ETV Bharat / state

হাসপাতাল থেকে ছুটি পেলেন কোরোনায় আক্রান্তের মা-বাবা, গাড়ি চালক ও পরিচারিকাদের রিপোর্টও নেগেটিভ - কোরোনাভাইরাসের চিকিৎসা

হাসপাতাল থেকে ছাড়া পেল রাজ্যের প্রথম কোরোনায় আক্রান্ত যুবকের পরিবার ৷ মা-বাবা সহ দুই গাড়ি চালক ও দুই পরিচারিকা COVID-19 -এ আক্রান্ত নন ৷

corona-virus
COVID-19
author img

By

Published : Mar 19, 2020, 4:36 AM IST

Updated : Mar 19, 2020, 6:04 AM IST

কলকাতা, ১৯ মার্চ: হাসপাতাল থেকে ছাড়া পেল রাজ্যে প্রথম কোরোনা আক্রান্তের পরিবার ৷ COVID-19-এ আক্রান্ত যুবকের মা-বাবা, দুই গাড়ি চালক এবং দুই পরিচারিকাকে বেলেঘাটা জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল ৷ সোয়াব নমুনার রিপোর্ট নেগেটিভ আসায় বুধবার রাতে কোরোনা আক্রান্তের মা-বাবা ও দুই ড্রাইভারকে ছেড়ে দেওয়া হয় ৷ শেষ পাওয়া খবর পর্যন্ত দুই পরিচারিকা এখনও আইসোলেশন ওয়ার্ডে রয়েছে ৷ তবে স্বস্তির খবর এই যে তাদের রিপোর্টও নেগেটিভ এসেছে ৷

গত মঙ্গলবার এই রাজ্যে প্রথম COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া যায় ৷ জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার বাসিন্দা ওই কোরোনা আক্রান্তের বয়স ১৮ বছর । ওই যুবক লন্ডনের ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের পড়ুয়া । গত ১৫ মার্চ তিনি লন্ডন থেকে কলকাতায় ফেরেন । তার মা এই রাজ্যের একজন আমলা । আক্রান্তের বাবা পেশায় চিকিৎসক । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত ১৫ মার্চ লন্ডন থেকে কলকাতায় যুবকটি ফিরলে থার্মাল স্ক্যানিংয়ের পরে কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে বেলেঘাটার এই হাসপাতালে যাওয়ার কথা বলা হয়েছিল । যদিও যুবকের মা ছেলেকে একদিন বাড়িতে একদিন রাখার পর বেলেঘাটার হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলেন । সোমবার প্রথমে ওই যুবককে নিয়ে যাওয়া হয় টালিগঞ্জের MR বাঙুর হাসপাতালে । সেখানে এক চিকিৎসক এবং তাঁর সহযোগী স্বাস্থ্য পরীক্ষা করে ওই যুবককে বেলেঘাটা ID হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন । এরপর গত মঙ্গলবার সকালে ওই যুবককে নিয়ে তাঁর মা বেলেঘাটার হাসপাতালে যান । যুবকের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায় মঙ্গলবার রাতে । রিপোর্টে জানা যায় ওই যুবক COVID-19-এ আক্রান্ত । তারপর থেকে বেলেঘাটার ID হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে যুবকের চিকিৎসা চলছে । শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল । খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

COVID-19-এ আক্রান্ত যুবকের মা-বাবা, গাড়ির দুই চালক ও দুই পরিচারিকাকে মঙ্গলবার বেলেঘাটা ID হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বুধবার দুপুরে তাঁদের সকলের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়। এদিন সন্ধ্যার পরে জানা যায়, কোরোনায় আক্রান্ত যুবকের মা-বাবা এবং তাঁদের গাড়ির দুই চালকের সোয়াব নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ । অর্থাৎ, তাঁরা কেউ COVID-19-এ আক্রান্ত নন । যদিও চিকিৎসকরা জানিয়েছেন, অনেক সময় শুরুর দিকে সংক্রমণ ধরা না পড়লেও, পরে সংক্রমণ ধরা পড়তে পারে।

আক্রান্ত যুবকের মা-বাবা এবং তাঁদের গাড়ির দুই চালকের সোয়াবের নমুনা বেলেঘাটায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজিজেস (NICED)-এ পরীক্ষা করানো হয় ৷ যদিও বাড়ির দুই পরিচারিকার সোয়াবের নমুনা NICED-এ পরীক্ষা করানো হয়নি । এই দুই জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় SSKM হাসপাতালে । বুধবার রাতে SSKM হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুই পরিচারিকার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, COVID-19-এ আক্রান্ত যুবকের মা-বাবা এবং তাঁদের গাড়ির দুই চালকের সোয়াব নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার কারণে চারজনকে বেলেঘাটার এই হাসপাতাল থেকে বুধবার রাত ন'টা নাগাদ ছুটি দেওয়া হয় ।

কলকাতা, ১৯ মার্চ: হাসপাতাল থেকে ছাড়া পেল রাজ্যে প্রথম কোরোনা আক্রান্তের পরিবার ৷ COVID-19-এ আক্রান্ত যুবকের মা-বাবা, দুই গাড়ি চালক এবং দুই পরিচারিকাকে বেলেঘাটা জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল ৷ সোয়াব নমুনার রিপোর্ট নেগেটিভ আসায় বুধবার রাতে কোরোনা আক্রান্তের মা-বাবা ও দুই ড্রাইভারকে ছেড়ে দেওয়া হয় ৷ শেষ পাওয়া খবর পর্যন্ত দুই পরিচারিকা এখনও আইসোলেশন ওয়ার্ডে রয়েছে ৷ তবে স্বস্তির খবর এই যে তাদের রিপোর্টও নেগেটিভ এসেছে ৷

গত মঙ্গলবার এই রাজ্যে প্রথম COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া যায় ৷ জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার বাসিন্দা ওই কোরোনা আক্রান্তের বয়স ১৮ বছর । ওই যুবক লন্ডনের ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের পড়ুয়া । গত ১৫ মার্চ তিনি লন্ডন থেকে কলকাতায় ফেরেন । তার মা এই রাজ্যের একজন আমলা । আক্রান্তের বাবা পেশায় চিকিৎসক । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত ১৫ মার্চ লন্ডন থেকে কলকাতায় যুবকটি ফিরলে থার্মাল স্ক্যানিংয়ের পরে কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে বেলেঘাটার এই হাসপাতালে যাওয়ার কথা বলা হয়েছিল । যদিও যুবকের মা ছেলেকে একদিন বাড়িতে একদিন রাখার পর বেলেঘাটার হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলেন । সোমবার প্রথমে ওই যুবককে নিয়ে যাওয়া হয় টালিগঞ্জের MR বাঙুর হাসপাতালে । সেখানে এক চিকিৎসক এবং তাঁর সহযোগী স্বাস্থ্য পরীক্ষা করে ওই যুবককে বেলেঘাটা ID হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন । এরপর গত মঙ্গলবার সকালে ওই যুবককে নিয়ে তাঁর মা বেলেঘাটার হাসপাতালে যান । যুবকের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায় মঙ্গলবার রাতে । রিপোর্টে জানা যায় ওই যুবক COVID-19-এ আক্রান্ত । তারপর থেকে বেলেঘাটার ID হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে যুবকের চিকিৎসা চলছে । শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল । খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

COVID-19-এ আক্রান্ত যুবকের মা-বাবা, গাড়ির দুই চালক ও দুই পরিচারিকাকে মঙ্গলবার বেলেঘাটা ID হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বুধবার দুপুরে তাঁদের সকলের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়। এদিন সন্ধ্যার পরে জানা যায়, কোরোনায় আক্রান্ত যুবকের মা-বাবা এবং তাঁদের গাড়ির দুই চালকের সোয়াব নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ । অর্থাৎ, তাঁরা কেউ COVID-19-এ আক্রান্ত নন । যদিও চিকিৎসকরা জানিয়েছেন, অনেক সময় শুরুর দিকে সংক্রমণ ধরা না পড়লেও, পরে সংক্রমণ ধরা পড়তে পারে।

আক্রান্ত যুবকের মা-বাবা এবং তাঁদের গাড়ির দুই চালকের সোয়াবের নমুনা বেলেঘাটায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজিজেস (NICED)-এ পরীক্ষা করানো হয় ৷ যদিও বাড়ির দুই পরিচারিকার সোয়াবের নমুনা NICED-এ পরীক্ষা করানো হয়নি । এই দুই জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় SSKM হাসপাতালে । বুধবার রাতে SSKM হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুই পরিচারিকার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, COVID-19-এ আক্রান্ত যুবকের মা-বাবা এবং তাঁদের গাড়ির দুই চালকের সোয়াব নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার কারণে চারজনকে বেলেঘাটার এই হাসপাতাল থেকে বুধবার রাত ন'টা নাগাদ ছুটি দেওয়া হয় ।

Last Updated : Mar 19, 2020, 6:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.