ETV Bharat / state

Abhishek Banerjee Slams Governor: বিজেপি রাজভবন অভিযান করলে পুলিশে অভিযোগ করেন না রাজ্যপাল, কটাক্ষ অভিষেকের - তৃণমূল কংগ্রেস

রবিবার ছিল তৃণমূল কংগ্রেসের ধরনা কর্মসূচির চতুর্থ দিন। আর এদিনই উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অথচ এদিন সকাল থেকেই কখনও মদন মিত্র, ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই তল্লাশি আবার কখনও রাজভবনের চত্বরে 144 ধারা ভেঙে সংবাদ শিরোনামে এসেছে। এদিন দিনের শেষে বক্তব্য রাখতে গিয়েই সব কিছু নিয়েই মুখ খুলেছেন অভিষেক।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 10:59 PM IST

কলকাতা, 8 অক্টোবর: দিনভর 144 ধারা ভেঙে রাজভবনের সামনে ধরনা নিয়ে বিতর্ক হয়েছে। কুণাল ঘোষ থেকে শুরু করে অন্যান্য তৃণমূল নেতৃত্ব জবাব দিলেও এই বিষয়ে চুপ ছিলেন অভিষেক। দিনের শেষে নীরবতা ভেঙে তারিখ ধরে ধরে বিজেপি নেতৃত্বের 144 ধারা লঙ্ঘন করে মিছিল করে রাজভবনে আসা থেকে শুরু করে একাধিক কর্মসূচির উদাহরণ তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

রবিবার ছিল তৃণমূল কংগ্রেসের ধরনা কর্মসূচির চতুর্থ দিন। আর এদিনই উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অথচ এদিন সকাল থেকেই কখনও মদন মিত্র, ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই তল্লাশি আবার কখনও রাজভবনের চত্বরে 144 ধারা ভেঙে সংবাদ শিরোনামে এসেছে। এদিন দিনের শেষে বক্তব্য রাখতে গিয়েই সব কিছু নিয়েই মুখ খুলেছেন অভিষেক। একইসঙ্গে দিনভর নানা টানা পড়ে নিয়ে দিয়েছেন জবাবও। এদিন ধরনা কর্মসূচির শেষ বক্তা ছিলেন অভিষেক। আর সেখানেই করা জবাব দিয়েছেন অভিষেক।

এদিন অভিষেক 144 ধারা লঙ্ঘন করে ধরনা নিয়ে জবাব দিতে গিয়ে বলেন, "বিজেপি নেতারা যখন রাজ্যপালের সঙ্গে বৈঠকের নাম করে রাজভবনের উঠোনে বা লনে বৈঠক করেন বা জনসভা করেন, তখন তার মনুষত্ব, দায়িত্ব, সংবেদনশীলতা এবং গণতন্ত্রের প্রতি আনুগত্য কোথায় থাকে ? 2021 থেকে 23 বার মিছিল করে বিজেপির প্রতিনিধিরা রাজভবনে এসেছে তখন কি 144 ধারা লঙ্ঘন হয়নি ?" এদিন রাজ্যপালের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন, "10 অগস্ট 2021 সালে বিজেপির প্রতিনিধিরা পায়ে হেঁটে রাজভবন এসেছিল। তখন রাজ্যপাল পুলিশকে চিঠি দেননি কেন ? একইভাবে 12 জুলাই, 10 অক্টোবর 2022 মিছিল করা হয়েছিল, তখন কেন চিঠি দেওয়া হয়নি ?"

অভিষেক বলেন, "আপনি তো বিজেপির রাজ্য পাল নন। আপনি বাংলার রাজ্যপাল, বাংলার প্রতি আপনার দায়বদ্ধতা থাকা উচিত। সাতটা তারিখ আমি উল্লেখ করলাম যখন বিজেপির কর্মী প্রতিনিধিরা 144 লঙ্ঘন করে মিছিল করে রাজভবনের বাইরে 100 জনকে নিয়ে সাংবাদিক বৈঠক করে, তখন রাজ্যপাল হিসেবে আপনার দায়িত্ব-কর্তব্য কোথায় ছিল !" অভিষেক আরও বলেন, "তৃণমূল কংগ্রেস মানুষের হয়ে লড়াই করছে বলে আপনাদের এত গাত্রদাহ। দিল্লিতে সভা করার অনুমতি দেবেন না। মন্ত্রীর অফিসে গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। মিছিল মিটিং-এর অনুমতি নেই। প্রধানমন্ত্রী চারদিন অন্তর ভাষণ দেন আর ট্রেন উদ্বোধন করেন সেই ট্রেনে গরিব মানুষের যাওয়ার অধিকার নেই। এটাই আপনাদের গরিবদের প্রতি প্রকৃত ভাবনা।"

আরও পড়ুন: কলকাতায় পা দিয়েই তৃণমূলের প্রতিনিধিদের ডেকে পাঠালেন রাজ্যপাল, সোমবার বিকেলে বৈঠক

