কলকাতা, 24 জুন : রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে । এই পরিস্থিতিতে আজ নবান্নে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্ন সভাঘরে দুপুর তিনটেয় এই বৈঠক হবে ৷
আজকের এই বৈঠকে সব দলের প্রতিনিধিরাই উপস্থিত থাকবেন বলে খবর ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, তৃণমূলের তরফে উপস্থিত থাকবেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ BJP-র তরফে থাকবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ও বিধায়ক মনোজ টিজ্ঞা ৷
কংগ্রেসের তরফে থাকবেন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, বিধায়ক অসিত মিত্র ৷ এছাড়াও এই বৈঠকে থাকবেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও সুজন চক্রবর্তী ৷ ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় ও CPI-এর তরফে থাকবেন স্বপন বন্দ্যোপাধ্যায় ।
সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী বিরোধী দলগুলিকে ফোন করে আমন্ত্রণ জানিয়েছিলেন ৷ তাঁর আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত থাকার কথা জানিয়েছিল বাম ও কংগ্রেস ৷ সম্মতি জানিয়েছিলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষও ৷
প্রথমে সর্বদলীয় বৈঠকটি বিধানসভায় হওয়ার কথা ছিল ৷ কিন্তু, বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক কোরোনা আক্রান্ত হওয়ায় বৈঠকের স্থান পরিবর্তন করা হয় ৷