ETV Bharat / state

West Bengal Weather Update : শীতের আমেজেই ভোটের উত্তাপ, পূর্বাভাস আবহাওয়া দফতরের - কলকাতায় শীত

আসন্ন পৌরভোটে সরগরম বঙ্গ রাজনীতি ৷ কিন্তু শীতের মেজাজ যেমন ছিল, তেমনই রয়েছে ৷ রাজ্যজুড়ে ঠাণ্ডার আমেজ এখন থাকবে, জানিয়েছে আবহাওয়া অফিস (West Bengal Weather Update) ৷

West Bengal Weather Update
শহরে শীত
author img

By

Published : Dec 17, 2021, 6:48 AM IST

Updated : Dec 17, 2021, 9:50 AM IST

কলকাতা, 17 ডিসেম্বর : পৌরভোটের উত্তাপ রাজ্যজুড়ে । কিন্তু শীতের আমেজে কোনও ছেদ পড়েনি । বরং গত কয়েকদিন ধরে যে আবহাওয়ার পূর্বাভাস বজায় রয়েছে । আজ পৌষমাসের প্রথম দিন । কয়েকদিনের জমিয়ে ঠাণ্ডার রেশ ধরে পৌষ তার মারকাটারি ইনিংস ধরে রাখছে (West Bengal Weather Update) । আজ সকালে তাপমাত্রা 13 ডিগ্রিতে নেমেছে ৷ তাই আপাতত এই মরশুমে শুক্রবার শীতলতম দিন ৷

বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম ৷ আর সর্বনিম্ন তাপমাত্রা 14.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95% এবং সর্বনিম্ন 52% ৷

আরও পড়ুন : Horoscope for 17th December : কর্মজীবনে উন্নতি করবেন কেউ, পরিবারের সঙ্গে ভাল দিন কাটবে কারও

আবহাওয়া দফতরের পূর্বাভাস শুক্রবার প্রধানত আকাশ পরিষ্কার থাকবে, সঙ্গে শীতের রোদ্দুর । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি এবং 14 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে ৷ বিগত ক'দিন ধরে তাপমাত্রা 14 ডিগ্রির কাছাকাছি থাকছে । সপ্তাহের শেষ দু'দিনে তা আরও এক ডিগ্রি কমে 13 ডিগ্রি স্পর্শ করতে পারে । তাপমাত্রার এই নিম্নাভিমুখী যাত্রা নতুন সপ্তাহের প্রথম দিন অব্যাহত থেকে 12 ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে ।

এরপর উষ্ণতা সামান্য বাড়লেও তা ফের জাঁকিয়ে ফিরবে ঠাণ্ডা । করোনার আবহে জমিয়ে বড়দিন এবং বছর শেষের উৎসব গত দুই বছর করা যায়নি। এবার রাজ্য সরকার বিধি শিথিল করেছে । ফলে উৎসবের পরিকল্পনা পুরোনো মেজাজে সাজানো শুরু হয়ে গিয়েছে । তবুও মাথায় রাখতে হবে কোভিড বিধি ।

কলকাতা, 17 ডিসেম্বর : পৌরভোটের উত্তাপ রাজ্যজুড়ে । কিন্তু শীতের আমেজে কোনও ছেদ পড়েনি । বরং গত কয়েকদিন ধরে যে আবহাওয়ার পূর্বাভাস বজায় রয়েছে । আজ পৌষমাসের প্রথম দিন । কয়েকদিনের জমিয়ে ঠাণ্ডার রেশ ধরে পৌষ তার মারকাটারি ইনিংস ধরে রাখছে (West Bengal Weather Update) । আজ সকালে তাপমাত্রা 13 ডিগ্রিতে নেমেছে ৷ তাই আপাতত এই মরশুমে শুক্রবার শীতলতম দিন ৷

বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম ৷ আর সর্বনিম্ন তাপমাত্রা 14.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95% এবং সর্বনিম্ন 52% ৷

আরও পড়ুন : Horoscope for 17th December : কর্মজীবনে উন্নতি করবেন কেউ, পরিবারের সঙ্গে ভাল দিন কাটবে কারও

আবহাওয়া দফতরের পূর্বাভাস শুক্রবার প্রধানত আকাশ পরিষ্কার থাকবে, সঙ্গে শীতের রোদ্দুর । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি এবং 14 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে ৷ বিগত ক'দিন ধরে তাপমাত্রা 14 ডিগ্রির কাছাকাছি থাকছে । সপ্তাহের শেষ দু'দিনে তা আরও এক ডিগ্রি কমে 13 ডিগ্রি স্পর্শ করতে পারে । তাপমাত্রার এই নিম্নাভিমুখী যাত্রা নতুন সপ্তাহের প্রথম দিন অব্যাহত থেকে 12 ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে ।

এরপর উষ্ণতা সামান্য বাড়লেও তা ফের জাঁকিয়ে ফিরবে ঠাণ্ডা । করোনার আবহে জমিয়ে বড়দিন এবং বছর শেষের উৎসব গত দুই বছর করা যায়নি। এবার রাজ্য সরকার বিধি শিথিল করেছে । ফলে উৎসবের পরিকল্পনা পুরোনো মেজাজে সাজানো শুরু হয়ে গিয়েছে । তবুও মাথায় রাখতে হবে কোভিড বিধি ।

Last Updated : Dec 17, 2021, 9:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.