এদিন অভিষেক রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ৷ তিনি বলেন, "ধরনা কর্মসূচির চার দিন হয়ে গেল। রাজ্যপাল আমাদের প্রতিনিধির সঙ্গে দেখা করতে দার্জিলিং-এ ডেকেছিল। আমাদের তিনজন প্রতিনিধি তার সঙ্গে দেখা করেছেন ৷ এরপর 24 ঘন্টা হয়ে গিয়েছে তারপরও কোনও সদর্থক উত্তর আমরা কিন্তু রাজ্যপালের কাছ থেকে পাইনি। রাজ্যপাল আজ ফিরছেন আপনাদের নাকি সময় দিয়েছেন ৷"

কলকাতা, 8 অক্টোবর: দিনভর 144 ধারা ভেঙে রাজভবনের সামনে ধরনা নিয়ে বিতর্ক হয়েছে। কুণাল ঘোষ থেকে শুরু করে অন্যান্য তৃণমূল নেতৃত্ব জবাব দিলেও এই বিষয়ে চুপ ছিলেন অভিষেক। দিনের শেষে নীরবতা ভেঙে তারিখ ধরে ধরে বিজেপি নেতৃত্বের 144 ধারা লঙ্ঘন করে মিছিল করে রাজভবনে আসা থেকে শুরু করে একাধিক কর্মসূচির উদাহরণ তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

রবিবার ছিল তৃণমূল কংগ্রেসের ধরনা কর্মসূচির চতুর্থ দিন। আর এদিনই উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অথচ এদিন সকাল থেকেই কখনও মদন মিত্র, ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই তল্লাশি আবার কখনও রাজভবনের চত্বরে 144 ধারা ভেঙে সংবাদ শিরোনামে এসেছে। এদিন দিনের শেষে বক্তব্য রাখতে গিয়েই সব কিছু নিয়েই মুখ খুলেছেন অভিষেক। একইসঙ্গে দিনভর নানা টানা পড়ে নিয়ে দিয়েছেন জবাবও। এদিন ধরনা কর্মসূচির শেষ বক্তা ছিলেন অভিষেক। আর সেখানেই করা জবাব দিয়েছেন অভিষেক।

এদিন অভিষেক 144 ধারা লঙ্ঘন করে ধরনা নিয়ে জবাব দিতে গিয়ে বলেন, "বিজেপি নেতারা যখন রাজ্যপালের সঙ্গে বৈঠকের নাম করে রাজভবনের উঠোনে বা লনে বৈঠক করেন বা জনসভা করেন, তখন তার মনুষত্ব, দায়িত্ব, সংবেদনশীলতা এবং গণতন্ত্রের প্রতি আনুগত্য কোথায় থাকে ? 2021 থেকে 23 বার মিছিল করে বিজেপির প্রতিনিধিরা রাজভবনে এসেছে তখন কি 144 ধারা লঙ্ঘন হয়নি ?" এদিন রাজ্যপালের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন, "10 অগস্ট 2021 সালে বিজেপির প্রতিনিধিরা পায়ে হেঁটে রাজভবন এসেছিল। তখন রাজ্যপাল পুলিশকে চিঠি দেননি কেন ? একইভাবে 12 জুলাই, 10 অক্টোবর 2022 মিছিল করা হয়েছিল, তখন কেন চিঠি দেওয়া হয়নি ?"

অভিষেক বলেন, "আপনি তো বিজেপির রাজ্য পাল নন। আপনি বাংলার রাজ্যপাল, বাংলার প্রতি আপনার দায়বদ্ধতা থাকা উচিত। সাতটা তারিখ আমি উল্লেখ করলাম যখন বিজেপির কর্মী প্রতিনিধিরা 144 লঙ্ঘন করে মিছিল করে রাজভবনের বাইরে 100 জনকে নিয়ে সাংবাদিক বৈঠক করে, তখন রাজ্যপাল হিসেবে আপনার দায়িত্ব-কর্তব্য কোথায় ছিল !" অভিষেক আরও বলেন, "তৃণমূল কংগ্রেস মানুষের হয়ে লড়াই করছে বলে আপনাদের এত গাত্রদাহ। দিল্লিতে সভা করার অনুমতি দেবেন না। মন্ত্রীর অফিসে গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। মিছিল মিটিং-এর অনুমতি নেই। প্রধানমন্ত্রী চারদিন অন্তর ভাষণ দেন আর ট্রেন উদ্বোধন করেন সেই ট্রেনে গরিব মানুষের যাওয়ার অধিকার নেই। এটাই আপনাদের গরিবদের প্রতি প্রকৃত ভাবনা।"

আরও পড়ুন: কলকাতায় পা দিয়েই তৃণমূলের প্রতিনিধিদের ডেকে পাঠালেন রাজ্যপাল, সোমবার বিকেলে বৈঠক

এদিন অভিষেক রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ৷ তিনি বলেন, "ধরনা কর্মসূচির চার দিন হয়ে গেল। রাজ্যপাল আমাদের প্রতিনিধির সঙ্গে দেখা করতে দার্জিলিং-এ ডেকেছিল। আমাদের তিনজন প্রতিনিধি তার সঙ্গে দেখা করেছেন ৷ এরপর 24 ঘন্টা হয়ে গিয়েছে তারপরও কোনও সদর্থক উত্তর আমরা কিন্তু রাজ্যপালের কাছ থেকে পাইনি। রাজ্যপাল আজ ফিরছেন আপনাদের নাকি সময় দিয়েছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.