কলকাতা, 13 জুন: রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন, আর কারা পারবেন না, সেই নিয়ে একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন । অর্থাৎ কী কী যোগ্যতা থাকতে হবে প্রার্থীদের, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে সেই নির্দেশিকায় ৷
জেলাগুলিতে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি একেবারে তুঙ্গে । শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পত্র জমা নেওয়া । চলছে মনোনয়নপত্রগুলি ঝাড়াই বাছাইয়ের কাজ । কারা প্রার্থী হিসেবে মনোনীত হতে পারবেন, তা নিয়ে এ বার একটি লম্বা নির্দেশিকা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে । কমিশনের পক্ষ থেকে সমস্ত জেলার জেলাশাসকদের এবং পঞ্চায়েত আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে সেই নির্দেশিকা । কারা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারবেন এবং কারা হতে পারবেন না, তা নির্দেশিকায় সুস্পষ্ট করে উল্লেখ করা হয়েছে ।
বিজ্ঞপ্তি অনুসারে যাঁরা প্রার্থী হতে পারবেন:
অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা
আশা কর্মী
স্কুলের শিক্ষক-শিক্ষিকা
প্যারা টিচার
সিভিল ডিফেন্স ভলান্টিয়ার
জিআরপি/ ভিআরপি
জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান
কমিউনিটি সার্ভিস প্রোভাইডার
শিশু শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা
চাইল্ড লেবার স্কুলের উপদেষ্টা
কমিউনিটি হেলথ গাইড
জেলা মহকুমা পরিষদ/ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের কন্ট্রাকটর
পিডব্লিউডি ও অন্যান্য সরকারি দফতরের কন্ট্রাকটর
রাজ্য সরকারের অধীনে থাকা ইলেকট্রিসিটি দফতরের কর্মচারীরা
সরকারি বা পঞ্চায়েতের অধীনে থাকা ট্যাক্স ডিফল্টাররা
শিশু শিক্ষা সহায়ক কেন্দ্রগুলির কর্মীরা
সরকারি সহায়তাপ্রাপ্ত কলেজগুলির অধ্যাপক, সহকারী অধ্যাপক, লেকচারার, গেস্ট লেকচারার এবং রিডার
পৌরসভা ও পৌরনিগমের কর্মীরা
বেয়ার ফুড টেকনিশিয়ানস
সংঘ আনন্দধারা ও এনআরএলএম-এর অফিস বেয়ারাররা
আরও পড়ুন: রানিগঞ্জে অগ্নিমিত্রা কনুয়ের খোঁচা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, ভাঙড়ে উত্তেজনা, নন্দীগ্রামে শুভেন্দুর নেতৃত্বে মিছিল
পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারবেন না:
পঞ্চায়েত ট্যাক্স কালেকটর
পিআরআই-এর অন্তর্গত চুক্তিভিত্তিক কর্মীরা
এমআর ডিলার
হোম গার্ড
সিভিক ভলান্টিয়ার
গ্রাম রোজগার সেবক
ভিলেজ লেভেল এন্টারপ্রেনিয়ার
শিক্ষা বন্ধু
এএনএমআই ওয়ান এএনএমআই টু
ইয়ুথ ভলান্টিয়ার
ব্লক লেভেল ফেসিলিটেটর
কন্ট্রাকচুয়াল মেডিক্যাল অফিসার
এনএইচএম-এর কর্মীরা
গ্রাম পঞ্চায়েত কম্পিউটারাইজড অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট
রাজ্য সরকারের অধীনে থাকা গ্রুপ ডি কর্মীরা
ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুলের চেয়ারম্যান
বঙ্গ সাহিত্য কেন্দ্রগুলির অধীনে থাকার ডেটা অপারেটররা