কলকাতা, 11 অগস্ট: দুই বঙ্গের কোথাও ভারী বৃষ্টির দেখা সেভাবে মিলবে না ৷ দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি বেশি হওয়ার কথা ৷ তবে, আগামিকাল শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস জানিয়েছেন, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে ৷ পাশাপাশি, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দফায় দফায় বৃষ্টিরও সম্ভাবনা আছে ৷
এই মুহূর্তে রাজ্যের কাছাকাছি দু'টি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ৷ একটি আছে উত্তরপ্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায় ৷ আরেকটি পটনা থেকে বালুরঘাটের উপর দিয়ে মিজোরাম পর্যন্ত গিয়েছে ৷ এই মৌসুমী অক্ষরেখার প্রভাবেই রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে ৷ তার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ৷ আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ৷ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- উপরের এই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে ৷ আজ, শুক্রবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া অফিস ৷ দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে ৷ রবিবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে ৷
দক্ষিণবঙ্গে আগামী 48 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় 29 শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে ৷ উত্তরবঙ্গের স্বাভাবিকের তুলনায় 10 শতাংশ বেশি বৃষ্টি হয়েছে ৷ বর্ষার মরশুমে সব মিলিয়ে রাজ্যে 13 শতাংশ বৃষ্টি কম হয়েছে ৷
আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে রেলের নয়া প্রযুক্তি, বরাদ্দ 77 কোটি
বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ 93 শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ 81 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 14.5 পাঁচ মিলিমিটার ৷ আজ শুক্রবার দিনের আকাশ মেঘলা থাকবে ৷ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে 32 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে ৷