ETV Bharat / state

West Bengal Weather Update : শহরের শীতলতম দিনে ভোটের উত্তাপ, পারদের পতন অব্যাহত - ঠাণ্ডায় কলকাতা পৌরভোট 2021

আজ কলকাতা পৌরভোট ৷ আর রাজ্যজুড়ে শীতের আমেজ ৷ এমন আবহাওয়ায় নির্বাচন ঠিক কবে হয়েছে, এক মুহূর্তে মনে করা মুশকিল ৷ রাজ্যবাসীর জন্য সুখবর ৷ ঠাণ্ডার আমেজ বহাল তবিয়েত থাকবে এখন (West Bengal Weather Update) ৷

West Bengal Weather Update
পশ্চিমবঙ্গে শীত
author img

By

Published : Dec 19, 2021, 6:40 AM IST

কলকাতা, 19 ডিসেম্বর : পৌষের শুরুতে কনকনে ঠাণ্ডা রাজ্যে ৷ বছরের শেষ মাসের তৃতীয় সপ্তাহে পারদ যেভাবে নামছে, তাতে শীত যে উপভোগ্য হয়ে ধরা দেবে, তা বোঝা যাচ্ছে । রবিবার শহর কলকাতা তাদের নাগরিক পরিষেবা কার হাতে তুলে দেবে, তা ঠিক করতে মতাধিকার প্রয়োগ করবে । পরিসংখ্যা বলছে এমন শীতল দিনে তিলোত্তমায় নির্বাচন, বিরল ঘটনা (West Bengal Weather Update) ।

শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 13.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 96% এবং 44% ৷ শনিবার উত্তরবঙ্গের দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 4 ডিগ্রিতে আর সর্বোচ্চ 11 ডিগ্রি সেলসিয়াস ৷

আরও পড়ুন : KMC Election 2021 : নিশ্চিন্ত তৃণমূল, কলকাতা পৌরভোটে বিরোধীরা খাতা খুললেই সন্তুষ্ট

হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার ভোটের উত্তাপে কলকাতা তথা রাজ্য যতই সরগরম থাকুক না কেন, কলকাতা ও আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি এবং 14 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ ভোরে এবং সূর্যাস্তের পর তাপমাত্রা 13 ডিগ্রিতে নামতে পারে । জেলা শহরগুলোতে ইতিমধ্যে 10 ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে পারদ (Winter in Bengal) ।

কলকাতা, 19 ডিসেম্বর : পৌষের শুরুতে কনকনে ঠাণ্ডা রাজ্যে ৷ বছরের শেষ মাসের তৃতীয় সপ্তাহে পারদ যেভাবে নামছে, তাতে শীত যে উপভোগ্য হয়ে ধরা দেবে, তা বোঝা যাচ্ছে । রবিবার শহর কলকাতা তাদের নাগরিক পরিষেবা কার হাতে তুলে দেবে, তা ঠিক করতে মতাধিকার প্রয়োগ করবে । পরিসংখ্যা বলছে এমন শীতল দিনে তিলোত্তমায় নির্বাচন, বিরল ঘটনা (West Bengal Weather Update) ।

শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 13.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 96% এবং 44% ৷ শনিবার উত্তরবঙ্গের দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 4 ডিগ্রিতে আর সর্বোচ্চ 11 ডিগ্রি সেলসিয়াস ৷

আরও পড়ুন : KMC Election 2021 : নিশ্চিন্ত তৃণমূল, কলকাতা পৌরভোটে বিরোধীরা খাতা খুললেই সন্তুষ্ট

হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার ভোটের উত্তাপে কলকাতা তথা রাজ্য যতই সরগরম থাকুক না কেন, কলকাতা ও আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি এবং 14 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ ভোরে এবং সূর্যাস্তের পর তাপমাত্রা 13 ডিগ্রিতে নামতে পারে । জেলা শহরগুলোতে ইতিমধ্যে 10 ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে পারদ (Winter in Bengal) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.