ETV Bharat / state

লাইভ আপডেট : বাঁকুড়া পৌঁছাল শ্রমিক স্পেশাল ট্রেন - লকডাউন

coronavirus
coronavirus
author img

By

Published : May 12, 2020, 7:45 AM IST

Updated : May 12, 2020, 10:40 AM IST

10:06 May 12

কলকাতা, 12 মে : লকডাউনের আজ 49 দিন । দিন যত এগোচ্ছে ততই রাজ্যে জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • কর্নাটকের ব্যাঙ্গালুরু থেকে বাঁকুড়া পৌঁছাল শ্রমিক স্পেশাল ট্রেন ৷

10:06 May 12

  • উত্তর দিনাজপুরে এখন পর্যন্ত কোরোনা আক্রান্ত তিনজন ৷

10:06 May 12

  • মালদা মেডিকেলে আরও ছয়জন কোরোনা আক্রান্ত ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 19 জন ৷

10:06 May 12

  • কোরোনায় আক্রান্ত হাওড়া পৌরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ সদস্য ও তাঁর স্ত্রী৷

07:39 May 12

  • উপসর্গহীন আরও এক কোরোনা আক্রান্ত প্রসূতির খোঁজ মিলেছে চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতালে৷ সূত্রের খবর, এনিয়ে সেখানে এখনও পর্যন্ত মোট ছয়জন প্রসূতি কোরোনায় আক্রান্ত বলে খোঁজ পাওয়া গেছে ৷ এঁদের মধ্যে চারজনের শরীরে উপসর্গ ছিল না ৷

07:39 May 12

  • সল্টলেকের একটি বেসরকারি হাসপাতাল থেকে ছয় কোরোনামুক্তকে ছুটি দেওয়া হয়েছে ৷

07:39 May 12

coronavirus
বেলেঘাট আইডি হাসপাতাল
  • গতকাল বেলেঘাটা আইডি হাসপাতালে 14 জন সুস্থ হয়েছেন ৷ তাঁদের ছুটি দেওয়া হয়েছে ৷ তাঁদের মধ্যে চারজন চিকিৎসক ও কয়েকজন নার্স রয়েছেন ৷

07:10 May 12

একনজরে রাজ্যের কোরোনা পরিস্থিতি....

coronavirus
NRS মেডিকেল কলেজ হাসপাতাল
  • NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে আরেকজন নার্সের শরীরে কোরোনা সংক্রমণ পাওয়া গেছে ৷ সেই সঙ্গে হাসপাতালের দুই রোগীর শরীরেও কোরোনা সংক্রমণ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর ৷

10:06 May 12

কলকাতা, 12 মে : লকডাউনের আজ 49 দিন । দিন যত এগোচ্ছে ততই রাজ্যে জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • কর্নাটকের ব্যাঙ্গালুরু থেকে বাঁকুড়া পৌঁছাল শ্রমিক স্পেশাল ট্রেন ৷

10:06 May 12

  • উত্তর দিনাজপুরে এখন পর্যন্ত কোরোনা আক্রান্ত তিনজন ৷

10:06 May 12

  • মালদা মেডিকেলে আরও ছয়জন কোরোনা আক্রান্ত ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 19 জন ৷

10:06 May 12

  • কোরোনায় আক্রান্ত হাওড়া পৌরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ সদস্য ও তাঁর স্ত্রী৷

07:39 May 12

  • উপসর্গহীন আরও এক কোরোনা আক্রান্ত প্রসূতির খোঁজ মিলেছে চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতালে৷ সূত্রের খবর, এনিয়ে সেখানে এখনও পর্যন্ত মোট ছয়জন প্রসূতি কোরোনায় আক্রান্ত বলে খোঁজ পাওয়া গেছে ৷ এঁদের মধ্যে চারজনের শরীরে উপসর্গ ছিল না ৷

07:39 May 12

  • সল্টলেকের একটি বেসরকারি হাসপাতাল থেকে ছয় কোরোনামুক্তকে ছুটি দেওয়া হয়েছে ৷

07:39 May 12

coronavirus
বেলেঘাট আইডি হাসপাতাল
  • গতকাল বেলেঘাটা আইডি হাসপাতালে 14 জন সুস্থ হয়েছেন ৷ তাঁদের ছুটি দেওয়া হয়েছে ৷ তাঁদের মধ্যে চারজন চিকিৎসক ও কয়েকজন নার্স রয়েছেন ৷

07:10 May 12

একনজরে রাজ্যের কোরোনা পরিস্থিতি....

coronavirus
NRS মেডিকেল কলেজ হাসপাতাল
  • NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে আরেকজন নার্সের শরীরে কোরোনা সংক্রমণ পাওয়া গেছে ৷ সেই সঙ্গে হাসপাতালের দুই রোগীর শরীরেও কোরোনা সংক্রমণ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর ৷
Last Updated : May 12, 2020, 10:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.