কলকাতা, 17 ডিসেম্বর: সর্বনিম্ন তাপমাত্রা নামার দৌড়ে উত্তরবঙ্গের সঙ্গে পাল্লা দিচ্ছে দক্ষিণবঙ্গ ৷ শনিবার কলকাতা এবং তার আশপাশের এলাকার সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রিতে নামল ৷ রাজ্যের পশ্চিমে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে ৷ পুরুলিয়ায় পারদ নেমে 9 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে ৷ শনিবার ছিল মরশুমের শীতলতম দিন ৷ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.7 ডিগ্রি ছুঁয়েছে, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি নীচে ৷
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে ৷ তারপর ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে ৷ ফলে পৌষ মাসের প্রথম সপ্তাহ থেকে জমিয়ে ঠান্ডা রাজ্যজুড়ে ৷ ইতিমধ্যে দিনের তাপমাত্রায় স্থিতিশীল হলেও রাতের তাপমাত্রা নিম্নমুখী ৷ এমনকী কলকাতাতেও চলতি বছরে বেশ ভালোরকম শীত অনুভূত হচ্ছে ৷ পশ্চিমী ঝঞ্ঝা ঠান্ডার এই মারকুটে ইনিংসের পথে বাধা হতে পারত ৷ কিন্তু তা প্রভাব না ফেলতে পারায় উত্তর দিক থেকে আসা হাওয়া রাজ্যে অবাধে প্রবেশ করছে ৷ ফলে ঠান্ডা অনুভূত হচ্ছে ৷
আজ রবিবার ৷ কলকাতার ঘুম ভেঙেছে ম্যারাথনে অংশ নেওয়ার উৎসাহ নিয়ে ৷ দেশ-বিদেশ থেকে ম্যারাথনাররা ইতিমধ্যে শহরে চলে এসেছেন ৷ দক্ষিণবঙ্গ এবং কলকাতার আশপাশের অঞ্চলের শীতের আবহের সঙ্গে সামঞ্জস্য রেখেই উত্তরবঙ্গেও ঠান্ডা তার দাপট বজায় রেখেছে ৷ উপরের পাঁচটি জেলায় কনকনে ঠান্ডা রয়েছে গত কয়েকদিন ধরে ৷ দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাতের পূর্বাভাস আছে ৷ পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত সান্দাকফুতেও তুষারপাত হয়েছে ৷ উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতেও যথেষ্ট ঠান্ডা ৷ আগামী পাঁচদিনের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনও ইঙ্গিত নেই ৷ আজ রবিবার দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি এবং 14 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করতে পারে ৷
আরও পড়ুন: