঁর মতো করে বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছেন । ঠিক কী বিষয় নিয়ে জটিলতা তা অবশ্য প্রশাসনিক স্তর বা রাজভবন থেকে স্পষ্টভাবে জানানো হয়নি । ফলে নতুন রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে আসা যায়নি । তাই অপেক্ষায় রয়েছে নবান্ন, কারণ রাজ্যের হাতে সময় কম । আইন অনুসারে বর্তমান রাজ্য নির্বাচন কমিশনারের ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধির আর অবকাশ নেই । সে ক্ষেত্রে দ্রুত যদি রাজ্যপাল নয়া রাজ্য নির্বাচন কমিশনারের নামে সিলমোহর না দেন সেক্ষেত্রে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে । এখন দেখার আগামী দিনে কোন পথে এগোয় বিষয়টি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.