কলকাতা, 19 জুলাই: রাজ্যের কারা কারা লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করতে পারে সেই সংক্রান্ত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট(who can use red beacon car calcutta high court asked for state report)। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মঙ্গলবার এ ব্যাপারে রিপোর্ট পেশের নির্দেশ থাকলেও রাজ্য সরকার তা দিতে পারেনি । তাই রাজ্যকে ফের 1 অগস্টের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট ।
উল্লেখ্য, তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে কলকাতায় আসতে দেখা গিয়েছিল লালবাতি লাগানো গাড়ি চড়ে । সেই নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল । সেই বিতর্কের পর আইনজীবী তথা বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি কলকাতা হাইকোর্টে অনুব্রত মণ্ডলের আদৌ গাড়িতে লালবাতি লাগানোর অনুমতি আছে কি না, তা জানতে চেয়ে একটি মামলা করেন ৷ তারপরই হাইকোর্টের তরফে এ ব্যাপারে রাজ্যের কাছে রিপোর্ট চাওয়া হয় । কিন্তু রাজ্য এখনও আদালতে সেই রিপোর্ট পেশ করতে পারেনি ।
আরও পড়ুন : অনুব্রতর গাড়িতে লালবাতি ব্যবহারের অনুমতি নেই, জানালেন ফিরহাদ
যদিও এই বিষয়ে অনুব্রত মণ্ডলের আইনজীবীর দাবি, বীরভূম জেলা সভাপতি এখন আর লালবাতি লাগানো গাড়ি চড়েন না । গত বছর ভুয়ো আইএএস পরিচয় দিয়ে লালবাতি লাগানো গাড়ি চড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় জালিয়াতির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ । সেই ঘটনার পর ও লালবাতি লাগানো গাড়ি কারা চালাতে পারে পুলিশের তরফে সেই নির্দেশিকাও দেওয়া হয় । তা সত্ত্বেও লালবাতি লাগানো গাড়ি চালিয়ে রাজ্যের বিভিন্ন নেতা-মন্ত্রীদের ঘুরতে দেখা যায় ৷ এই অভিযোগ নিয়েই দায়ের হয় লালবাতি সংক্রান্ত এই জনস্বার্থ মামলা ।
আরও পড়ুন : অনুব্রতর গাড়িতে এখনও লালবাতি কেন ? জনস্বার্থ মামলা হাইকোর্টে
রাজ্যে মূলত দু’রকমের লালবাতির গাড়ি আছে । একটি ফ্ল্যাশ যুক্ত আর অন্যটি ফ্ল্যাশ ছাড়া লালবাতির গাড়ি । ফ্ল্যাশ যুক্ত লালবাতির গাড়ি ব্যবহার করতে পারেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, হাইকোর্টের প্রধান বিচারপতি, বিধানসভার অধ্যক্ষ, রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রী, বিধানসভার বিরোধী দলনেতা, হাইকোর্টের বিচারপতি । কিন্তু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লালবাতির গাড়ি ব্যবহার করেন না ।
অন্যদিকে, ফ্ল্যাশ ছাড়া লালবাতির গাড়ি চড়ার অধিকারী রাজ্য সরকারের প্রতিমন্ত্রী, বিধানসভার ডেপুটি স্পিকার, কলকাতা পৌরনিগমের মেয়র, রাজ্য সরকারের মুখ্যসচিব । এর মধ্যে অনুব্রত মণ্ডল কোনওভাবেই লালবাতি লাগানো গাড়িতে চড়ার অধিকারী নন ।
আরও পড়ুন : আইন ভেঙে পরেশের গাড়িতে লালবাতি, অভিযোগ অস্বীকার মন্ত্রীর