কলকাতা, 3 মার্চ : মার্চ মাসের প্রথম সপ্তাহেই তাপমাত্রা তার গিয়ার বদলাতে শুরু করেছে । সপ্তাহ দুয়েক আগেও সর্বনিম্ন তাপমাত্রার পারদ 15 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছিল ৷ তা এখন 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে । আবহাওয়া দফতর বলছে, রাতের তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই । অর্থাৎ পারদ চড়বে । দিনের তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখী হবে । ফলে সামগ্রিক উষ্ণতা যে বাড়বে এবং তা যে স্বস্তির হবে না ধরে নেওয়ায় যায় ।
বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের রাতের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 31.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা 20.4 ডিগ্রি সেলসিয়াস । ভোরের দিকে কুয়াশা আর দেখা যাবে না ৷ বৃহস্পতিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে । উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পংয়ের কয়েকটি জায়গায় এবং সিকিমে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তাছাড়া বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে ।
শীতের আমেজ প্রায় কাটিয়েই বসন্ত উকিঁ দিচ্ছে ৷ এখন যা আবহাওয়ার পরিস্থিতি তা হল পাখা চালালে ভাল লাগছে, আবার সেই পাখা বেশিক্ষণ চালিয়ে রাখলে ঠান্ডা লাগছে, নাক বন্ধ হয়ে আসছে । সর্দি-কাশিতে সমস্যায় পড়তে হচ্ছে। আর এই ঠাণ্ডা লেগে হাল্কা জ্বর এবং কাশির সম্ভাবনা রয়েছে বলেই চিকিৎসকরাও জানাচ্ছেন ৷ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। প্রতিবারের মতো বসন্ত থেকে গ্রীষ্মের এই পরিবর্তন সবসময় বেশ অস্বস্তিকর । ঠান্ডা জ্বরে আক্রান্ত হলে অবহেলা না করে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন । প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন ।