ETV Bharat / state

মরশুমের শীতলতম দিনে কলকাতা 13 ! পাহাড়ের সঙ্গে ঠান্ডায় পাল্লা দিচ্ছে সমতল; রইল বিস্তারিত পূর্বাভাস

West Bengal Weather Update: ডিসেম্বরের মাঝামাঝি জমিয়ে ঠান্ডা পড়েছে কলকাতায় ৷ পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও 10 ডিগ্রি সেলসিয়াস তো কোথাও 9 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে ৷

ETV Bhatat
বঙ্গে জাঁকিয়ে শীত
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2023, 7:52 AM IST

Updated : Dec 17, 2023, 8:28 AM IST

কলকাতা, 17 ডিসেম্বর: সর্বনিম্ন তাপমাত্রা নামার দৌড়ে উত্তরবঙ্গের সঙ্গে পাল্লা দিচ্ছে দক্ষিণবঙ্গ ৷ শনিবার কলকাতা এবং তার আশপাশের এলাকার সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রিতে নামল ৷ রাজ্যের পশ্চিমে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে ৷ পুরুলিয়ায় পারদ নেমে 9 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে ৷ শনিবার ছিল মরশুমের শীতলতম দিন ৷ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.7 ডিগ্রি ছুঁয়েছে, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি নীচে ৷

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে ৷ তারপর ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে ৷ ফলে পৌষ মাসের প্রথম সপ্তাহ থেকে জমিয়ে ঠান্ডা রাজ্যজুড়ে ৷ ইতিমধ্যে দিনের তাপমাত্রায় স্থিতিশীল হলেও রাতের তাপমাত্রা নিম্নমুখী ৷ এমনকী কলকাতাতেও চলতি বছরে বেশ ভালোরকম শীত অনুভূত হচ্ছে ৷ পশ্চিমী ঝঞ্ঝা ঠান্ডার এই মারকুটে ইনিংসের পথে বাধা হতে পারত ৷ কিন্তু তা প্রভাব না ফেলতে পারায় উত্তর দিক থেকে আসা হাওয়া রাজ্যে অবাধে প্রবেশ করছে ৷ ফলে ঠান্ডা অনুভূত হচ্ছে ৷

আজ রবিবার ৷ কলকাতার ঘুম ভেঙেছে ম্যারাথনে অংশ নেওয়ার উৎসাহ নিয়ে ৷ দেশ-বিদেশ থেকে ম্যারাথনাররা ইতিমধ্যে শহরে চলে এসেছেন ৷ দক্ষিণবঙ্গ এবং কলকাতার আশপাশের অঞ্চলের শীতের আবহের সঙ্গে সামঞ্জস্য রেখেই উত্তরবঙ্গেও ঠান্ডা তার দাপট বজায় রেখেছে ৷ উপরের পাঁচটি জেলায় কনকনে ঠান্ডা রয়েছে গত কয়েকদিন ধরে ৷ দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাতের পূর্বাভাস আছে ৷ পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত সান্দাকফুতেও তুষারপাত হয়েছে ৷ উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতেও যথেষ্ট ঠান্ডা ৷ আগামী পাঁচদিনের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনও ইঙ্গিত নেই ৷ আজ রবিবার দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি এবং 14 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করতে পারে ৷

আরও পড়ুন:

  1. নক্ষত্রের অবস্থানের কারণে আত্মবিশ্বাসী বৃষ রাশির ব্যক্তিরা, প্রেমে সাফল্য সিংহের; বাকিদের ভাগ্যে কি আছে জানুন রাশিফলে
  2. মৃত স্বামীর শুক্রাণু ধারণ করে মা হলেন বছর আটচল্লিশের মহিলা, কুর্নিশ চিকিৎসকদের
  3. সূর্যালোক শুধু হাড়ের জন্যই নয়, মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী! সানবাথের উপকারিতা জানা আছে তো ?

কলকাতা, 17 ডিসেম্বর: সর্বনিম্ন তাপমাত্রা নামার দৌড়ে উত্তরবঙ্গের সঙ্গে পাল্লা দিচ্ছে দক্ষিণবঙ্গ ৷ শনিবার কলকাতা এবং তার আশপাশের এলাকার সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রিতে নামল ৷ রাজ্যের পশ্চিমে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে ৷ পুরুলিয়ায় পারদ নেমে 9 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে ৷ শনিবার ছিল মরশুমের শীতলতম দিন ৷ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.7 ডিগ্রি ছুঁয়েছে, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি নীচে ৷

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে ৷ তারপর ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে ৷ ফলে পৌষ মাসের প্রথম সপ্তাহ থেকে জমিয়ে ঠান্ডা রাজ্যজুড়ে ৷ ইতিমধ্যে দিনের তাপমাত্রায় স্থিতিশীল হলেও রাতের তাপমাত্রা নিম্নমুখী ৷ এমনকী কলকাতাতেও চলতি বছরে বেশ ভালোরকম শীত অনুভূত হচ্ছে ৷ পশ্চিমী ঝঞ্ঝা ঠান্ডার এই মারকুটে ইনিংসের পথে বাধা হতে পারত ৷ কিন্তু তা প্রভাব না ফেলতে পারায় উত্তর দিক থেকে আসা হাওয়া রাজ্যে অবাধে প্রবেশ করছে ৷ ফলে ঠান্ডা অনুভূত হচ্ছে ৷

আজ রবিবার ৷ কলকাতার ঘুম ভেঙেছে ম্যারাথনে অংশ নেওয়ার উৎসাহ নিয়ে ৷ দেশ-বিদেশ থেকে ম্যারাথনাররা ইতিমধ্যে শহরে চলে এসেছেন ৷ দক্ষিণবঙ্গ এবং কলকাতার আশপাশের অঞ্চলের শীতের আবহের সঙ্গে সামঞ্জস্য রেখেই উত্তরবঙ্গেও ঠান্ডা তার দাপট বজায় রেখেছে ৷ উপরের পাঁচটি জেলায় কনকনে ঠান্ডা রয়েছে গত কয়েকদিন ধরে ৷ দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাতের পূর্বাভাস আছে ৷ পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত সান্দাকফুতেও তুষারপাত হয়েছে ৷ উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতেও যথেষ্ট ঠান্ডা ৷ আগামী পাঁচদিনের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনও ইঙ্গিত নেই ৷ আজ রবিবার দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি এবং 14 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করতে পারে ৷

আরও পড়ুন:

  1. নক্ষত্রের অবস্থানের কারণে আত্মবিশ্বাসী বৃষ রাশির ব্যক্তিরা, প্রেমে সাফল্য সিংহের; বাকিদের ভাগ্যে কি আছে জানুন রাশিফলে
  2. মৃত স্বামীর শুক্রাণু ধারণ করে মা হলেন বছর আটচল্লিশের মহিলা, কুর্নিশ চিকিৎসকদের
  3. সূর্যালোক শুধু হাড়ের জন্যই নয়, মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী! সানবাথের উপকারিতা জানা আছে তো ?
Last Updated : Dec 17, 2023, 8:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.